তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৪ সমাজের বিভিন্ন পেশা

You are currently viewing তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৪ সমাজের বিভিন্ন পেশা

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৪ সমাজের বিভিন্ন পেশা পোস্টে অনুশীলনীর সকল প্রশ্নউত্তর এর পাশাপাশি অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া হলো।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ৪ সমাজের বিভিন্ন পেশা

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে পেশা বলে। আমাদের সমাজে নানা রকম পেশা রয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ কৃষি পেশায় নিয়োজিত। এছাড়াও গ্রামে জেলে, তাঁতি, কামার, কুমার, চালক প্রভৃতি শ্রেণির পেশাজীবী রয়েছে। এদের কেউ উৎপাদন করেন, কেউ তৈরি করেন, আবার কেউ বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এসব পেশাজীবী শ্রেণি বিভিন্নভাবে আমাদের প্রতিদিনের কাজে সাহায্য করে। কোনো পেশার মানুষকেই আমরা ছোট মনে করব না। সব শ্রেণির পেশাকেই আমরা সম্মান করব।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ৪ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

অধ্যায় ৪ পরিচ্ছেদ ১ যারা সেবা দেন

১. পেশা বলতে কী বুঝি?
উত্তর : যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে পেশা বলে।
২. উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বল।
উত্তর : উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশা হলোÑ কৃষিকাজ ও মাছ চাষ।
৩. তোমরা এই পাঠে কী কী ফসলের নাম জানলে?
উত্তর : আমরা এই পাঠে ধান, পাট, বেগুন, টমেটো, মুলা, গাজর ইত্যাদি ফসলের নাম জানলাম।
৪. পাঠের বাইরে আরও কোন কোন ফসলের নাম জান?
উত্তর : পাঠের বাইরে আমি যেসব ফসলের নাম জানি সেগুলো হলোÑ গম, যব, ভুট্টা, সরিষা, তিল, বাদাম ইত্যাদি।
৫. কোথায় মাছ ধরা হয়?
উত্তর : খাল-বিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে মাছ ধরা হয়।

একজন কৃষক কী কী কাজ করেন?
উত্তর : একজন কৃষক মাটি খনন, জমি চাষ, বীজ বপন, জমিতে নিড়ানি দেওয়া, সেচ দেওয়া, ফসল কাটা প্রভৃতি কাজ করেন।

নানারকম পেশাজীবীদের ভ‚মিকায় দলে অভিনয় করে দেখাও। অন্যরা বলবে কোন পেশার অভিনয় করা হলো।
উত্তর : শিক্ষকের সহায়তায় নিজেরা কর।

>> সঠিক উত্তরের পাশে টিকচি‎হ্ন (√) দাও।
জেলে কী কাজ করেন?
√ ক) মাছ ধরেন খ) কাপড় বুনেন
গ) হাঁড়ি তৈরি করেন ঘ) পোশাক তৈরি করেন

অধ্যায় ৪ পরিচ্ছেদ ২ যারা সেবা দেন

নিচের পেশাজীবীরা কী কী উপকরণ ব্যবহার করে থাকেন?
কুমার ব্যবহার করেন।
তাঁতি ব্যবহার করেন।
দর্জি ব্যবহার করেন।
রাজমিস্ত্রি ব্যবহার করেন।
উত্তর :
নিচের পেশাজীবীরাÑ
কুমার কাদামাটি ব্যবহার করেন।
তাঁতি তাঁতযন্ত্র ব্যবহার করেন।
দর্জি সেলাই মেশিন ব্যবহার করেন।
রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড, হাতুড়ি ইত্যাদি ব্যবহার করেন।

১. যারা তৈরি করেন এরকম আরও কয়েকটি পেশার নাম লেখ।
উত্তর : যারা তৈরি করেন এরকম আরও কয়েকটি পেশার নাম হলোÑ কামার, কাঠমিস্ত্রি, স্বর্ণকার, মুচি ইত্যাদি।
২. এসব পেশা থেকে একটি পেশা বেছে নাও এবং খুব সংক্ষেপে তার কাজের বর্ণনা দাও।
উত্তর : উপরে উল্লিখিত পেশাগুলোর মধ্যে আমার বাছাইকৃত পেশাটি হলো কামার। নিচে তার কাজের বর্ণনা দেওয়া হলো :
কামার লোহা পিটিয়ে দা, বঁটি, ছুরি, কাস্তে প্রভৃতি দিয়ে হাতিয়ার তৈরি করেন।

পাশের পৃষ্ঠা থেকে একটি পেশা বেছে নাও। চার্টটি খাতায় আঁক এবং পেশাজীবীর নাম, তিনি কোন কোন উপকরণ ব্যবহার করেন ও কী তৈরি করেন তা লেখ।
উত্তর : উপরের নির্দেশনা অনুযায়ী নিচে চার্টটি পূরণ করে দেখানো হলোÑ

>> অল্প কথায় উত্তর দাও।
সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন?
উত্তর : সমাজে প্রতিটি পেশাই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন পেশার মানুষের উপর নির্ভরশীল। তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন। তাই সব পেশার মানুষকে আমরা সম্মান করব।

অধ্যায় ৪ পরিচ্ছেদ ৩ যারা সেবা দেন

প্রতিদিন তোমার আশেপাশে কোন পেশাজীবীদের কাজ করতে দেখা যায়? তাদের কাজ বর্ণনা কর।
উত্তর : প্রতিদিনি আমার আশেপাশে নানা পেশাজীবীকে কাজ করতে দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমোর, চালক প্রভৃতি।
নিচে এদের কাজের বর্ণনা দেওয়া হলো :
কৃষক : জমিতে চাষ, বীজ রোপণ, নিড়ানি, পানি সেচ, ফসল কাটা প্রভৃতির মাধ্যমে ফসল উৎপাদন করেন।
জেলে : খাল-বিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন।
তাঁতি : সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বোনেন।
কামার : লোহা আগুনে গরম করে পিটিয়ে দা, বঁটি, ছুরি, কাস্তে প্রভৃতি তৈরি করেন।
কুমোর : কাদামাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন।
চালক : রিকশা, বাস, ট্রাক, ট্রেন প্রভৃতি চালিয়ে লোকজন ও মালপত্র আনা-নেওয়া করেন।

১. নিচের পেশাজীবীরা আমাদের কীভাবে সাহায্য করেন?
চালক
ডাক্তার
নার্স
শিক্ষক
উত্তর : নিচের পেশাজীবীরা আমাদের যেভাবে সাহায্য করেনÑ
চালক : বিভিন্ন যানবাহন চালিয়ে লোকজন ও মালপত্র আনা-নেওয়া করে।
ডাক্তার : চিকিৎসা ও স্বাস্থ্য-বিষয়ক পরামর্শ দিয়ে।
নার্স : রোগীর সেবা করে।
শিক্ষক : শিক্ষার্থীদের পড়ালেখা, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয় শিখিয়ে।
২. নিচের তিনটি শিরোনামে বিভিন্ন পেশার নাম লেখ।
কারা উৎপাদন করেন কারা তৈরি করেন কারা সাহায্য করেন

উত্তর : নিচের তিনটি শিরোনামে বিভিন্ন পেশার নাম লেখা হলো :
কারা উৎপাদন করেন কারা তৈরি করেন কারা সাহায্য করেন
কৃষক কুমার ডাক্তার
জেলে তাঁতি শিক্ষক

তুমি বড় হয়ে কী হতে চাও? তোমার জীবনের লক্ষ্য নিয়ে দুটি বাক্য লেখ ও ছবি আঁক।
উত্তর : বড় হয়ে আমি শিক্ষক হতে চাই। শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের
আমি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর।
ক) মাটি দিয়ে হাঁড়ি, কলস তৈরি করেন কৃষক।
খ) রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান কুমার।
গ) ফসল ও সবজি চাষ করেন রাজমিস্ত্রি।
ঘ) ইট, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন নার্স।
উত্তর :
ক) মাটি দিয়ে হাঁড়ি, কলস তৈরি করেন কুমার।
খ) রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান নার্স।
গ) ফসল ও সবজি চাষ করেন কৃষক।
ঘ) ইট, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি।

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৪ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ
ক) সমাজে প্রত্যেক পেশাই
খ) মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন
গ) রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান
ঘ) ফসল ও সবজি চাষ করেন
ঙ) ইট, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন কৃষক।
কুমার।
রাজমিস্ত্রি।
নার্স।
জেলে।
সমান গুরুত্বপূর্ণ।
উত্তর :
ক) সমাজে প্রত্যেক পেশাই সমান গুরুত্বপূর্ণ।
খ) মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন কুমার।
গ) রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান নার্স।
ঘ) ফসল ও সবজি চাষ করেন কৃষক।
ঙ) ইট, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি।
>> শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) কৃষক মাছ ধরেন।
খ) দর্জি নানা রকম গাড়ি চালান।
গ) ডাক্তার রোগীদের সেবা-যতœ করেন।
ঘ) শিক্ষক আমাদের লেখাপড়া শেখান।
ঙ) আমাদের খাদ্যের অধিকাংশ কৃষক উৎপাদন করেন।
উত্তর : ক) অশুদ্ধ খ) অশুদ্ধ গ) অশুদ্ধ ঘ) শুদ্ধ ঙ) শুদ্ধ।

>> শূন্যস্থান পূরণ
ক) যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে  বলে।
খ) বাংলাদেশের গ্রামের বেশির ভাগ মানুষ  কাজের সাথে জড়িত।
গ) তাঁতি  দিয়ে কাপড় তৈরি করেন।
ঘ) আমরা সকল পেশার মানুষকে  করব।
ঙ) নতুন পোশাক পরে আমরা  পাই।
উত্তর : ক) পেশা খ) উৎপাদন গ) সুতা ঘ) সম্মান
ঙ) আনন্দ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের পাঁচটি পেশার নাম লেখ।
উত্তর : বাংলাদেশের পাঁচটি পেশা হলোÑ কৃষি, জেলে, তাঁতি, শিক্ষকতা ও ডাক্তারি।
২. আমাদের খাদ্যের জন্য কৃষক কী কী চাষ করেন?
উত্তর : আমাদের খাদ্যের জন্যে কৃষক ধান, গম ইত্যাদি ফসল চাষ করেন। এছাড়া তারা পটোল, বেগুন, টমেটো, মুলা, গাজর ইত্যাদি সবজি উৎপাদন করেন।
৩. তাঁতি কী কাজ করেন?
উত্তর : তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন।
৪. চিকিৎসক আমাদের জন্য কী করেন?
উত্তর : অসুখÑবিসুখের সময় চিকিৎসক বা ডাক্তার আমাদের চিকিৎসা করেন।
৫. শিক্ষক আমাদের জন্য কী করেন?
উত্তর : শিক্ষক আমাদের লেখাপড়া শেখান। খেলাধুলা, নাচÑগান, ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করেন।
৬. বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোথায় বাস করেন?
উত্তর : বাংলাদেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে।
৭. বাংলাদেশের গ্রামের বেশির ভাগ মানুষ কোন কাজের সাথে জড়িত?
উত্তর : বাংলাদেশের গ্রামের বেশির ভাগ মানুষ উৎপাদন কাজের সাথে জড়িত।
৮. জেলে কোথায় মাছ ধরে?
উত্তর : জেলে খালবিল, হাওরÑবাঁওড়, নদী ও সাগরে মাছ ধরে।
৯. কুমার কী কী তৈরি করেন?
উত্তর : কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন।
১০. পাকা বাড়ি তৈরি করতে কী কী লাগে?
উত্তর : পাকা বাড়ি তৈরি করতে ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি লাগে।

কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

— সাধারণ
১. বিভিন্ন পেশার নাম লেখ। দর্জি, জেলে, কুমার এই তিন পেশার মানুষের কাজের বর্ণনা দাও।
উত্তর : আমাদের দেশে গ্রাম ও শহরে বিভিন্ন পেশার লোক রয়েছে। যেমনÑ কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, দর্জি, গাড়িচালক, রিকশাচালক, রাজমিস্ত্রি, ফেরিওয়ালা, চিকিৎসক, নার্স প্রভৃতি।
আমাদের সমাজে দর্জি, কুমার, জেলে এই তিন পেশার মানুষ সমাজের তিন ধরনের প্রয়োজন মেটায়। যেমন-
দর্জি : দর্জি সুতি, সিল্ক কাপড় দিয়ে আমাদের জন্য নানারকম পোশাক তৈরি করেন।
জেলে : জেলে খালবিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল নিয়ে মাছ ধরেন।
কুমার : কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন।

২. অসুস্থ হলে আমরা কোথায় যাই? নার্স ও চিকিৎসক পেশার ৩টি পার্থক্য দেখাও।
উত্তর : অসুস্থ হলে আমরা হাসপাতালে যাই।
নার্স ও চিকিৎসক দুজনেরই পেশা অসুস্থ মানুষদের নিয়ে। তবে এই দুই পেশার মধ্যে পার্থক্য রয়েছে। নিচে চিকিৎসক ও নার্স পেশার পার্থক্য ছক আকারে দেওয়া হলো ঃ
চিকিৎসক নার্স
১. আমাদের চিকিৎসা করেন। হাসপাতালে রোগীদের সেবা করেন।
২. রোগ-ব্যাধি নির্ণয়ের জন্য রোগীদের পরিক্ষা করেন। রোগীদের পরীক্ষার কাজে চিকিৎসককে সাহায্য করেন।
৩. রোগীদের বিভিন্ন পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান।

— যোগ্যতাভিত্তিক
৩. তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কোন কোন পেশাজীবী শ্রেণি দেখতে পাও? তাদের যে কোন ৪টি শ্রেণির কাজ সম্পর্কে লেখ।
উত্তর : বিদ্যালয়ে যাওয়ার পথে যে সকল পেশাজীবী শ্রেণি আমার চোখে পড়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ তাঁতি, গাড়িচালক, রিকশাচালক, ফেরিওয়ালা ইত্যাদি। নিচে এই ৪টি পেশার কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো :
তাঁতি : সুতা দিয়ে কাপড় তৈরি করেন।
গাড়িচালক : বাস, ট্রাক, টেক্সি, স্কুটার প্রভৃতি গাড়ি চালান।
রিকশাচালক : রিকশা চালিয়ে মানুষ এবং মালপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেন।
ফেরিওয়ালা : বিভিন্ন জিনিসপত্র নিয়ে পাড়া বা মহল্লায় বিক্রি করেন।

যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ৪ : সমাজের বিভিন্ন পেশা

 অল্প কথায় উত্তর দাও :
১. পেশা কী?
উত্তর : যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে পেশা বলে।
২. যারা উৎপাদন করেন তাদের পেশার কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : যারা উৎপাদন করেন এমন কয়েকটি পেশা হলো- কৃষক, জেলে ইত্যাদি।
৩. যারা তৈরি করেন তাদের পেশার কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : যারা তৈরি করেন এমন কয়েকটি পেশা হলো- কুমার, তাঁতি, দর্জি ইত্যাদি।
৪. কোন পেশার মানুষেরা সেবা দান করেন?
উত্তর : শিক্ষক, ডাক্তার, নার্স পেশার মানুষেরা সেবা দান করেন।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর : প্রতিটি কৃষক জমিতে ধান উৎপাদন করেন। এই ধান বাজারে বিক্রি করে তিনি অর্থ আয় করেন। এইভাবে একজন মানুষ তার উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন।
২. ডাক্তার ও নার্স কীভাবে মানুষকে সাহায্য করেন?
উত্তর : ডাক্তার চিকিৎসা করে ও নার্স সেবা দিয়ে মানুষকে সাহায্য করেন।

 

 

Share to help others:

This Post Has 3 Comments

  1. আবুল কালাম আযাদ

    সাইটটি আমার সন্তানের জন্য খুবই ভাল। আপনাদের সকলকে ধন্যবাদ

  2. Md. J Ali

    খুব ভাল একটি সাইট,ধন্যবাদ।

  3. Shifatul

    Hi কুমার ও কামার এর ৩ টি বৈশিষ্ট্য দিতে পারবেন

Leave a Reply