চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর

You are currently viewing চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর

চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর পড়তে নিচে চোখ রাখুন।

৪র্থ শ্রেণির গণিত ৩য় অধ্যায় গুণ

৩.৪ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। গুণ কর :
সমাধান:

(১) ৭৫২ × ১০     (২) ১০০ × ১০
এখন, ৭৫২              এখন, ১০০
           × ১০                       × ১০
৭৫২০                     ১০০০
উত্তর : গুণফল ৭৫২০  । উত্তর : গুণফল ১০০০।

(৩) ৪৫৩ × ১০০    (৪) ১০০ × ১০০
এখন, ৪৫৩    এখন, ১০০
        × ১০০             × ১০০
৪৫৩০০               ১০০০০
উত্তর : ৪৫৩০০। উত্তর : গুণফল ১০০০০।

(৫) ১৪৫         (৬) ৭১৯
      × ২৬             × ৮৮
৮৭০                ৫৭৫২
       ২৯০০             ৫৭৫২০
৩৭৭০ ৬৩২৭২
উত্তর : গুণফল ৩৭৭০। উত্তর : গুণফল ৬৩২৭২।

(৭) ৫৬০        (৮) ৯২৮
      × ৬৩               × ৭০
১৬৮০             ০০০
     ৩৩৬০০         ৬৪৯৬০
৩৫২৮০          ৬৪৯৬০
উত্তর : গুণফল ৩৫২৮০। উত্তর : গুণফল ৬৪৮৯০।

(৯) ৪০৬        (১০) ২০৮
     × ৭৮                × ৩০
৩২৪৮                 ০০০
   ২৮৪২০            ৬২৪০
৩১৬৬৮          ৬২৪০
উত্তর : গুণফল ৩১৬৬৮। উত্তর : গুণফল ৬২৪০।

(১১) ১৩৭        (১২) ১৩২
     × ২৩২           × ৭৪৬
২৭৪                      ৭৯২
৪১১০                 ৫২৮০
 ২৭৪০০              ৯২৪০০
৩১৭৮৪              ৯৮৪৭২
উত্তর : গুণফল ৩১৭৮৪। উত্তর : গুণফল ৯৮৪৭২।

(১৩) ৩১৪    (১৪) ৪৪৯
  × ২০৯           × ২১৯
২৮২৬            ৪০৪১
৬২৮০০          ৪৪৯০
৬৫৬২৬         ৮৯৮০০

৯৮৩৩১
উত্তর : গুণফল ৬৫৬২৬।
উত্তর : গুণফল ৯৮৩৩১।

(১৫) ২০৭ (১৬) ৩০৭
      × ৪২৯       × ২০৩
১৮৬৩                 ৯২১
৪১৪০             ৬১৪০০
৮২৮০০         ৬২৩২১
৮৮৮০৩

উত্তর : গুণফল ৬২৩২১।
উত্তর : গুণফল ৮৮৮০৩।

(১৭) ১২৬৫      (১৮) ৩৫৯৭
         × ৩৪                   × ২৪
৫০৬০                   ১৪৩৮৮
   ৩৭৯৫০              ৭১৯৪০
৪৩০১০                   ৮৬৩২৮
উত্তর : গুণফল ৪৩০১০। উত্তর : গুণফল ৮৬৩২৮।

(১৯) ২০৪৪ (২০) ৪১৮৯
     × ৪১             × ২১
২০৪৪                   ৪১৮৯
৮১৭৬০               ৮৩৭৮০
৮৩৮০৪               ৮৭৯৬৯
উত্তর : গুণফল ৮৩৮০৪। উত্তর : গুণফল ৮৭৯৬৯।

চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ

তৃতীয় অধ্যায় গুণ

৩য় অধ্যায় গুণ

 

৬। তোমার কাছে ১০০টি ১০০ টাকার নোট রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে?

গাণিতিক বাক্য : ১০০ × ১০০ =
হিসাব প্রক্রিয়া :

১০০
× ১০০
১০০০০
মোট : টাকা ১০০০০
উত্তর : ১০০০০ টাকা।

৭। ৩৭টি বক্সের প্রতিটিতে ৫০০টি করে ক্রিকেট ম্যাচের টিকেট রয়েছে। বক্সগুলোতে মোট কতটি টিকেট রয়েছে?

গাণিতিক বাক্য : ৫০০ × ৩৭ =
হিসাব প্রক্রিয়া : ৫০০×৩৭
= ৫×১০০×৩৭
= ৫×৩৭×১০০
= ১৮৫×১০০
= ১৮৫০০
মোট টিকেট : ১৮৫০০টি।
উত্তর : ১৮৫০০টি।

৮।রহিমা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা উপার্জন করেন। তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করেন?

গাণিতিক বাক্য : ১২৫ × ২৫ =
হিসাব প্রক্রিয়া :

১২৫
×২৫
৬২৫
২৫০০
৩১২৫
মোট আয় : টাকা ৩১২৫।
উত্তর : ৩১২৫ টাকা।

৯। তোমার কাছে প্রতিটি ২৩০ মিটার লম্বা ১৫টি রশি রয়েছে। যদি তুমি ১৫টি রশি এক লাইনে রাখ তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে?

গাণিতিক বাক্য : ২৩০ × ১৫ =
হিসাব প্রক্রিয়া : ২৩০×১৫
= ২৩×১০×১৫
= ২৩×১৫×১০
= ৩৪৫×১০
= ৩৪৫০
রশ্মিটি লম্বা : ৩৪৫০ মিটার
উত্তর : ৩৪৫০ মিটার

১০। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতিমাসে ১৬৫ টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে?

গাণিতিক বাক্য : ১৬৫ × ১২ =
হিসাব প্রক্রিয়া :

১৬৫
×১২
৩৩০
১৬৫০
১৯৮০
মোট জমা : টাকা ১৯৮০।
উত্তর : ১৯৮০ টাকা।

১১। সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য ২৭৫ টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন?

গাণিতিক বাক্য : ১৮৫ × ২৭৫ =
হিসাব প্রক্রিয়া :

১৮৫
×২৭৫
৯২৫
১২৯৫০
৩৭০০০
৫০৮৭৫
অতএব, সেলিম মুরগি বিক্রি করে পেল : টাকা ৫০৮৭৫
উত্তর : ৫০৮৭৫ টাকা।

১২। একটি অনুশীলনী বই প্রস্তুত করতে ৭৮টি কাগজের টুকরোর প্রয়োজন। যদি তুমি ৯৫৫ টি অনুশীলনী বই প্রস্তুত কর, তবে তোমার কতটি কাগজের টুকরোর প্রয়োজন হবে?
সমাধান:
গাণিতিক বাক্য : ৯৫৫ × ৭৮ =
হিসাব প্রক্রিয়া :

৯৫৫
×৭৮
৭৬৪০
৬৬৮৫০
৭৪৪৯০
মোট কাগজের টুকরা : ৭৪৪৯০টি।
উত্তর : ৭৪৪৯০টি।

চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : গুণ্য × গুণক
২. গুণ্য কাকে বলে?
উত্তর : যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
৩. গুণক কাকে বলে?
উত্তর : যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।
৪. গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কিরূপ হয়?
উত্তর : গুণফলের কোনো পরিবর্তন হয় না।
৫. দুইটি সংখ্যার গুণের ক্ষেত্রে কোন সংখ্যাটিকে গুণক ধরা হয়?
উত্তর : ছোট সংখ্যাকে গুণক ধরা হয়।
 যোগ্যতাভিত্তিক
৬. ৯ × ৭ = ৬৩, এখানে গুণক কোনটি?
উত্তর : ৭
৭. একটি বইয়ের দাম একটি পেনসিলের দামের দ্বিগুণ। একটি পেনসিলের দাম ৫ টাকা হলে একটি বইয়ের দাম কত?
উত্তর : ৫ × ২ = ১০ টাকা।
৮. ১০ × ১০০ = কত?
উত্তর : ১০০০।
৯. ২০ × = ১০০; খালিঘরে কত হবে?
উত্তর : ৫।
১০. ১৪ × ২ = ৭ × ; খালিঘরে কত হবে?
উত্তর : ৪।

চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ সৃজনশীল প্রশ্নোত্তর

চতুর্থ শ্রেণির গণিত তৃতীয় অধ্যায় গুণ সৃজনশীল প্রশ্নোত্তর

Share to help others:

Leave a Reply