রসায়ন

এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance

নবম-দশম শ্রেণি (এসএসসি) রসায়ন বিজ্ঞান এসিড ক্ষার সমতা (৯ অধ্যায়ের) সৃজনশীল প্রশ্নগুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন হয়। সকল বোর্ডের প্রশ্নগুলো সহ ৯অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন- সাজেশন পেতে চাইলে নবম-দশম শিক্ষার্থীরা এই পোস্টটি পড়তে পারে। পোস্টটিতে রসায়ন ৯ অধ্যায়ের সকল সৃজনশীল সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। রসায়ন ৯ অধ্যায় সকল সৃজনশীল প্রশ্নগুলো একসাথে পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচে ডাউনলোড লিংকে ক্লিক করুন। রসায়ন ৯অধ্যায় এসিড ক্ষার সমতা সৃজনশীল প্রশ্ন উত্তর সাজেশন ১। “এসিড বৃষ্টির” পানি ডু-পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন লবণ এতে দ্রবীভুত হয় এবং পানির বিশেষ বৈশিষ্ট্য “খরতার’ সৃষ্টি হয়। [সকল বো-২০১৮] ক. pHকী? ১ খ. খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?                        ২ গ. উদ্দীপকে উল্লিখিত পানির বিশেষ বৈশিষ্ট্য কীভাবে সৃষ্টি হয় সমীকরণসহ ব্যাখ্যা করো । ৩ ঘ. উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।     ২।  নিম্নে তিনটি বিক্রিয়া দেয়া হলো:- i. CaCO₃(s)→ Ca0(s) + ‘X'(g) ii. X(g) + H₂O(l) —> M যৌগ iii. K₂0 + H₂O(l) —> N যৌগ            [কু. বো-২০১৭] ক. নিঃসরণ কাকে বলে?         ১ খ. উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো।         ২ গ. উদ্দীপকের M’ যৌগে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো।         ৩ ঘ. উদ্দীপকের “‘ M “N যৌগদ্বয়ের সমন্বয়ে গঠিত লবণটি ক্ষারীয়-বিক্রিয়াসহ বিশ্লেষণ করো। ৪ ৩।  ক. COD এর পূর্ণরুপ লেখো।                         ১ খ. Na একটি ক্ষার ধাতু – ব্যাখ্যা করো।         ২ গ. ‘A’ পাত্রে অবশিষ্ট চুনের পরিমাণ নির্ণর করো ।     ৩ ঘ. B পাত্রের দ্রবণের pH এর সীমা কত হবে বিশ্লেষণ করো । 8 ৪। 2FeCl₂ + Cl₂ → 2FeCl₃ ক. কাসা- এর সংযুক্তিটি লেখো। খ. চুন পানিতে মেশালে তাপ উৎপন্ন হয়  কনে? সমীকরণসহ ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ। সমীকরণসহ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের লবণদ্বয় শনাক্তকরণে লঘু ক্ষারের বিশ্লেষণ করো। ৫। i. C₂H₆ + 2Cl₂ → C₂H₄Cl₂ + 2HCl [ C-H, Cl-Cl, C-Cl এবং H-Cl এর বন্ধনশক্তি যথাক্রমে 414 kj/mol, 244 kj/mol, 326 kj/mol এবং 413 kj/mol] ii. Mg + লঘু H₂SO₄ → MgSO₄ +H₂            [সি.বো: ২০১৭] ক. প্রমাণ অবস্থায় ১ মোল গ্যাসের আয়তন কত লিটার?    ১ খ. পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায়ে পাওয়া যায়? ব্যাখ্যা করো।     ২ গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়াটির ∆H এর মান নির্ণয় করে দেখাও।    ৩ ঘ. উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় Mg এর পরিবর্তে Cu এবং এসিডটি গাড় নিলে উৎপাদ পদার্থসমূহের কোন ধরনের পরিবর্তন ঘটবে? সমীকরণসহ বিশ্লেষণ করো।    ৪ ৬। সাবান দিয়ে কাপড় ধোয়ার সময় নাফিসা বাথরুমের মেঝেতে সাদা বর্ণের অধঃক্ষেপ দেখতে পেল। সে লক্ষ করলো সাবান ক্ষয়ে যাচ্ছে- কিন্তু পর্যাপ্ত সাবানের ফেনা উৎপন্ন হচ্ছে না। ক. ক্যাটায়ন কাকে বলে?    ১ খ. আর্দ্রবিশ্লেষণ ও পানিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।     ২ গ. সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে কেন? সমীকরণসহ বর্ণনা করো।     ৩ ঘ. নাফিসা কী ব্যবস্থা গ্রহণ করে ঐ সমস্যা সমাধান করবে- বিশ্লেষণ করো।     ৪ ৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: ক. অ্যানোড কী?    ১ খ. আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন ও কঠিন CO₂ উর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন?    ২ গ. উদ্দীপকে উল্লেখিত এসিডের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের সাথে কপার ধাতুর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণসহ লিখ।    ৩ ঘ. কষ্টিক সোডার জলীয় দ্রবণ দ্বারা ১ম ৩টি পরীক্ষা নলে বিদ্যামান যৌগসমূহের ধাতব আয়নমসূহ কীভাবে সনাক্ত করবে?     ৪ আরো পড়ুনঃ দুর্বল এসিড ও শক্তিশালী এসিড চেনার সহজ উপায়। এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance

এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance Read More »

রসায়ন ৯ অধ্যায় এসিড-ক্ষারক সমতা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (নবম/দশম/এসএসসি)

নবম/দশম/এসএসসি রসায়ন ৯ অধ্যায় এসিড-ক্ষারক সমতা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বহুনির্বাচনী প্রশ্নগুলো অনুশীলনের জন্য নিচের প্রশ্নগুরো পড়ুন। এসিড ক্ষারক অধ্যায়ের সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো পিডিএফ আকারে ডাউনলোড  করতে নিচে লক্ষ করুন। রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ১। নিচের কোনটি ক্ষার? ক) NaOH খ) NaCl গ) Na₂SO₄ ঘ) HCl ২। টারটারিক এসিড থাকায় কোন ফলটি টক লাগে? ক) লেবু খ) আপেল গ) টমেটো ঘ) তেঁতুল ৩। নিচের কোনটিতে ট্যানিক এসিড থাকে? ক) তেঁতুল খ) চা গ) কোমল পানীয় ঘ) লেবু ৪। ভিনেগারের রাসয়নিক নাম কী? ক) ফরমিক এসিড খ) ইথানয়িক এসড গ) টারটারিক এসিড ঘ) সাইট্রিক এসিড ৫। Mg+H₂SO₄ → MgSO₄ +X : X গ্যাসটি কী? ক) O₂ খ) N₂ গ)  H₂ ঘ)  উপরের যে কোনটি হতে পারে। ৬। ধাতব কার্বনেট + লঘু ্এসিড → লবণ + পানি+ Y: Y এর সংকেত কোনটি? ক) CO খ) CO₂ গ) H₂CO₃ ঘ) CO₃ ৭। ধাতব অক্সাইডগুলো সাধারণত ‍ কোন প্রকৃতির হয়? ক) অম্লীয় খ) ক্ষারীয় গ) নিরপেক্ষ ঘ) কোনটিই নয়্ ৮। কোনটি শক্তিশালী এসিড? ক) সাইট্রিক এসিড খ) কার্বনিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) হাইড্রোক্লেরিক এসিড ৯। টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়। ক) PbO খ)  NaOH গ)  NH₃ ঘ)  CaO ১০। CuO কী? ক) ক্ষারক খ) ক্ষার গ) লবণ ঘ) এসিড ১১। নিচের কোনটি ক্ষার? ক) কস্টিক সোডা খ) কপার অক্সাইড গ) আয়রন হাইড্রোক্সাইড ঘ) সিরকা ১২। কোনটি নীল অধঃক্ষেপ দেয়? ক) Zn(OH)₂ খ)  Cu(OH)₂ গ)  Fe(OH)₂ ঘ)  Ca(OH)₂ ১৩। কোন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁴ মোল/লিটার হলে দ্রবণের প্রকৃতি নিচের কোনটি? ক) অম্লীয় খ) ক্ষারীয় গ) নিরপেক্ষ ঘ) উভধর্মী ১৪। কোনটির প্রয়োগে মাটির অত্যাধিক ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হয়? ক) (NH₄)₂SO₄ খ) AlPO₄ গ)  CaSO₄ ঘ) (NH₄)₃PO₄ ১৫। Na₂CO₃ হলো- ক) তীব্র এসিড ও দুর্বল ক্ষারের লবণ খ) তীব্র এসিড ও তীব্র  ক্ষারের লবণ গ) তীব্র ক্ষার ও দুর্বল এসিডের লবণ ঘ) দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের লবণ ১৬। ধাতু সমূহের কোন ধরনের লবণ দ্রবীভূত থাকলে পানি অস্থায় খর হয়। ক) সালফেট লবণ খ) ক্লোরাইড লবণ গ) নাইট্রেট লবণ ঘ) বাই-কার্বনেট লবণ ১৭। ব্লিচিং পাউডার জীবাণুকে মারে কোনটির সাহায্যে? ক) জারণের মাধ্যমে খ) বিজারণের মাধ্যমে গ) থিতানোর মাধ্যমে ঘ) প্রশমনের মাধ্যমে এসএসসি রসায়ান ৯ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ১৮। চুনের পানি-     i) ক্ষার জাতীয় পদার্থ     ii) এর রাসায়নিক সংকেত Ca(OH)₂     iii) CO₂ এর সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় CaCO₃ উৎপন্ন করে। নিচের কোনটি সঠিক? ক) i ও ii    খ) i ও iii গ) ii ও iii   ঘ) i, ii ও iii ১৯। NH₄OH ও H₂SO₄ এর বিক্রিয়া –     i) একটি প্রশমণ বিক্রিয়া     ii) থেকে সাদা দানাদার পদার্থ উৎপন্ন হয়     iii) হতে প্রাপ্ত উৎপাদের জলীয় দ্রবণের pн এর মান 7 এর কম। নিচের কোনটি সঠিক? ক) i ও ii    খ) i ও iii গ) ii ও iii   ঘ) i, ii ও iii ২০। BOD –     i) মানে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা।     ii) পানির বিশুদ্ধতার পরিমাপ।     iii) এর মান বেশি হলে পানি দূষিত। নিচের কোনটি সঠিক? ক) i ও ii    খ) i ও iii গ) ii ও iii   ঘ) i, ii ও iii ২১। চুনাপাথরের উপর লঘু নাইট্রিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? ক) CO₂ খ) H₂ গ) O₂ ঘ) SO₂ ২২। নিচের কোনটির ‍উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়? ক) NH₄⁺ খ) OH⁻ গ) NH₃ ঘ) H₂O ২৪। লেবু বা কমলায় কোন এসিড থাকে? ক) কার্বনিক  এসিড খ) টারটারিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) সাইট্রিক এসিড ২৫। তেঁতুলে কোন এসিড থাকে? ক) কার্বনিক  এসিড খ) টারটারিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) সাইট্রিক এসিড ২৬। ভিনেগারে কোন এসিড থাকে? ক) কার্বনিক  এসিড খ) টারটারিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) সাইট্রিক এসিড ২৭। চায়ে কোন এসিড থাকে? ক) কার্বনিক  এসিড খ) টারটারিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) ট্যানিক এসিড ২৮। মানুষের পাকস্থলীতে কোন এসিড তৈরি হয়। ক) কার্বনিক  এসিড খ) হাইড্রোক্লোরিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) ট্যানিক এসিড ২৯। কোন এসিড আমরা খাই? ক) নাইট্রিক এসিড খ) ইথানয়িক এসিড গ) সালফিউরিক এসিড ঘ) হাইডোক্লোরিক এসিড ৩০। ভিনেগার ও লেবুর রস সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? ক) কার্বন ডাউ অক্সাইড খ) নাইট্রোজেন গ) হাইড্রোজেন ঘ) অ্যামোনিয়া ৩১। ধাতব অক্সাইড গুলো সাধারণত কোন প্রকৃতির হয়? ক) অম্লীয় খ) ক্ষারীয় গ) নিরপেক্ষ ঘ) কোনটিই নয় ৩২। নিচের কোন এসিডটি নীল লিটমাসকে লাল করেনা? ক) সালফিউরিক এসিড খ) নাইট্রিক এসিড গ) কার্বনিক এসিড ঘ) অনার্দ্র অক্সালিক এসিড ৩৩। জলীয় দ্রবণে নিচের কোনটি হাইড্রোজেন আয়ন দান করে? ক) ইথানয়িক এসিড খ) সাইট্রিক এসিড গ) সালফিউরিক এসিড ঘ) কস্টিক সোডা ৩৪। কোনটি সবল/শক্তিশালী এসিড? ক) সাইট্রিক এসিড খ) কার্বনিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) হাইড্রোক্লোরিক এসিড ৩৫। কোনটি জলীয় দ্রবণে সম্পুর্ণরুপে আয়নিত হয়? ক) ক) সাইট্রিক এসিড খ) কার্বনিক এসিড গ) ইথানয়িক এসিড ঘ) হাইড্রোক্লোরিক এসিড ৩৬। নিচের কোনটি বিদুৎ পরিবহন করে না? ক) বিশুদ্ধ সালফিউরিক এসিড খ) নাইট্রিক এসিড গ) কার্বনিক এসিড ঘ) হাইড্রোক্লোরিক এসিড ৩৭। টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার হয়? ক) PbO খ) NaOH গ) NH₃ ঘ) CaO ৩৮। পানিতে দ্রবীভূত ক্ষারককে কী বলে? ক) ক্ষার খ) এসিড গ) লবণ ঘ) পানি ৩৯। ধাতুর অক্সাইডকে বা হাইড্রোক্সাইডকে কী বলা হয়? ক) ক্ষারক খ) লবণ গ) এসিড ঘ) ক্ষার ৪০। কোনটি ক্ষারক কিন্তু ক্ষার নয়? ক) সোডিয়াম অক্সাইড খ) ক্যালসিয়াম অক্সাইড গ) কপার অক্সাইড ঘ) পটাসিয়াম অক্সাইড ৪১। CuO কী? ক) ক্ষারক খ) লবণ গ) এসিড ঘ) ক্ষার ৪২। একটি ধাতব লবণের দ্রবণের সাথে কস্টিক সোডার বিক্রিয়া ঘটিয়ে সবুজ বর্ণের অধঃক্ষেপ পাওয়া গেল। পরীক্ষাকৃত আয়ন কোনটি? ক) Cu⁺ খ) Fe²⁺ গ) Fe³⁺ ঘ) Al³⁺ ৪৩। NH₄Cl ও  Ca(OH)₂ এর মিশ্রণকে তাপ দিলে কোন গ্যাস উৎপন্ন হয়? ক) CaO খ) N₂ গ) Cl₂ ঘ) NH₃ ৪৪। অ্যামেনিয়ার জলীয় দ্রবণে pꟸ পেপার কোন বর্ণ নির্দেশ করে? ক) লাল খ) হলুদ গ) সবুজ ঘ) নীল ৪৫। ত্বক ও চোখের জন্য কোনটি অধিক ক্ষতিকর? ক) লবণ খ) ক্ষার গ) খর পানি ঘ) অ্যালকোহল ৪৬। আপেল কোন প্রকৃতির খাদ্য? ক) অম্লীয় খ) ক্ষারীয় গ) নিরপেক্ষ ঘ) উভধর্মী ৪৭। ব্লিচিং পাউডার জীবাণুকে মারে কোনটির সাহায্যে? ক) জারণের মাধ্যমে খ) বিজারনের মাধ্যমে গ) থিতানোর মাধ্যমে ঘ) প্রশমনের মাধ্যমে ৪৮। আর্সেনিক যুক্ত পানিকে ফোটালে- ক) পানি আর্সেনিক যুক্ত হয়। খ) পানি খরতা মুক্ত হয়। গ) আরো ক্ষতিকর হয়। ঘ) মৃদু পানিতে পরিণত হয়। ৪৯। গাড় হাইড্রোক্লোরিক এসিডের বোতলের মুখ খুললে-     i) হালকা

রসায়ন ৯ অধ্যায় এসিড-ক্ষারক সমতা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (নবম/দশম/এসএসসি) Read More »

পিএইচ (ph) কী বা কাকে বলে? পিএইচ (ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান।

পিএইচ (pꟸ) কী বা কাকে বলে? পিএইচ (pꟸ)  এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান। পিএইচ (pꟸ)  কী বা কাকে বলে? উত্তর: কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্বক লগারিদমকে (pꟸ)  বলা হয়। অর্থাৎ pꟸ = -log[H⁺] ১৯০৯ সালে ডেনমার্কের রসায়নবিদ সোরেনসেন (pꟸ) ধারণার প্রবর্তন করেন। ফ্রান্স ভাষার শব্দ “Puissance de Hydrogen”  থেকে (pꟸ)  কথাটি নেয়া হয়েছে। “Puissance de Hydrogen” এর ইংরেজি হলো Power of Hydrogen অর্থাৎ হাইড্রোজেনের ক্ষমতা। (ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান। প্রশ্ন: কোন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁷ মোল/লিটার হলে দ্রবণের pꟸ মান কত? সমাধান: হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা [H⁺] = 10⁻⁷  মোল/লিটার অতএব, pꟸ = -log[H⁺]         = -log(10⁻⁷)         = 7 পিএইচ (ph) কী বা কাকে বলে? পিএইচ (ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান।

পিএইচ (ph) কী বা কাকে বলে? পিএইচ (ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান। Read More »

ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ

ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়া: লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইভ উৎপন্ন করে। যেমন- ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি আর কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে CO₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে। CaCO₃ + 2HCl → CaCl₂ + H₂O+ CO₂ উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড (CO₂) কে চুনের পানির মধ্যে চালনা করলে চুনের পানি প্রথমে ঘোলা হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াটি হচ্ছে; Ca(OH)₂ + CO₂ → CaCO₃+ H₂O এখানে অদ্রবণীয় CaCO₃ উৎপন্ন হওয়ার জন্য চুনের পানিকে ঘোলা দেখায়। এই ঘোলা চুনের পানিতে অতিরিক্ত CO₂  চালনা করলে সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। এক্ষেত্রে অদ্রবণীয় CaCO₃ এর সাথে CO₂ এবং H₂O বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট [Ca(HCO₃)₂] উৎপন্ন করার কারণে ঘোলা চুনের পানিকে স্বচ্ছ দেখায়। CaCO₃ + CO₂ +H₂O → Ca(HCO₃)₂ যেহেতু কার্বন ডাই অক্সাইড উপরোক্ত বিক্রিয়া ‍দুটি দেয়।  সুতরাং ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।

ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ Read More »

ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ধাতব কার্বনেটগুলো লঘু সালফিউরিক এসিড কিংবা লঘু নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ বা নাইট্রেট লবণ উৎপন্ন করে। Na₂CO₃ + H₂SO₄ → Na₂SO₄+ H₂O + CO₂ CaCO₃ + 2HNO₃  → Ca(NO₃)₂ + H₂O+ CO₂ সকল ধাতব কার্বনেট ও লঘু এসিডের ক্ষেত্রে অনুরুপ বিক্রিয়া সংঘটিত হবে। আরো পড়ুনঃ ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ

ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? Read More »

পিএইচ (ph) এর মান হ্রাস বৃদ্ধি করতে কি যোগ করতে হয়?

 পিএইচ (ph) এর মান হ্রাস বৃদ্ধি করতে কি যোগ করতে হয়? কোন এসিড দ্রবণের পিএইচ (pꟸ) মান বৃদ্ধির জন্য ক্ষার যোগ করতে হয়। কারণ ক্ষার যোগ করলে H⁺ আয়নের ঘনমাত্রা কমে যাবে এবং OH⁻ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ফলে pꟸ এর মান বাড়বে। অ্যামোনিয়ার দ্রবণ হল ক্ষার। তাই এটি যোগ করলে pꟸ এর মান বাড়বে।  কোন এসিড দ্রবণের পিএইচ (pꟸ) মান হ্রাসের জন্য এসিড যোগ করতে হয়। কারণ এসিড যোগ করলে H⁺ আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, ফলে pꟸ এর মান বাড়বে। ঘন হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে দ্রবণের pꟸ এর মান কমবে।

পিএইচ (ph) এর মান হ্রাস বৃদ্ধি করতে কি যোগ করতে হয়? Read More »

এসিড ও ক্ষারের মিশ্রণ ক্ষারীয় নাকি এসিডিও প্রকৃতির হবে?

এসিড ও ক্ষারের মিশ্রণ ক্ষারীয় নাকি এসিডিও প্রকৃতির হবে? দুর্বল এসিড ও তীব্র ক্ষারের লবণ → ক্ষারীয় প্রকৃতির। তীব্র এসিড ও দুর্বল ক্ষারের লবণ → অম্লীয় প্রকৃতির। তীব্র এসিড ও তীব্র ক্ষারের লবণ → নিরপেক্ষ প্রকৃতির। দুর্বল এলিড ও দুর্বল ক্ষারের লবণ → নিরপেক্ষ প্রকৃতির। আরো পড়ুনঃ দুর্বল এসিড ও শক্তিশালী এসিড চেনার সহজ উপায়।

এসিড ও ক্ষারের মিশ্রণ ক্ষারীয় নাকি এসিডিও প্রকৃতির হবে? Read More »

Scroll to Top