তৃতীয় শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি-রাসুল (স) পোস্টে অনুশীলনীর প্রশ্নউত্তরের সাথে সাথে অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীলন প্রশ্নউত্তর দেওয়া হলো।
৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় নবি-রাসুল (স)
⇒ অধ্যায়টির মূলভাব জেনে নিই
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে মানবজাতির হিদায়াতের জন্য এ পৃথিবীতে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁরা সকলেই মানবজাতিকে সৎ কাজের পথ দেখিয়েছেন এবং অসৎ কাজ করতে নিষেধ করেছেন। যারা নবি-রাসুলগণের কথা শুনেছে ও মেনেছে তারা ইহকাল ও পরকালে শান্তি ও নাযাত পেয়েছে। আমরা শেষ নবি হযরত মুহাম্মদ (স)-এর উম্মত। তাঁর দেখানো পথে চললে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব।
৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন :
ক) পৃথিবীর প্রথম নবি কে ছিলেন?
১. ঈসা (আ) ২. মূসা (আ)
৩. নূহ (আ) √ ৪. আদম (আ)
খ) মহানবি (স) এর দাদার নাম কী?
১. আবু তালিব ২. হাশিম
√ ৩. আবদুল মুত্তালিব ৪. হামজা
গ) মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেন?
১. তামীম ২. কিলাব
√ ৩. কুরাইশ ৪. আওস
ঘ) আনসার অর্থ কী?
১. দেশ ত্যাগকারী ২. ভীতি প্রদর্শনকারী
√ ৩. সাহায্যকারী ৪. অত্যাচারী
ঙ) হাজরে আসওয়াদ মানে কী?
১. সাদা পাথর ২. লাল ইট
৩. সবুজ পাথর √ ৪. কালো পাথর
চ) হেরাগুহায় ধ্যানমগ্ন অবস্থায় মহানবি (স)-এর নিকট কুরআন মজিদের কয়টি আয়াত নাজেল হয়?
১. ৪টি ২. ৬টি
√ ৩. ৫টি ৪. ১০টি
ছ) ‘রহমাতুললিল আলামীন’ অর্থ কী?
√ ১. সারা জগতের জন্য রহমত বা দয়া
২. সারা জগতের জন্য উপকার
৩. সারা জগতের জন্য আনন্দ
৪. সারা জগতের জন্য উৎসব
জ) মহানবি (স) একজন বৃদ্ধ লোকের কাজ করে দেন সেই লোকটি কী কাজ করছিলেন?
১. উট চরাচ্ছিলেন
২. গরুকে খাবার খাওয়াচ্ছিলেন
√ ৩. বাগানে পানি দিচ্ছিলেন
৪. বোঝা মাথায় করে নিচ্ছিলেন
ঝ) মহানবি (স) কোনদিন আমার কোন কাজের জন্য আমাকে ধমক দেননি- এ কথাটি কে বলেছেন?
√ ১. আনাস (রা) ২. আবু বকর (রা)
৩. আলী (রা) ৪. তালহা (রা)
ঞ) উটের দাম দিতে কে টালবাহানা করছিল?
১. আবু লাহাব ২. আবু সুফিয়ান
√ ৩. আবু জাহল ৪. হারিছ
ট) কার সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ?
১. মিথ্যাবাদীর সামনে ২. চোর-ডাকাতের সামনে
৩. নিন্দুকের সামনে √ ৪. জালিমের সামনে
ঠ) কোথায় কেবল সুখ আর সুখ?
√ ১. জান্নাতে ২. জাহান্নামে
৩. বারজাখে ৪. হাশরে
২. শূন্যস্থান পূরণ কর :
তোমরা ___ দেশের নাম শুনেছ? আমাদের দেশ থেকে বহু ___ আরব দেশ। মরুভ‚মির দেশ। চারদিকে কেবল ___। সেই দেশের একটি প্রসিদ্ধ শহর ___। এখানে অবস্থিত পবিত্র ___। যেখানে হাজিগণ ___ করতে যান।
উত্তর : আরব, পশ্চিমে, বালু আর বালু, মক্কা মুয়াজ্জামা, কাবাঘর, হজ।
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
ক. নবি-রাসুলগণকে কে পাঠিয়েছেন?
উত্তর : নবি-রাসুলগণকে এ পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা পাঠিয়েছেন।
খ. এ পৃথিবীর প্রথম মানুষ কে?
উত্তর : এ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ)।
গ. সর্বশেষ নবি ও রাসুল কে?
উত্তর : সর্বশেষ নবি ও রাসুল হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স)।
ঘ. আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি প্রিয় মানুষ কে?
উত্তর : আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি প্রিয় মানুষ হলেন মহানবি হযরত মুহাম্মদ (স)।
ঙ. আমাদের মহানবি (স)-এর নাম কী?
উত্তর : আমাদের মহানবি (স)-এর নাম হচ্ছে হযরত মুহাম্মদ (স)।
চ. আমাদের মহানবি (স) কত সনে, কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
উত্তর : আমাদের মহানবি (স) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন।
ছ. আমাদের মহানবি (স)-এর আব্বা ও আম্মার নাম কী?
উত্তর : মহানবি (স)-এর আব্বার নাম আবদুল্লাহ। আম্মার নাম আমিনা।
জ. আমাদের মহানবি (স)-এর দুধমার নাম কী?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স)-এর দুধমার নাম হালিমা।
ঝ. আল-আমীন মানে কী?
উত্তর : আল-আমীন মানে হচ্ছে পরম বিশ্বস্ত।
ঞ. নবিজি (স)-এর মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে কী বলে?
উত্তর : নবিজি (স)-এর মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে।
ট. হিজরত অর্থ কী?
উত্তর : হিজরত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা।
ঠ. আনসার অর্থ কী?
উত্তর : আনসার অর্থ সাহায্যকারী।
ড. মহানবি (স) কত সনে এবং কোন মাসের কত তারিখ ইন্তিকাল করেন?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স) ৬৩২ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ইন্তিকাল করেন।
ঢ. মহানবি (স)-এর কতজন ছেলে ও কতজন মেয়ে ছিল?
উত্তর : মহানবি (স)-এর চারজন ছেলে ও চারজন মেয়ে ছিল।
ণ. মহানবি (স) একটি শান্তি ও সেবাসংঘ গঠন করেন, সেটির নাম কী?
উত্তর : মহানবি (স)-এর শান্তি ও সেবাসংঘের নাম হলো হিলফুল ফুযুল।
ত. মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন, সেই গুহাটির নাম কী?
উত্তর : মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন, সেই গুহাটির নাম হেরাগুহা।
থ. মহানবি (স) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন?
উত্তর : মহানবি (স) চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন।
দ. মহানবি (স)-এর একজন বিখ্যাত সাহাবি ও খাদিমের নাম কী?
উত্তর : মহানবি (স)-এর একজন বিখ্যাত সাহাবি ও খাদিমের নাম হলো হযরত আনাস (রা)।
ধ. নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে?
উত্তর : নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহানবি হযরত মুহাম্মদ (স)।
ন. এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের?
উত্তর : যে ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে ছিল ইরাশ গোত্রের।
৪. বর্ণনামূলক প্রশ্নোত্তর :
ক. ছোটবেলায় মহানবি (স) এর স্বভাব-চরিত্র কেমন ছিল?
উত্তর : মহানবি (স) ছোটবেলা থেকেই খুব সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। কোনোদিন কারও সাথে মারামারি করতেন না। কাউকে গালি দিতেন না। তিনি সবাইকে ভালোবাসতেন। দুঃখী মানুষের কষ্ট দূর করতেন। সত্য ছাড়া কখনো মিথ্যা বলতেন না। সব সময় কথা দিয়ে কথা রাখতেন। এজন্য সবাই তাঁকে ভালোবাসত, বিশ্বাস করত। ‘আল-আমীন’ বলে ডাকত। আল-আমীন অর্থ ‘পরম বিশ্বস্ত’।
খ. মহানবি (স)-এর জন্মের সময় আরব দেশের লোকেরা কেমন ছিল?
উত্তর : মহানবি (স)-এর জন্মের সময় আরব দেশের লোকেরা খুবই খারাপ চরিত্রের ছিল। তারা নিজেরা মারামারি করত, চুরি-ডাকাতি করত, রাস্তায় চলাচলকারী লোকদের টাকা-পয়সা কেড়ে নিত। গরিব-দুঃখী, ইয়াতিম ও দুর্বল মানুষকে কষ্ট দিত। এমনকি তারা এক আল্লাহকে মানত না। আল্লাহর সাথে শরিক করত। বহু দেব-দেবীর পূজা করত।
গ. মহানবি (স) হাজরে আসওয়াদ কাবার দেয়ালে কীভাবে স্থাপন করেন?
উত্তর : মহানবি (স) যখন একজন অল্প বয়সী তরুণ তখন কুরাইশরা পবিত্র কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করে। কিন্তু কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময় তারা সমস্যায় পড়ে। কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রত্যেকটি শাখা গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদটি কাবার দেয়ালে বসাবে। সবাই নিজেদের দাবিতে অটল থাকে। বিষয়টি মারামারি ও খুন-খারাবিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে সকলে আল-আমীন মুহাম্মদ (স)-এর ওপর এই বিরোধ মীমাংসার ভার দেয়। মুহাম্মদ (স) একটি চাদর বিছান। নিজ হাতে হাজরে আসওয়াদটি তার ওপর তোলেন। তারপর তাঁর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারদিক ধরে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মহানবি (স) সেখান থেকে হাজরে আসওয়াদ পাথরটিকে নিজ হাতে কাবার দেয়ালে স্থাপন করেন।
ঘ. আবু জাহেলের নিকট থেকে উটের দাম আদায়ের কাহিনীটি লিখ।
উত্তর : ইরাশ গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটা কিনে নেয়। কিন্তু তার দাম নিয়ে টালবাহানা করতে থাকে। উট বিক্রেতা মহানবির কাছে গিয়ে হাজির হয়ে তাঁকে আবু জাহেলের অত্যাচারের কথা বলল। পাওনা টাকা উদ্ধারের জন্য সে নবিজির সাহায্য প্রার্থনা করল। মহানবি (স) লোকটিকে সাথে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। মহানবিকে দেখে আবু জাহেলের ভয়ে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। মহানবি (স) তাকে বললেন, এই ব্যক্তির পাওনা দিয়ে দাও। সে বলল, আচ্ছা, একটু অপেক্ষা কর। তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে বাড়ির ভেতরে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে উট বিক্রেতার পাওনা দিয়ে দিল।
ঙ. পাঁচজন নবি-রাসুলের নাম লিখ।
উত্তর : মহান আল্লাহ তায়ালা এই পৃর্থিবীতে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন হলেনÑ
১. হযরত মুহাম্মদ (স.)
২. হযরত আদম (আ.)
৩. হযরত ইবরাহীম (আ.)
৪. হযরত ইসমাঈল (আ.)
৫. হযরত সোলায়মান (আ.)
৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
⇒ শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
১) আমাদের নবির দাদার নাম ছিল আব্দুল মোত্তালিব।
২) নবিজির চারজন ছেলে ও চারজন মেয়ে ছিল।
৩) মহানবি ৬৩২ খ্রিষ্টাব্দে মক্কায় ইন্তিকাল করেন।
৪) আনসার অর্থ দেশ ত্যাগকারী।
৫) নবিজির দুধমার নাম আমিনা।
৬) হযরত ফাতিমা ছিলেন মহানবির মেয়ে।
উত্তর : ১) ‘শু’ ২) ‘শু’ ৩) ‘অ’ ৪) ‘অ’ ৫) ‘অ’ ৬) ‘শু’।
⇒ বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ
বাম ডান
১) মহানবি ছিলেন অনুসারী।
২) হাজরে আসওয়াদ মানে পরম বিশ্বস্ত।
৩) মুহাজির অর্থ সর্বশেষ নবি।
৪) আল আমীন অর্থ দেশ ত্যাগকারী।
৫) উম্মাত অর্থ কালো পাথর।
উত্তর :
১) মহানবি ছিলেন সর্বশেষ নবি।
২) হাজরে আসওয়াদ মানে কালো পাথর।
৩) মুহাজির অর্থ দেশ ত্যাগকারী।
৪) আল আমীন অর্থ পরম বিশ্বস্ত।
৫) উম্মাত অর্থ অনুসারী।
⇒ শূন্যস্থান পূরণ
১) এ পৃথিবীর প্রথম ___ ও ___ ছিলেন হযরত আদম (আ)।
২) হযরত মুহাম্মদ (স) ছিলেন ___ নবি।
৩) হযরত মুহাম্মদ (স) ছিলেন আল্লাহর সবচেয়ে ___ মানুষ।
৪) আল-আমীন মানে ___ বিশ্বস্ত।
৫) নবিজি আল্লাহর নির্দেশে ___ চলে গেলেন।
৬) মদিনার লোকদেরকে বলা হয় ___।
৭) মহানবি (স) ৬৩২ খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ___ ইন্তিকাল করেন।
৮) মহানবি (স) ___ নবুয়ত লাভ করেন।
৯) পাথর ও গাছ নবিজিকে ___ দিত।
১০) নবি-রাসুল সকলেই ___ দাওয়াত দিয়েছেন।
উত্তর : ১) মানুষ, নবি ২) সর্বশেষ ৩) প্রিয় ৪) পরম ৫) মদিনায় ৬) আনসার ৭) সোমবার ৮) ৪০ বছর বয়সে ৯) সালাম ১০) ইসলামের।
৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পবিত্র কাবাঘর কোথায় অবস্থিত?
উত্তর : পবিত্র কাবাঘর সৌদি আরবের মক্কা মুয়াজ্জামায় অবস্থিত।
২. মুহাজির কাদেরকে বলা হয়?
উত্তর : মক্কা ছেড়ে যারা দ্বীনের জন্য মদিনায় হিজরত করেছিলেন, তাঁদেরকে মুহাজির বলা হয়।
৩. মহানবি কাদেরকে নিয়ে মদিনায় ইসলামি সমাজ কায়েম করেন?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স.) আনসার ও মুহাজিরদেরকে নিয়ে মদিনায় ইসলামি সমাজ কায়েম করেন।
৪. মক্কা মুয়াজ্জমা কোথাকার প্রসিদ্ধ শহর?
উত্তর : মক্কা মুয়াজ্জমা আরবের প্রসিদ্ধ শহর।
৫. কাজের লোকদের সম্পর্কে মহানবি (স.) কী বলেছেন?
উত্তর : কাজের লোকদের সম্পর্কে মহানবি (স.) বলেছেন- “কাজের লোকেরা তোমাদের ভাই-বোন। কখনো তাদের কষ্ট দেবে না। কাজের লোকদের অসম্মান করবে না। তোমরা যা খাবে, তা তাদেরও খাওয়াবে। নিজেরা যা পরবে তাদেরও তা পরাবে। কাজকর্মে তাদের সাহায্য করবে।’
৬. উম্মাত বলতে কী বোঝ?
উত্তর : উম্মাত আরবি শব্দ। এর অর্থ অনুসারী। আমরা শেষ নবি মুহাম্মদ (স.)-এর উম্মাত।
৭. মহানবির কতজন কন্যা ছিলেন? তাঁদের নাম কী?
উত্তর : মহানবি (স.)-এর চারজন কন্যা ছিলেন। তাঁদের নাম হলো-
১. হযরত যয়নব (রা.)
২. হযরত রুকাইয়া (রা.)
৩. হযরত উম্মে কুলসুম (রা.)
৪. হযরত ফাতিমা (রা.)
৮. মহানবি (স.)-এর কয়জন ছেলে এবং তাঁদের নাম কী?
উত্তর : মহানবি (স.)-এর চার ছেলে ছিল। তাঁদের নাম হলো-
১. হযরত কাসিম (রা.)
২. হযরত আবদুল্লাহ (রা.)
৩. হযরত তাইয়্যেব (রা.)
৪. হযরত ইবরাহীম (রা.)
৩য় শ্রেণির ইসলাম ৫ম অধ্যায় অতিরিক্ত কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
সাধারণ
১. মহানবি (স) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? নবুয়াত লাভের পর তিনি মানুষকে কী বললেন?
উত্তর : মহানবি (স) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়াত লাভের পর তিনি মানুষকে বললেন- “তোমরা ইসলাম গ্রহণ কর। এক আল্লাহর প্রতি ইমান আন। মহান আল্লাহর সাথে কাউকে শরিক করো না। দেব-দেবীর পূজা করো না। আমাকে নবি ও রাসুল হিসেবে মানো। পরকালে বিশ্বাস করো। তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে।”
২. রাহমাতুললিল আলামীন-এর অর্থ কী? মহান আল্লাহ কাকে সারা দুনিয়ার জন্য রহমতরূপে পাঠিয়েছেন?
উত্তর : রাহমাতুললিল আলামীন-এর অর্থ হচ্ছে সারা জগতের জন্য রহমত বা দয়া। মহান আল্লাহ তায়ালা আমাদের মহানবিকে সারা জগতের জন্য রহমতরূপে পাঠিয়েছেন।
৩. মহানবি (স)-এর নবুয়াত লাভের ঘটনাটি বর্ণনা কর।
উত্তর : মহানবি (স)-এর বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি। এ সময় তিনি জাবালে নূরের হেরাগুহায় মহান আল্লাহ তায়ালার ধ্যানে মগ্ন থাকতেন। রমজান মাসে একদিন তিনি হেরাগুহায় ধ্যানমগ্ন ছিলেন। তখন আল্লাহ তায়ালা ফেরেশতা হযরত জিবরাইল (আ)-এর মাধ্যমে মহানবির ওপর কুরআনের আয়াত নাজেল করেন। এভাবেই মহানবি (স) নবুয়াত লাভ করেন।
৪. মহানবি (স) অসহায় মানুষদের প্রতি কেমন আচরণ করতেন? অত্যাচারের প্রতিবাদ সম্পর্কে তিনি কী বলেছেন?
উত্তর : মহানবি (স) সব সময় মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতেন। সব সময় মজলুম, অসহায়, দরিদ্র, দুঃখী লোকদের পাশে থাকতেন ও তাদের সাহায্য করতেন। আর তিনি জালিমের জন্য ছিলেন ভীষণ কঠোর।
অত্যাচারের প্রতিবাদ সম্পর্কে মহানবি বলেছেন, “সবচেয়ে বড় জিহাদ হলো জালিমের সামনে সত্য কথা বলা।”
৫. যুগে যুগে আল্লাহ তায়ালা পৃথিবীতে নবি-রাসুল পাঠিয়েছেন কী উদ্দেশ্যে?
উত্তর : মহান আল্লাহ তায়ালা এ পৃথিবীতে অনেক নবি-রাসুল পাঠিয়েছেন। মানুষ যাতে মহান আল্লাহপাকের পরিচয় লাভ করে এই জন্য আল্লাহ তায়ালা সৃষ্টির শুরু থেকেই নবি-রাসুলের এক ধারাবাহিকতা এ দুনিয়াতে চালু রেখেছেন। নবি-রাসুলগণ ছিলেন মানুষের আদর্শ শিক্ষক। মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই মহান আল্লাহ যুগে যুগে এ পৃথিবীতে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন।
যোগ্যতাভিত্তিক
৬. মহানবি (স) একদিন হেরাগুহায় আল্লাহ তায়ালার ধ্যানে মগ্ন। এমন সময় তাঁর ওপর কুরআন শরিফের একটি সূরা নাজেল হয়। উল্লেখিত ঘটনার সময় মহানবি (স)-এর বয়স কত ছিল? জিবরাইলের মাধ্যমে নাজেল হওয়া সূরাটির প্রথম পাঁচটি আয়াত বাংলায় লেখ।
উত্তর : উল্লিখিত ঘটনাটি যখন ঘটে তখন মহানবি (স)-এর বয়স ৪০ বছর। ফেরেশতা জিবরাইল (আ)-এর মাধ্যমে নাজেল হওয়া সূরাটি ছিল সূরা আলাক। সূরাটির প্রথম পাঁচটি আয়াত নিচে বাংলায় উল্লেখ করা হলো :
উচ্চারণ : ১) ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ২) খালাকাল ইনসানা মিন আলাক। ৩) ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ৪) আল্লাযী আল্লামা বিল কালাম। ৫) আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
৭. মহানবি (স) জীবনের মায়া ত্যাগ করে সত্যের দাওয়াত দিয়েছেন। এক্ষেত্রে তিনি যা যা বলেছেন তা পাঁচটি বাক্যে উল্লেখ কর।
উত্তর : সত্যের দাওয়াত প্রচারের ক্ষেত্রে মহানবি (স) যা যা বলেছেন তা হলোÑ
১। তোমরা ইসলাম গ্রহণ কর।
২। এক আল্লাহর প্রতি ইমান আন।
৩। দেব-দেবীর পূজা করো না।
৪। আমাকে নবি ও রাসুল হিসেবে মান।
৫। পরকালে বিশ্বাস কর।