নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায় রেওয়ামিল সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নবম অধ্যায়
রেওয়ামিল

 রেওয়ামিলের ধারণা
খতিয়ানের হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেয়া হয় যে, খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দু’তরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল-ত্রæটি আছে।
জ্জ রেওয়ামিলের উদ্দেশ্য
 জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
 এর মাধ্যমে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ সহজতর হয়।
 জাবেদা ও খতিয়ানে ভুলত্রæটি থাকলে তা উদঘাটন ও সংশোধন করা হয়।
 দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।
 এর মাধ্যমে আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয়রোধ হয়।
 রেওয়ামিলের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
জ্জ রেওয়ামিল প্রস্তুত প্রণালি ও ছকের নমুনা
খতিয়ানের জের নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে এবং ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে লেখা হয়। যদি উভয় দিকের যোগফল মিলে যায় তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক আছে।
প্রতিষ্ঠানের নাম
রেওয়ামিল
………….. সালের ………….. তারিখের
ক্রমিক নং হিসাবের শিরোনাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা

 

১. ক্রমিক/ কোড নং : হিসাবের কোড নং না থাকলে ধারাবাহিকভাবে ক্রমিক নং বসাতে হবে।
২. হিসাবের শিরোনাম : খতিয়ান থেকে যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত আনা হয় সেগুলোর শিরোনাম বসাতে হয়। যেমন : মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব ইত্যাদি।
৩. খতিয়ান পৃষ্ঠা : খতিয়ানের যে পৃষ্ঠা হতে হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর করা হয়েছে, এই ঘরে সেই পৃষ্ঠা নং লিখতে হয়। ফলে ভুলত্রæটি হলে খুব সহজেই উদঘাটন করা যায়।
৪. ডেবিট উদ্বৃত্ত টাকা : খতিয়ানের বিভিন্ন হিসাবের ডেবিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়।
৫. ক্রেডিট উদ্বৃত্ত টাকা : খতিয়ানের বিভিন্ন হিসাবের ক্রেডিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়।
জ্জ রেওয়ামিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ
১. প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য দুটি দেওয়া থাকলে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে ডেবিট দিকে দেখানো হয়। সমাপনী মজুদ পণ্য সাধারণত হিসাব কাল শেষ হওয়ার পর গণনা করা হয়। তাই সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে দেখানো হয় না। কিন্তু যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রীত দ্রব্যের ব্যয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না।
২. প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে আসবে না। কারণ সমাপনী হাতে নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যেই প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে। সাধারণত যে তারিখের রেওয়ামিল প্রস্তুত করা হয় সে তারিখের জেরই দেখানো হয়।
৩. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। সম্ভাব্য দায় ও সম্পদকে পাদটীকা হিসাবে রেওয়ামিলের নিচে দেখাতে হয়।
৪. যে হিসাবগুলোতে প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, সে হিসাবগুলোকে প্রদত্ত ধরে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। যেমন : ভাড়া, বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি।
৫. বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হয়।
৬. ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করতে হয়।
৭. সাধারণত শিক্ষানবিস ভাতা একটি ব্যয় ও প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে একে ডেবিট করতে হয় এবং শিক্ষানবিস সেলামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে এটিকে আয় ধরে ক্রেডিট করতে হয়।
৮. রেওয়ামিলে যদি গরমিল হয় এবং উক্ত গরমিলের ফলে যদি ক্রেডিট পাশ ছোট হয় এবং ক্রেডিট পাশে যদি মূলধন দেওয়া না থাকে তবে উক্ত গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লেখা যেতে পারে। কারণ প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানেই মূলধন থাকে।
৯. সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরও যদি রেওয়ামিলের দুই পাশে মিলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য গরমিলের পরিমাণকে অনিশ্চিত হিসাব (ঝঁংঢ়বহংব অপপড়ঁহঃ) ধরে রেওয়ামিলের উভয় পার্শ্ব/দিক সমান করা হয়।
জ্জ খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে রেওয়ামিল প্রস্তুতপ্রণালি
নিচে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট পাশে বসানো হিসাবখাতগুলো ছক আকারে দেখানো হলো :
যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে যেসব হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে
১. যাবতীয় সম্পত্তিসমূহ : ভ‚মি, দালানকোঠা, ইজারা সম্পত্তি, কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, বিনিয়োগ, প্রাপ্য বিল, দেনাদার, ব্যাংকে জমা, নগদ উদ্বৃত্ত ইত্যাদি। ১. যাবতীয় দায় হিসাবসমূহ : ঋণপত্র, বন্ধকি ঋণ, পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, মূলধন ইত্যাদি।
২. যাবতীয় খরচ বা ব্যয় ও ক্ষতি : প্রারম্ভিক মজুদ, মজুরি, বেতন, ছাপা খরচ, বিজ্ঞাপন খরচ, ভাড়া, মেরামত, অফিস খরচ, কারবারি খরচ, প্রদত্ত কমিশন, মালিকের উত্তোলন, পণ্য ক্রয়, অবচয়, কুঋণ, প্রদত্ত বাট্টা ইত্যাদি। ২. যাবতীয় আয় বা লাভ : প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, শিক্ষানবিস সেলামি, ব্যাংক জমার সুদ, বিক্রয় ইত্যাদি।
৩. অগ্রিম প্রদত্ত খরচাবলি : অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি। ৩. বকেয়া খরচসমূহ : বকেয়া বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি।
৪. বকেয়া আয়সমূহ : বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া কমিশন, প্রাপ্য ভাড়া ইত্যাদি। ৪. যেকোনো ধরনের সঞ্চিতি : অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি।
৫. অন্যান্য দফা : বিক্রয় ফেরত, পাওনাদার বাট্টা সঞ্চিতি, প্রদত্ত ঋণ, উত্তোলন ইত্যাদি। ৫. অন্যান্য দফা : যেমন : ক্রয় ফেরত বা বহিঃফেরত, অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদি।
জ্জ যেসব হিসাব রেওয়ামিলে আসবে না
১. সমাপনী মজুদ পণ্য ৩. প্রারম্ভিক ব্যাংক জমা
২. প্রারম্ভিক হাতে নগদ ৪. সম্ভাব্য দায়/সম্ভাব্য সম্পদ।
জ্জ যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে
১. বাদ পড়ার ভুল, ২. লেখার ভুল, ৩. টাকার অঙ্কে ভুল, ৪. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, ৫. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল,
৬. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয়ে ভুল।
জ্জ যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না

জ্জ অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি
অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি সাতটি। যথা :
১. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল পুনঃপরীক্ষা করা।
২. খতিয়ানের প্রতিটি হিসাবের জের রেওয়ামিলে তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৩. হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলো যথাক্রমে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৪. জাবেদা হতে সকল লেনদেন খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর হয়েছে কিনা তা যাচাই করা।
৫. খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না তা পরীক্ষা করা।
৬. রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট পার্থক্য রাশিটাকে ২ দ্বারা ভাগ করে অত:পর নির্মীত রাশির কোনো উদ্বৃত্ত থাকলে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
৭. পূর্ববর্তী বছরের হিসাবের জের সমূহ চলতি বছরে খতিয়ানে ঠিকমতো তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করা।
জ্জ অনিশ্চিত হিসাব
অনেক সময় রেওয়ামিলের দুই পক্ষ না মিললে ঐ ভুল খুঁজে বের করা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। তাই কাজ বাদ না রেখে সাময়িকভাবে ঐ ঘাটতিকে অনিশ্চিত নামে দেখানো হয়। মূলত এ হিসাবটি একটি অস্থায়ী বা সাময়িক হিসাব।

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন-১  শিহাব এন্ড ব্রাদার্স এর ২০১৮ সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ :
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ১,১০,০০০ বীমা সেলামী ৫,০০০
হাতে নগদ (০১/০১/১৮) ১৫,০০০ আমদানি শুল্ক ৩,৫০০
দেনাদার ২৫,০০০ কমিশন প্রাপ্তি ২,০০০
পাওনাদার ১৫,০০০ বিনিয়োগ ৩০,০০০
উত্তোলন ১০,০০০ ব্যাংক জমার সুদ ৫০০
ক্রয় ৩০,০০০ আসবাবপত্র ৪০,০০০
বিক্রয় ৪৫,০০০ বিজ্ঞাপন ১,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০ প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
সমাপনী মজুদ পণ্য ১২,০০০ সমাপনী ব্যাংকে জমা ৬,০০০

ক. শিহাব এন্ড ব্রাদার্সের রেওয়ামিলে কোন্ কোন্ দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ কত?
খ. উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা জনাব শিহাবের একটি রেওয়ামিল তৈরি কর।
গ. উপর্যুক্ত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় কর।
 ১নং প্রশ্নের সমাধান 
ক. শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যেসব দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১ হাতে নগদ (১০/০১/২০১৮) ১৫,০০০
২ সমাপনী মজুদ পণ্য ১২,০০০
মোট পরিমাণ ২৭,০০০
উত্তর : রেওয়ামিল বহিভর্‚ত দফার যোগফল ২৭,০০০ টাকা।
খ.
শিহাব এন্ড ব্রাদার্সের
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের শিরোনাম খ.পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মূলধন ১,১০,০০০
২ দেনাদার ২৫,০০০
৩ পাওনাদার ১৫,০০০
৪ উত্তোলন ১০,০০০
৫ ক্রয় ৩০,০০০
৬ বিক্রয় ৪৫,০০০
৭ বিনিয়োগের সুদ ৩,০০০
৮ বিমা সেলামি ৫,০০০
৯ আমদানি শুল্ক ৩,৫০০
১০ কমিশন প্রাপ্তি ২,০০০
১১ বিনিয়োগ ৩০,০০০
১২ ব্যাংক জমার সুদ ৫০০
১৩ আসবাবপত্র ৪০,০০০
১৪ বিজ্ঞাপন ১,০০০
১৫ প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
১৬ সমাপনী ব্যাংকে জমা ৬,০০০
মোট ১,৭৫,৫০০ ১,৭৫,৫০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ১,৭৫,৫০০ টাকা।
গ. শিহাব এন্ড ব্রাদার্সের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয়সমূহ :
বিক্রয় ৪৫,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০
কমিশন প্রাপ্তি ২,০০০
ব্যাংক জমার সুদ ৫০০
মুনাফা জাতীয় মোট আয় ৫০,৫০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ :
ক্রয় ৩০,০০০
বিমা সেলামি ৫,০০০
আমদানি শুল্ক ৩,৫০০
বিজ্ঞাপন ১,০০০
প্রারম্ভিক মজুদ ২৫,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৬৪,৫০০
মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ ১,১৫,০০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ ১,১৫,০০০ টাকা।
প্রশ্ন-২ ল্ফ জনাব জাসিদ-এর ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো নিম্নরূপ :
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ১,৫০,০০০ দালানকোঠা ৪৫,০০০
উত্তোলন ৫০,০০০ দেনাদার ৩০,০০০
প্রাপ্য বিল ৩০,০০০ পাওনাদার ২৫,০০০
প্রদেয় বিল ২৫,০০০ বেতন ৫,০০০
সাধারণ সঞ্চিতি ৫,০০০ শিক্ষানবীশ সেলামি (অগ্রিম) ৩,০০০
নগদ তহবিল (১-১-২০১৮) ৬,০০০ ব্যাংক জমাতিরিক্ত ২,০০০
মজুদ পণ্য (১-১-২০১৮) ৪০,০০০ নগদ তহবিল (৩১-১২-২০১৮) ১০,০০০
অনাদায়ী পাওনা ৫,০০০ ঊীমা ৮,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ মজুদ পণ্য (৩১-১২-২০১৮) ৩৫,০০০

ক. জনাব জাসিদের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলোর অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত?
খ. উপর্যুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জনাব জাসিদ-এর ব্যবসায়ের রেওয়ামিল প্রস্তুত কর।
গ. জনাব জাসিদ-এর মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
 ২নং প্রশ্নের সমাধান 
ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১ নগদ তহবিল (১-১-২০১৮) ৬,০০০
২ মজুদ পণ্য (৩১-১২-২০১৮) ৩৫,০০০
মোট পরিমাণ ৪১,০০০
উত্তর : রেওয়ামিল বহিভর্‚ত উদ্বৃত্তের যোগফল ৪১,০০০ টাকা।
খ.
জনাব জাসিদের
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের শিরোনাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মূলধন ১,৫০,০০০
২ উত্তোলন ৫০,০০০
৩ প্রাপ্য বিল ৩০,০০০
৪ প্রদেয় বিল ২৫,০০০
৫ সাধারণ সঞ্চিতি ৫,০০০
৬ মজুদ পণ্য (১-১-২০১৮) ৪০,০০০
৭ অনাদায়ী পাওনা ৫,০০০
৮ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০
৯ দালানকোঠা ৪৫,০০০
১০ দেনাদার ৩০,০০০
১১ পাওনাদার ২৫,০০০
১২ বেতন ৫,০০০
১৩ শিক্ষানবিস সেলামি (অগ্রিম) ৩,০০০
১৪ ব্যাংক জমাতিরিক্ত ২,০০০
১৫ নগদ তহবিল (৩১-১২-২০১৮) ১০,০০০
১৬ ডবমা ৮,০০০
১৭ অনিশ্চিত হিসাব ১০,০০০
মোট ২,২৩,০০০ ২,২৩,০০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ২,২৩,০০০ টাকা; অনিশ্চিত হিসাব ১০,০০০ টাকা (ক্রেডিট)।
গ. জনাব জাসিদের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন জাতীয় ব্যয়সমূহ :
দালান কোঠা ৪৫,০০০
মূলধন জাতীয় মোট ব্যয় ৪৫,০০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ :
অনাদায়ী পাওনা ৫,০০০
বেতন ৫,০০০
ডবমা ৮,০০০
মজুদ পণ্য (১-১-২০১৮) ৪০,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৫৮,০০০
উত্তর : মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ৪৫,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ৫৮,০০০ টাকা।
প্রশ্ন-৩ ল্ফ মেসার্স সালেহ এন্ড কোং এর হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রæটিপূর্ণ রেওয়ামিলটি নিম্নে প্রদত্ত হলো :
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ প্রারম্ভিক মজুদ পণ্য ৩৪,০০০
২ ক্রয় ১,০০,০০০
৩ বেতন ১২,০০০
৪ পাওনাদার ৪০,০০০
৫ দেনাদার ১৬,০০০
৬ ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৫,০০০
৭ আন্তঃফেরত ৩,০০০
৮ বহির্মুখী বহন খরচ ৫,০০০
৯ প্রদেয় বিল ২০,০০০
১০ গৃহীত ঋণ ১৩,০০০
১১ দালানকোঠা ৫৫,০০০
১২ বরাদ্দকৃত বাট্টা ১০,০০০
১৩ মূলধন ৬৭,০০০
১৪ বিক্রয় ১,৪০,০০০
২,৮০,০০০ ২,৮০,০০০

ক. মেসার্স সালেহ এন্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ কর।
গ. উদ্দীপকের আলোকে মেসার্স সালেহ এন্ড কোং-এর একটি শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত কর।
 ৩নং প্রশ্নের সমাধান 
ক. মেসার্স সালেহ এন্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
গৃহীত ঋণ ১৩,০০০
মূলধন ৬৭,০০০
মূলধন জাতীয় মোট প্রাপ্তি ৮০,০০০
উত্তর : মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ ৮০,০০০ টাকা।
খ. মেসার্স সালেহ এন্ড কোং এর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৩৪,০০০
ক্রয় ১,০০,০০০
বেতন ১২,০০০
বহির্মুখী বহন খরচ ৫,০০০
বরাদ্দকৃত বাট্টা ১০,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ১,৬১,০০০
উত্তর : মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ১,৬১,০০০ টাকা।
গ.
মেসার্স সালেহ এন্ড কোং-এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ.পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ প্রারম্ভিক মজুদ পণ্য ৩৪,০০০
২ ক্রয় ১,০০,০০০
৩ বেতন ১২,০০০
৪ পাওনাদার ৪০,০০০
৫ দেনাদার ১৬,০০০
৬ ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৫,০০০
৭ আন্তঃফেরত ৩,০০০
৮ বহির্মুখী বহন খরচ ৫,০০০
৯ প্রদেয় বিল ২০,০০০
১০ গৃহীত ঋণ ১৩,০০০
১১ দালানকোঠা ৫৫,০০০
১২ বরাদ্দকৃত বাট্টা ১০,০০০
১৩ মূলধন ৬৭,০০০
১৪ বিক্রয় ১,৪০,০০০
মোট ২,৮০,০০০ ২,৮০,০০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ২,৮০,০০০ টাকা।
প্রশ্ন -৪ ল্ফ অহি সিরামিকস্ ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তের তথ্য সরবরাহ করে :
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ৯৪,০০০ বীমা সেলামী ৫,০০০
হাতে নগদ (১/১/২০১৮) ১৫,০০০ আমদানি শুল্ক ৩,৫০০
দেনাদার ২৫,০০০ কমিশন প্রাপ্তি ২,০০০
পাওনাদার ১৫,০০০ বিনিয়োগ ১৫,০০০
উত্তোলন ১০,০০০ ব্যাংক জমার সুদ ৫০০
ক্রয় ৩০,০০০ আসবাবপত্র ৪০,০০০
বিক্রয় ৪৫,০০০ প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০ সমাপনী ব্যাংক জমা ৬,০০০
সমাপনী মজুদ পণ্য ১২,০০০

ক. অহি সিরামিকস্ এর রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে অহি সিরামিকস্ এর রেওয়ামিল প্রস্তুত কর।
গ. উক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
 ৪নং প্রশ্নের সমাধান 
ক. রেওয়ামিলে যেসব খতিয়ান উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১ হাতে নগদ (১/১/২০১৮) ১৫,০০০
২ সমাপনী মজুদ পণ্য ১২,০০০
মোট পরিমাণ ২৭,০০০
উত্তর : রেওয়ামিল বহিভর্‚ত উদ্বৃত্তের পরিমাণ ২৭,০০০ টাকা।
খ. অহি সিরামিকস্-এর রেওয়ামিল প্রস্তুতকরণ :
অহি সিরামিকস্রে
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের শিরোনাম খ.পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মূলধন ৯৪,০০০
২ দেনাদার ২৫,০০০
৩ পাওনাদার ১৫,০০০
৪ উত্তোলন ১০,০০০
৫ ক্রয় ৩০,০০০
৬ বিক্রয় ৪৫,০০০
৭ বিনিয়োগের সুদ ৩,০০০
৮ বিমা সেলামি ৫,০০০
৯ আমদানি শুল্ক ৩,৫০০
১০ কমিশন প্রাপ্তি ২,০০০
১১ বিনিয়োগ ১৫,০০০
১২ ব্যাংক জমার সুদ ৫০০
১৩ আসবাবপত্র ৪০,০০০
১৪ প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
১৫ সমাপনী ব্যাংক জমা ৬,০০০
মোট ১,৫৯,৫০০ ১,৫৯,৫০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ১,৫৯,৫০০ টাকা।
গ. আহ সিরামিকস্-এর মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় সমূহ :
বিক্রয়
৪৫,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০
কমিশন প্রাপ্তি ২,০০০
ব্যাংক জমার সুদ ৫০০
মুনাফা জাতীয় মোট আয় ৫০,৫০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ :
ক্রয় ৩০,০০০
বিমা সেলামি ৫,০০০
আমদানি শুল্ক ৩,৫০০
প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৬৩,৫০০
উত্তর : মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ৫০,৫০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ৬৩,৫০০ টাকা।

প্রশ্ন -৫ ল্ফ স্নিগ্ধা সিরামিকস্ ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তের তথ্য সরবরাহ করে :
হিসাবের নাম টাকা
হাতে নগদ (১-১-১৮) ১৫,০০০
দেনাদার ২৫,০০০
পাওনাদার ২০,০০০
মূলধন ৯৬,৮০০
ক্রয় ৪০,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০
বিক্রয় ৫০,০০০
আসবাবপত্র ৪৫,০০০
সমাপনী মজুদ পণ্য ২০,০০০
উত্তোলন ১০,০০০
আমদানি শুল্ক ৭,০০০
বিনিয়োগ ২৫,০০০
বিমা সেলামি ৬,০০০
ব্যাংক জমার সুদ ৭০০
ব্যাংক জমা (৩১-১২-১৮) ১০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০
কমিশন প্রাপ্তি ২,৫০০
গৃহীত ঋণ ২৫,০০০

ক. স্নিগ্ধা সিরামিক্স-এর মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর। ২
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে স্নিগ্ধা সিরামিক্স-এর রেওয়ামিল প্রস্তুত কর। ৪
গ. উক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
 ৫নং প্রশ্নের সমাধান 
ক. মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন ৯৬,৮০০
গৃহীত ঋণ ২৫,০০০
মোট মূলধন জাতীয় প্রাপ্তি ১,২১,৮০০
উত্তর : স্নিগ্ধা সিরামিকস্ এর মূলধন জাতীয় প্রাপ্তি ১,১২,৮০০ টাকা।
খ. সিন্ধা সিরামিকস্-এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ দেনাদার ২৫,০০০
২ পাওনাদার ২০,০০০
৩ মূলধন ৯৬,৮০০
৪ ক্রয় ৪০,০০০
৫ বিনিয়োগের সুদ ৩,০০০
৬ বিক্রয় ৫০,০০০
৭ আসবাবপত্র ৪৫,০০০
৮ উত্তোলন ১০,০০০
৯ আমদানি শুল্ক ৭,০০০
১০ বিনিয়োগ ২৫,০০০
১১ বিমা সেলামি ৬,০০০
১২ ব্যাংক জমার সুদ ৭০০
১৩ ব্যাংক জমা ১০,০০০
১৪ প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০
১৫ কমিশন প্রাপ্তি ২,৫০০
১৬ গৃহীত ঋণ ২৫,০০০
মোট ১,৯৮,০০০ ১,৯৮,০০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ১,৯৮,০০০ টাকা।
গ. মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :
বিক্রয় ৫০,০০০
বিনিয়োগের সুদ ৩,০০০
ব্যাংক জমার সুদ ৭০০
কমিশন প্রাপ্তি ২,৫০০
মুনাফা জাতীয় মোট আয় ৫৬,২০০
মুনাফা জাতীয় ব্যয় :
প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০
ক্রয় ৪০,০০০
আমদানি শুল্ক ৭,০০০
বিমা সেলামি ৬,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৮৩,০০০
উত্তর : সিন্ধা সিরামিকস্ এর মুনাফা জাতীয় আয় ৫৬,২০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৮৩,০০০ টাকা।
প্রশ্ন -৬ ল্ফ ডায়না ফ্যাশন হাউজের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ ঃÑ
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মজুদ পণ্য (প্রারম্ভিক) ৩০,০০০ ব্যাংক জমা (৩১-১২-১৮) ৪৫,০০০
ক্রয় ১,০০,০০০ অন্তর্মুখী ফেরত ৩,০০০
বেতন ১৬,০০০ বিক্রয় পরিবহন ৫,০০০
পাওনাদার ৪০,০০০ প্রদেয় বিল ২০,০০০
দেনাদার ১৬,০০০ ব্যাংক ঋণ ১৩,০০০
ব্যাংক জমা (১-১-১৮) ৩০,০০০ দালানকোঠা ৫৫,০০০
বাট্টা ৭,০০০ বিক্রয় ১,৪০,০০০
মূলধন ৭০,০০০ মজুদ পণ্য (সমাপনী) ৪৫,০০০

ক. ডায়না ফ্যাশন হাউজের যে সকল উদ্বৃত্ত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে ডায়না ফ্যাশন হাউজের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে ডায়না ফ্যাশন হাউজের রেওয়ামিল প্রস্তুত কর। ৪
 ৬নং প্রশ্নের সমাধান 
ক. রেওয়ামিলে যে সকল উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ব্যাংক জমা (০১-০১-১৮) ৩০,০০০
মজুদ পণ্য (সমাপনী) ৪৫,০০০
মোট পরিমাণ ৭৫,০০০
উত্তর : ডায়না ফ্যাশন হাউজের রেওয়ামিলে মোট ৭৫,০০০ টাকার উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না।
খ. ডায়না ফ্যাশন হাউজের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
চলতি সম্পদ :
দেনাদার ১৬,০০০
ব্যাংক জমা (৩১-১২-১৮) ৪৫,০০০
মজুদ পণ্য (সমাপনী) ৪৫,০০০
মোট চলতি সম্পদ ১,০৬,০০০
চলতি দায় :
পাওনাদার ৪০,০০০
প্রদেয় বিল ২০,০০০
মোট চলতি দায় ৬০,০০০
উত্তর : ডায়না ফ্যাশন হাউজের মোট চলতি সম্পদ ১,০৬,০০০ টাকা এবং চলতি দায় ৬০,০০০ টাকা।
গ.
ডায়না ফ্যাশন হাউজের
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মজুদ পণ্য (প্রারম্ভিক) ৩০,০০০
২ ক্রয় ১,০০,০০০
৩ বেতন ১৬,০০০
৪ পাওনাদার ৪০,০০০
৫ দেনাদার ১৬,০০০
৬ বাট্টা ৭,০০০
৭ মূলধন ৭০,০০০
৮ ব্যাংক জমা (৩১-১২-১৮) ৪৫,০০০
৯ অন্তর্মুখী ফেরত ৩,০০০
১০ বিক্রয় পরিবহন ৫,০০০
১১ প্রদেয় বিল ২০,০০০
১২ ব্যাংক ঋণ ১৩,০০০
১৩ দালান কাঠা ৫৫,০০০
১৪ বিক্রয় ১,৪০,০০০
১৫ অনিশ্চিত হিসাব ৬,০০০
মোট ২,৮৩,০০০ ২,৮৩,০০০
উত্তর : ডায়না ফ্যাশন হাউজের রেওয়ামিলের যোগফল ২,৮৩,০০০ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ জনাব রাজ্জাক একজন খুচরা ব্যবসায়ী। তার ব্যবসায়ের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ :
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
ক্রয় ২০,০০০ পাওনাদার ৫,০০০
বিক্রয় ৩০,০০০ প্রাপ্য সুদ ৪,০০০
মূলধন ২০,০০০ উত্তোলন ৩,০০০
মজুদ (১-১-১৮) ২১,০০০ ব্যাংক জমাতিরিক্ত (৩১-১২-১৮) ৭,০০০
মজুদ পণ্য (৩১-১২-১৮) ২২,০০০ আসবাবপত্র ১২,০০০
আয়কর ১,০০০

ক. জনাব রাজ্জাকের উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব রাজ্জাকের খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা একটি রেওয়ামিল তৈরি কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনসমূহের মধ্যে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ কত নির্ণয় কর। ৪
 ৭নং প্রশ্নের সমাধান 
ক. জনাব রাজ্জাকের উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
উত্তোলন ৩,০০০
আয়কর ১,০০০
মোট উত্তোলন ৪,০০০
উত্তর : জনাব রাজ্জাকের মোট উত্তোলন ৪,০০০ টাকা।
খ. জনাব রাজ্জাকের
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ ক্রয় ২০,০০০
২ বিক্রয় ৩০,০০০
৩ মূলধন ২০,০০০
৪ মজুদ পণ্য (১-১-১৮) ২১,০০০
৫ আয়কর ১,০০০
৬ পাওনাদার ৫,০০০
৭ প্রাপ্য সুদ ৪,০০০
৮ উত্তোলন ৩,০০০
৯ ব্যাংক জমাতিরিক্ত (৩১-১২-১৮) ৭,০০০
১০ আসবাবপত্র ১২,০০০
১১ অনিশ্চিত হিসাব ১,০০০
মোট ৬২,০০০ ৬২,০০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ৬২,০০০ টাকা; অনিশ্চিত হিসাব ১,০০০ টাকা।
গ. জনাব রাজ্জাকের মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
চলতি সম্পদসমূহ
প্রাপ্য সুদ ৪,০০০
মজুদ পণ্য (৩১-১২-১৮) ২২,০০০
মোট চলতি সম্পদ ২৬,০০০
চলতি দায়সমূহ :
পাওনাদার ৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত (৩১-১২-১৮) ৭,০০০
মোট চলতি দায় ১২,০০০
উত্তর : মোট চলতি সম্পদ ২৬,০০০ টাকা ও মোট চলতি দায় ১২,০০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ নিহাল এন্টারপ্রাইজ তার ব্যবসায়ের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তের তথ্য সরবরাহ করে ঃ
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ১০০,০০০
মজুদ পণ্য (১-১-১৮) ৫০,০০০ ব্যাংকে জমা (৩১-১২-১৮) ৭,০০০
ক্রয় ৪০,০০০ পাওনাদার ৬০,০০০
বিক্রয় ৩০,০০০ বাট্টা প্রাপ্তি ৪,০০০
মজুদ পণ্য (৩১-১২-১৮) ২৫,০০০ ভাড়া প্রাপ্তি ২,০০০
কমিশন ২,০০০ প্রদেয় বিল ১৫,০০০
ব্যাংকে জমা (১-১-১৮) ১২,০০০ বহিঃফেরত ১,০০০
সাধারণ সঞ্চিতি ২৫,০০০ নগদ তহবিল (৩১-১২-১৮) ৩,০০০
বিমা সেলামি ৫,০০০ দেনাদার ১৫,০০০
উত্তোলন ৪,০০০

ক. নিহাল এন্টারপ্রাইজের রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় কর। ২
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. বৎসরের শেষে নিহাল এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত কর। ৪
 ৮নং প্রশ্নের সমাধান 
ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মজুদ পণ্য (৩১-১২-১৮) ২৫,০০০
ব্যাংকে জমা (১-১-১৮) ১২,০০০
মোট পরিমাণ ৩৭,০০০
উত্তর : নিহাল এন্টারপ্রাইজের রেওয়ামিলে মোট ৩৭,০০০ টাকা অন্তর্ভুক্ত হবে না।
খ. মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয় :
বিক্রয় ৩০,০০০
বাট্টা প্রাপ্তি ৪,০০০
ভাড়া প্রাপ্তি ২,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৩৬,০০০
মুনাফা জাতীয় ব্যয় :
ক্রয় ৪০,০০০
কমিশন ২,০০০
বিমা সেলামি ৫,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৪৭,০০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ৩৬,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৪৭,০০০ টাকা।
গ.
নিহাল এন্টারপ্রাইজের
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১ মূলধন ১,০০,০০০
২ মজুদ পণ্য ৫০,০০০
৩ ক্রয় ৪০,০০০
৪ বিক্রয় ৩০,০০০
৫ কমিশন ২,০০০
৬ সাধারণ সঞ্চিতি ২৫,০০০
৭ বিমা সেলামি ৫,০০০
৮ উত্তোলন ৪,০০০
৯ ব্যাংক জমা ৭,০০০
১০ পাওনাদার ৬০,০০০
১১ বাট্টা প্রাপ্তি ৪,০০০
১২ ভাড়া প্রাপ্তি ২,০০০
১৩ প্রদেয় বিল ১৫,০০০
১৪ বহি : ফেরত ১,০০০
১৫ নগদ তহবিল ৩,০০০
১৬ দেনাদার ১৫,০০০
১৭ অনিশ্চিত হিসাব ১,১১,০০০
মোট ২,৩৭,০০০ ২,৩৭,০০০
উত্তর : নিহাল এন্টারপ্রাইজের রেওয়ামিলের যোগফল ২,৩৭,০০০ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ রাশেদ এন্ড ব্রাদার্স এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ :
হিসাবের নাম টাকা
মূলধন ১,০০,০০০
উত্তোলন ২০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০
হাতে নগদ (১-১-২০১৮) ৮,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
সাধারণ সঞ্চিতি ৭,০০০
সমাপনী মজুদ পণ্য ৩০,০০০
হাতে নগদ (৩১-১২-২০১৮) ১৭,৫০০
ক্রয় ৬০,০০০
বিক্রয় ৮০,০০০
বিনিয়োগের সুদ ১,০০০
ব্যাংক চার্জ ৫০০
১০% বিনিয়োগ ৮০,০০০

ক. রাশেদ এন্ড ব্রাদার্স এর রেওয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, তার মোট পরিমাণ নির্ণয় কর। ২
খ. উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রাশেদ এন্ড ব্রাদার্স-এর একটি রেওয়ামিল প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় কর। ৪
 ৯নং প্রশ্নের সমাধান 
ক. রেওয়ামিলে যেসব দফা অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
হাতে নগদ (১-১-২০১৮) ৮,০০০
সমাপনী মজুদ পণ্য ৩০,০০০
মোট পরিমাণ ৩৮,০০০
উত্তর : রাশেদ এন্ড ব্রাদার্স এর রেওয়ামিলে মোট ৩৮,০০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে না।
খ. রাশেদ এন্ড ব্রাদার্স এর একটি রেওয়ামিল প্রস্তুতকরণ :
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. মূলধন ১,০০,০০০
২. উত্তোলন ২০,০০০
৩. ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০
৪. প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
৫. সাধারণ সঞ্চিতি ৭,০০০
৬. হাতে নগদ (৩১.১২.২০১৮) ১৭,৫০০
৭. ক্রয় ৬০,০০০
৮. বিক্রয় ৮০,০০০
৯. বিনিয়োগের সুদ ১,০০০
১০. ব্যাংক চার্জ ৫০০
১১. ১০% বিনিয়োগ ৮০,০০০
মোট ২,০৩,০০০ ২,০৩,০০০
উত্তর : রেওয়ামিলের যোগফল ২,০৩,০০০ টাকা।
গ. রেওয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয়সমূহ :
বিক্রয় ৮০,০০০
বিনিয়োগের সুদ ১,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৮১,০০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ
প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০
ক্রয় ৬০,০০০
ব্যাংক চার্জ ৫০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৮৫,৫০০
মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ ১,৬৬,৫০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ ১,৬৬,৫০০ টাকা।
প্রশ্ন -১০ ল্ফ হেনা এন্ড সন্স এর ২০১৮ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ :
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ১,৫০,০০০ ট্রেডমার্ক ১,০৫,০০০
ক্রয় ৬০,০০০ ১২% বিনিয়োগ ৫০,০০০
বিক্রয় ৭৪,০০০ নগদ তহবিল ৩২,৫০০
মজুরি ৬,৫০০ সুনাম ১,৯০,০০০
রপ্তানি শুল্ক ৩,৭০০ ১৫% ব্যাংক ঋণ ২,০০,০০০
ঋাড়া ২,৩০০ প্রাপ্য বিল ৩০,০০০
প্রদেয় বিল ৫০,০০০ বিনিয়োগের সুদ ৬,০০০

ক. হেনা এন্ড সন্স-এর অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় কর। ২
খ. খতিয়ানের উদ্বৃত্তগুলোর সাহায্যে একটি রেওয়ামিল প্রস্তুত কর। ৪
গ. উদ্দীপকের আলোকে হেনা এন্ড সন্স-এর মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
 ১০নং প্রশ্নের সমাধান 
ক. হেনা এন্ড সন্স এর অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
ট্রেডমার্ক ১,০৫,০০০
গুনাম ১,৯০,০০০
মোট অদৃশ্যমান সম্পদ ২,৯৫,০০০
উত্তর : হেনা এন্ড সন্স এর অদৃশ্য মান সম্পদের পরিমাণ ২,৯৫,০০০ টাকা।
খ.
হেনা এন্ড সন্স এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৮
ক্রমিক নং হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. মূলধন ১,৫০,০০০
২. ক্রয় ৬০,০০০
৩. বিক্রয় ৭৪,০০০
৪. মজুরি ৬,৫০০
৫. রপ্তানি শুল্ক ৩,৭০০
৬. ঋাড়া ২,৩০০
৭. প্রদেয় বিল ৫০,০০০
৮. ট্রেডমার্ক ১,০৫,০০০
৯. ১২% বিনিয়োগ ৫০,০০০
১০. নগদ তহবিল ৩২,৫০০
১১. গুনাম ১,৯০,০০০
১২. ১৫% ব্যাংক ঋণ ২,০০,০০০
১৩. প্রাপ্য বিল ৩০,০০০
১৪. বিনিয়োগের সুদ ৬,০০০
৪,৮০,০০০ ৪,৮০,০০০
উত্তর : হেনা এন্ড সন্স এর রেওয়ামিলের যোগফল ৪,৮০,০০০ টাকা।
গ. হেনা এন্ড সন্স এর মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয়সমূহ :
বিক্রয় ৭৪,০০০
বিনিয়োগের সুদ ৬,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৮০,০০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ :
ক্রয় ৬০,০০০
মজুরি ৬,৫০০
রপ্তানি শুল্ক ৩,৭০০
ঋাড়া ২,৩০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৭২,৫০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ৮০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৭২,৫০০ টাকা।

Leave a Reply