নবম-দশম শ্রেণির বাংলা ২য় ণত্ব ও ষত্ব বিধান

তৃতীয় পরিচ্ছেদ : ণত্ব ও ষত্ব বিধান
৬৩. তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মইÑ
[কু.বো. ০২, ড.বো ০২] ছ
ক ষত্ব-বিধান খ ণত্ব-বিধান গ উপসর্গ ঘ প্রত্যয়
৬৪. ‘ণ’ত্ব ও ‘ষ’ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
[ঢা.বো. ১২, ৯৬, সি.বো. ০৬, চ.বো. ০৩, ২০০০, ব.বো. ০৮] জ
ক দেশি খ বিদেশি গ তৎসম ঘ খাঁটি বাংলা
৬৫. কোন জাতীয় শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় না? [সি.বো. ০১] ঝ
ক মৌলিক খ তৎসম
গ অর্ধ-তৎসম ঘ খাঁটি বাংলা ও বিদেশি
৬৬. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়? [রা.বো. ০৫, য.বো. ০৫, কু.বো. ০২] চ
ক ণ খ ন গ ন্ন ঘ ণ্য
৬৭. কোন বানানটি সঠিক? [চ.বো. ০৯] ছ
ক মধ্যাহ্ন খ পূর্বাহ্ন গ সায়াহ্ন ঘ অপরাহ্ন
৬৮. ‘ণ’ত্ব বিধানের নিয়মের বাইরে ‘ণ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে? [ঢা.বো. ০৭, কু.বো. ’০০] ঝ
ক ঘণ্টা, লুণ্ঠন, ভান্ড খ তৃণ, বর্ণ, ঝর্ণা
গ কৃপণ, রামায়ণ, ব্রাহ্ন ঘ বেণু, অণু, কল্যাণ
৬৯. স্বভাবতই ‘মূর্ধন্য(ণ)’ এর ব্যবহার হয়েছে কোনটিতে?
[কু.বো. ১০, চ.বো. ০৬] জ
ক কারণ খ কাণ্ড গ বাণ/তূণ ঘ রামায়ণ
৭০. কোন বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না? [সি.বো. ০৯, ০৫, য.বো. ১২, চ.বো. ০৯, ব.বো. ০৬] ঝ
ক ক-বর্গ খ চ-বর্গ গ প-বর্গ ঘ ত-বর্গ
৭১. কোন বানানটি ভুল? জ
ক ব্রাহ্মণ খ পিণাক গ ত্রিণয়ন ঘ দুর্নীতি
৭২. কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? [রা.বো. ০৯] চ
ক সমাসবদ্ধ শব্দে খ অব্যয়যুক্ত শব্দে
গ সন্ধিযুক্ত শব্দে ঘ প্রত্যয়যুক্ত শব্দে
৭৩. কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার হয়? [কু.বো. ০৯, দি.বো. ১০] ঝ
ক বিদেশি খ তদ্ভব গ দেশি ঘ তৎসম
৭৪. কোন জাতীয় শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না? [ঢা.বো. ০৯, ০৪, ০৩, ৯৯, রা.বো. ০৭, ০৫, ০৩, ৯৯, কু.বো. ২০০০, চ.বো. ৯৬, ব.বো. ০৭, সি.বো. ০১] ঝ
ক তৎসম খ বিদেশি গ সংস্কৃত ঘ তদ্ভব
৭৫. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
[য.বো. ০৯, ০৩] ঝ
ক দন্ত্য ন ধ্বনি খ তালব্য শ ধ্বনি
গ স্বরধ্বনি ঘ মূর্ধন্য ষ ধ্বনি
৭৬. বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? [য.বো. ০৯, ০৩] ছ
ক শ খ ষ গ স ঘ হ
৭৭. ষত্ব বিধান অনুযায়ী কোন বানাটি ভুল? [চ.বো. ২০০০] চ
ক অনুসঙ্গী খ সুষম গ অভিশাপ ঘ বিষম/কৃষ্টি
৭৮. কোন বানানটি সঠিক? [দি.বো. ১২] ছ
ক নশট খ কষ্ট গ কৃসক ঘ কৃশট
৭৯. কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়, এর উদাহরণ কোনটি?
[সি.বো. ০৮] ঝ
ক ভাষা, কর্ষণ খ ভাষ্য, কর্ষণ
গ কর্ষণ, পোষণ ঘ ভাষা, ভাষ্য
৮০. কোন বানানটি অশুদ্ধ? [য.বো. ০৭, সি.বো. ০৩] ঝ
ক মাস্টার খ পোশাক
গ জিনিষ ঘ পোষ্ট অফিস
৮১. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেÑ [কু.বো. ০৮] ছ
ক ‘ষ’ হয় খ ‘ষ’ হয় না গ ‘ণ’ হয় ঘ ‘ণ’ হয় না

Leave a Reply