এইচএসসি বাংলা রক্তে আমার অনাদি অস্থি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

রক্তে আমার অনাদি অস্থি
দিওলয়ার

কবি পরিচিতি
নাম দিলওয়ার।
পুরো নাম দিলওয়ার খান।
পিতা-মাতার নাম পিতার নাম : মৌলভী মোহাম্মদ হাসান খান, মাতার নাম : রহিমুন্নেসা।
জন্ম ও পরিচয় দিলওয়ার ১৯৩৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি সিলেট শরহসংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করে পারিবারিক ‘খান’ পদবি বর্জন করেন। সাধারণ্যে দিলওয়ার ‘গণমানুষের কবি’ হিসেবে সমধিক পরিচিত।
শিক্ষাজীবন দিলওয়ার জি.সি. হাইস্কুল সিলেট থেকে প্রবেশিকা ও এম. সি. কলেজ সিলেট থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
কর্মজীবন কর্মজীবনে প্রথম দুমাস শিক্ষকতা করলেও ১৯৬৭ খ্রিস্টাব্দে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় এবং ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দে ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেন।
সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ : ‘জিজ্ঞাসা’, ‘ঐকতান’, ‘উদ্ভিন্ন উল­াস’, ‘স্বনিষ্ঠ সনেট’, ‘রক্তে আমার অনাদি অস্থি’, ‘দুই মেরু দুই ডানা’, ‘অনতীত পঙক্তিমালা’ প্রভৃতি।
প্রবন্ধগ্রন্থ : বাংলাদেশ জন্ম না নিলে।
ছড়াগ্রন্থ : ‘দিলওয়ারের শতছড়া’, ‘ছড়ায় অ আ ক খ।’
পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার ও বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’ প্রভৃতি।
জীবনাবসান কবি দিলওয়ার ১০ অক্টোবর ২০১৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. “রক্তে আমার অনাদি অস্থি” ‘প্রাণ স্বপ্ন’ কে কোথায় রেখেছেন?
ক ভয়াল ঘুর্ণিতে ছ বঙ্গোপসাগরে
গ গনমানবের বুকে ঘ নরদানবের মুখে
২. ‘কত বিচিত্র জীবনের রং’ বলতে বোঝানো হয়েছে জীবন-
ক বহুমাত্রিক খ ভিন্নধর্মী
জ সংগ্রামশীল ঘ সম্পদশালী
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
৩. উদ্দীপকে “রক্তে আমার অনাদি অস্থি” কবিতায় কোন ভাবের প্রতিফলন ঘটেছে?
ক নদীর প্রবহমানতা খ সমুদ্রের ভয়াল জলরাশির শক্তি
গ কবির অমিত মনোবল ঝ গণমানবের শক্তি
৪. উক্ত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে?
চ ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ
খ এই ক্রোধ জ্বলে আমার স্বজন/গণমানবের বুকে
গ মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে/কাটায় মারণ বেলা!
ঘ রক্তে আমার অনাদি অস্থি,
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. কবি দিলওয়ার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক ঢাকা খ খুলনা গ পাবনা ঝ সিলেট
৬. কবি কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১৮৮০ খ ১৯৩০ জ ১৯৩৭ ঘ ১৯৩৮
৭. কবি ১৯৩৭ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
চ ১ জানুয়ারি খ ১ মার্চ গ ১ এপ্রিল ঘ ১ জুন
৮. কবি দিলওয়ার সিলেট জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক কীর্তনখোলা ছ ভার্থখলা
গ ভার্থপুর ঘ ভার্থখালি
৯. কবি দিলওয়ারের পূর্ণ নাম কী?
ক দিলওয়ার কবির খ দিলওয়ার শেখ
গ মোহাম্মদ দিলওয়ার ঝ দিলওয়ার খান
১০. কবির মায়ের নাম কী?
ক করিমুন্নেসা ছ রহিমুন্নেসা
গ আসমা বেগম ঘ লুৎফুন্নেসা
১১. কবির পিতার নাম কী?
ক দিলদার খান খ মোশারফ খান
জ মৌলভী মোহাম্মদ হাসান খান ঘ খান মোহাম্মদ হাসান
১২. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত?
ক বিদ্রোহী কবি ছ গণমানুষের কবি
গ মানতাবাদী কবি ঘ সাম্যবাদী কবি
১৩. কবি দিলওয়ার কত দিন শিক্ষকতা করেন?
চ দুই মাস খ তিন মাস গ চার মাস ঘ পাঁচ মাস
১৪. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন?
ক ১৯৬৪ খ্রি. খ১৯৬৫ খ্রি.
গ১৯৬৬ খ্রি. ঘ ১৯৬৭ খ্রি.
১৫. কোন কারণে কবি পেশা পরিত্যাগ করলেন?
ক অর্থকষ্টে ছ স্বাস্থ্যগত গ অতৃপ্তিতে ঘ দুনীতির
১৬. কবি কত সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ শুরু করেন?
ক ১৯৩৭ খ ১৯৪৭ গ ১৯৫৭ ঝ ১৯৬৯
১৭. কবি দিলওয়ার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯৩৫ খ্রি. খ ১৯৩৬ খ্রি.
জ ১৯৩৭ খ্রি. ঘ ১৯৩৮ খ্রি.
১৮. সিলেট শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? (জ্ঞান)
ক পদ্মা নদী খ মেঘনা নদী
গ যমুনা নদী ঝ সুরমা নদী
১৯. ভার্থখলা গ্রাম সুরমা নদীর কোন দিকে?
ক পূর্ব দিকে খ পশ্চিম দিকে
গ উত্তর দিকে ঝ দক্ষিণ দিকে
২০. কবি দিলওয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক সুবর্ণগ্রাম ছ ভার্থখলা গ পরানপুর ঘ গোয়ালখালি
২১. কবি দিলওয়ার তাঁর নাম থেকে কোন পদবি বাদ দেন?
চ খান খ খাঁ গ সৈয়দ ঘ ভ‚ঁইয়া
২২. কবি দিলওয়ারের পিতার নাম কী?
চ মৌলভী মোহাম্মদ হাসান খান খ মোহাম্মদ দিলবার খান
গ মাও. কামাল হোসেন ঘ সৈয়দ হাসানুল হক
২৩. কবি দিলওয়ারের মায়ের নাম কী?
ক করিমুন্নেসা খ লতিফুন্নেসা
জ রহিমুন্নেসা ঘ ফজিলাতুন্নেসা
২৪. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত?
ক বিদ্রোহী কবি ছ গণমানুষের কবি
গ মানবতাবাদী কবি ঘ দুঃখ বাদী কবি
২৫. কবি দিলওয়ার পারিবারিক কোন পদবি বর্জন করেন?
চ খান খ মোহাম্মদ গ সৈয়দ ঘ শেখ
২৬. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন?
ক ১৯৬৪ খ্রি. খ ১৯৬৫ খ্রি. গ ১৯৬৬ খ্রি. ঝ ১৯৬৭ খ্রি.
২৭. ‘জিজ্ঞাসা’ কাব্যটি প্রকাশিত হয় কত সালে?
ক ১৯৪৩ সালে ছ ১৯৫৩ সালে
গ ১৯৬৩ সালে ঘ ১৯৬৪ সালে
২৮. কোনটি দিলওয়ার রচিত কাব্যগ্রন্থ নয়?
ক ঐকতান খ রক্তে আমার অনাদি অস্থি
জ বাংলাদেশ জন্ম না নিলে ঘ দুই মেরু দুই ডানা
২৯. ‘উদ্ভিন্ন উল­াস’ দিলওয়ার রচিত কোন ধরনের রচনা?
ক কবিতা ছ কাব্যগ্রন্থ গ উপন্যাস ঘ প্রবন্ধ
৩০. নিচের কোনটি দিলওয়ারের ছড়াগ্রন্থ?
ক দিলওয়ারের ছড়া-ভুবন
খ দিলওয়ারের অ, আ, ক, খ
জ দিলওয়ারের শত ছড়া ঘ দিলওয়ারের ছড়া জগৎ
৩১. কবি দিলওয়ারের কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি?
ক জিজ্ঞাসা খ ঐকতান
গ উদ্ভিন্ন উল­াস ঝ ছায়ানট
৩২. নিচের কোনটি কবির প্রবন্ধ গ্রন্থ?
ক বইপড়া খ সবুজপত্র
গ প্রবন্ধ সংগ্রহ ঝ বাংলাদেশ জন্ম না নিলে
৩৩. ‘ছড়ায় অ আ ক খ’ গ্রন্থটি কার লেখা?
চ দিলওয়ার খ সুকুমার রায়
গ সুকান্ত ভট্টাচার্য ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. কবি কত সালে মৃত্যুবরণ করেন?
ক ২০০৩ খ ২০০৪ গ ২০১০ ঝ ২০১৩
৩৫. কবি দিলওয়ার কোন পত্রিকায় ‘সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন?
ক দৈনিক ইত্তেফাক ছ দৈনিক গণকণ্ঠ
গ দৈদিন কালের কণ্ঠ ঘ দৈনিক সবুজপত্র
৩৬. কবি দিলওয়ার ‘দৈনিক গণকণ্ঠে’ কী হিসেবে কাজ করেন?
ক সম্পাদক ছ সহকারী সম্পাদক
গ লেখক ঘ সাংবাদিক
৩৭. কবি দিলওয়ার কত সাল পর্যস্ত ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন?
ক ১৯৭০-৭২ সাল ছ ১৯৭৩-৭৪ সাল
গ ১৯৭৪-৭৫ সাল ঘ ১৯৭৫-৭৬ সাল
৩৮. কবি দিলওয়ার সাংবাদিক পেশা বাদ দেন কেন?
ক রাজনৈতিক কারণে খ পারিবারিক কারণে
জ স্বাস্থ্যগত কারণে ঘ অর্থনৈতিক কারণে
৩৯. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক বনফুল খ জীবন-জিজ্ঞাসা
জ জিজ্ঞাসা ঘ সোনালী কাবিন
৪০. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
ক ১৯৫০ সালে খ ১৯৫১ সালে
গ ১৯৫২ সালে ঝ ১৯৫৩ সালে
৪১. ‘বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের রচনা?
চ প্রবন্ধগ্রন্থ খ উপন্যাস গ ছোট গল্প ঘ কাব্যগ্রন্থ
৪২. নিচের কোনটি দিলওয়ারের কাব্যগ্রন্থ?
ক বাঁশী ছ ঐকতান গ ছোটগল্প ঘ কাব্যগ্রন্থ
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
৪৩. কবি যমুনা নদীর কাছে কী চেয়েছেন?
ক পানি খ উর্বরতা গ যৌবন ঝ প্রেম
৪৪. কবি দিলওয়ার কার কাছে যৌবন চেয়েছেন?
চ পদ্মার খ মেঘনার গ যমুনার ঘ সুরমার
৪৫. কবির মতে কোন নদীর বুকের পলিতে গলিত হেম?
ক পদ্মা খ মেঘনা জ সুরমা ঘ কর্ণফুলি
৪৬. কবির মতে মানুষের জীবনের রং কেমন?
ক কালো ছ নানা বর্ণের মিশ্রণ
গ লাল ঘ সবুজ
৪৭. ‘রেখেছি আমার প্রাণ স্বপ্নকে’-এর পরের চরণটি কী?
ক কাটার মারণবেলা খ চারদিকে করে খেলা
জ বঙ্গোপসাগরেই ঘ উপমা যে তার নেই
৪৮. প্রকৃতিতে নিরন্তর কে বয়ে চলে?
ক কবি নিজে ছ নদী গ সাগর ঘ জীবন ধারা
৪৯. নদীর বুকে গণমানুষের জীবনচিত্র আঁকার জন্য কে তুলি ধরেছেন?
ক চিত্রশিল্পী খ বঙ্গোপসাগর
জ কবি নিজেই ঘ দেশের জনগণ
৫০. কবি তাঁর প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন?
ক নদীর বুকে খ পাহাড়ে
গ গ্রামে ঝ বঙ্গোপসাগরে
৫১. কবির অনাদি অস্থি কোথায়?
ক দেহে ছ রক্তে গ মাথায় ঘ হাতে
৫২. ‘নিরবধি’ বলতে কী বোঝায়?
ক সবখানে ছ সবসময় গ নির্জনতা ঘ নীরবে থাকা
৫৩. কবির স্বজনেরা জ্বলে কেন?
ক আগুনের তাপে খ হিংসায়
জ অন্যায়ের প্রতিবাদে ঘ অভিশাপে

৫৪. প্রাণের জাহাজ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক বড় জাহাজ খ প্রিয় জাহাজ
জ জাতির সম্পদ ঘ প্রচুর সম্পদ
৫৫. ‘গলিত হেম’ বলতে কী বোঝায়?
ক গলিত মাটি খ খাঁটি সেনা
জ গলিত সোনা ঘ উর্বরতা
৫৬. ‘সুরমা’ নদীর পলিকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
ক উর্বরতা ছ গলিত সোনা গ হীরক ঘ রুপা
৫৭. কবি নরদানব বলেছেন কাকে?
চ হানাদারকে খ রাক্ষসকে
গ সন্ত্রাসীকে ঘ ডাকাতকে
৫৮. ‘গণমানবের তুলি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক আঁকার জন্য তুলি ছ জনতার তুলি
গ শিল্পী মন ঘ সৃজনশীলতা
৫৯. কবি গণমানবের প্রতি কী অনুভব করেন?
চ দায়বদ্ধতা খ স্বপ্ন গ আশা ঘ প্রতিহিংসা
৬০. কবি সুরমার পলিকে গলিত হেম বলেছেন কেন?
চ উর্বর শক্তির জন্য খ খাঁটি সোনা বলে
গ নদীকে ভালোবেসে ঘ সুরমার তীরে জন্ম বলে
৬১. কবি দিলওয়ারের ‘খান’ পদবি বর্জন করার মাঝে কোন চেতনা ফুটে উঠেছে?
চ সাম্যবাদী খ পরোপকারী
গ সা¤প্রদায়িক ঘ বৈষম্যমূলক
৬২. ‘পলিতে গলিত হেম’- চরণটির পূর্বের চরণ কোনটি?
ক পদ্মা তোমার কাজল বুকের খ যমুনা তোমার কাজল বুকের
গ মেঘনা তোমার কাজল বুকের ঝ সুরমা তোমার কাজল বুকের
৬৩. কবি বঙ্গোপসাগরে কী রেখেছেন?
ক খনিজ সম্পদ খ অস্তিত্ব
জ প্রাণ স্বপ্ন ঘ জীবনবাজি
৬৪. কবি জীবন নদীর ছবি আঁকতে গিয়ে বঙ্গোপসাগরে কেন প্রাণ স্বপ্ন রেখেছেন?
ক বঙ্গোপসাগর নদী থেকে বড় বলে
খ বঙ্গোপসাগর সব নদীর কেন্দ্র বলে
জ জীবন নদীর বি¯তৃত পটভূমি আঁকার অভিলাষে
ঘ বঙ্গোপসাগর সবচেয়ে বড় বলে
৬৫. কবির মতে নদীর বুকে কীসের ফাঁদ পাতা রয়েছে?
ক খনিজ সম্পদের খ জলদস্যুর
জ মৃত্যুর ঘ মাছের
৬৬. কবির মতে, মানুষের জীবনের রং কেমন?
ক ধূসর খ উজ্জ্বল
গ সাদা ঝ রঙিন তুলিতে আঁকা নানা বর্ণের মিশ্রণ
৬৭. “এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়’ Ñউদ্দীপকের কোন ভাবনা কবি দিলওয়ারের ভাবনাকে মনে করিয়ে দেয়?
ক বাংলাদেশের দক্ষিণের সৌন্দর্য
ছ নদীমাতৃক বাংলাদেশের বন্দনা
গ বাংলার চির প্রবহমানতা
ঘ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা
৬৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কবি দিলওয়ারের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
ক উদ্ভিন্ন উল­াস খ সপৃথিবী রইবো সজীব
জ রক্তে আমার অনাদি অস্থি ঘ বাংলাদেশ জন্ম না নিলে
৬৯. কবি তাঁর প্রাণশক্তি কোথায় রেখেছেন?
ক যমুনা নদীতে খ পদ্মা নদীতে
গ সুরমার পলি মাটিতে ঝ বঙ্গোপসাগরে
৭০. গণশিল্পীর তুলি হাতে কবি কোন ছবি আঁকবেন?
ক গণমানুষের ছবি
ছ জীবনরূপ বাংলার নদীর বয়ে চলার ছবি
গ প্রিয়ার ছবি ঘ নদীর ছবি
৭১. “মুগ্ধ মরণ বাঁকে বাঁকে কাটায় মারণ বেলা!”Ñকবিতাংশের অন্তর্নিহিত অর্থ কী?
ক মরণের আহŸানে মুগ্ধ হয়ে বেলা পার করা
ছ নদীর বাঁকে বাঁকে পাতা আছে মৃত্যুর ফাঁদ
গ নদীর বাঁকে যে মৃত্যুর ফাঁদ পাতা আছে, কবি তাতে মুগ্ধ
ঘ জনগণের জীবনে মৃত্যু ফাঁদ হলো নদী
৭২. ‘রক্তে আমার অনাদি অস্থি’-কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বাক্যটি কতবার ব্যবহার করা হয়েছে?
চ একবার খ দুইবার গ তিনবার ঘ চারবার
৭৩. ‘অভিযানে বীর সেনাদল জ্বালাও মশাল, চল আগে চল!’-উদ্দীপকের কোন ভাবনা কবি দিলওয়ার ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটিয়ে তুলেছেন?
চ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম
খ রাজনৈতিক সংগঠনের স্লোগান
গ অন্যায়ের প্রকোপে বিধ্বস্ত বাংলাদেশ
ঘ মশাল জ্বালিয়ে প্রতিবাদ করা
৭৪. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ‘রক্তে আমার অনাদি অস্থি’ বলতে কী বোঝায়?
ক কবির রক্ত অস্থিতে অনাদি
খ অনাদি অস্থিতে কবি রক্তাক্ত
জ জাতিসত্তার শোণিত অস্থি, যা কবি নিজের অস্তিত্বে ধারণ করেছেন
ঘ কবির রক্তে আদিমানবের অস্থি
৭৫. বিদেশি নরদানবের আগ্রাসন কেন বাঙালি জনগোষ্ঠীকে দমাতে পারে না?
ক বাঙালির ক্রোধ বেশি বলে
ছ ক্রোধে উন্মত্ত বাঙালি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে বলে
গ বাঙালি যুদ্ধোন্মাদ বলে
ঘ বাঙালি জনগোষ্ঠীর শক্তি বেশি বলে
৭৬. ‘যখনই বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে।’-চরণদ্বয়ের মর্মার্থ কী?
ক যখন নররাক্ষসেরা আঘাত করে জাহাজে
খ যখন প্রাণের জাহাজ দানব কর্তৃক বন্দি হয়
জ যখন অত্যাচারিতের জনগণ ও সম্পদের ওপর আগ্রাসনী মানসিকতা
ঘ যখন মানুষেরা জাহাজ ডুবি হয়ে মরে
৭৭. স্বজনেরা কেন ক্রোধে জ্বলে?
ক আগ্রাসীদের প্রকোপে খ কবির প্রতি অভিমান করে
গ দেশের স্বাধীনতা আনায়নের জন্য ঝ অন্যায়ের প্রতিবাদে
৭৮. “প্রাণের জাহাজ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
চ জনতা ও জনসম্পদ খ মানুষের জীবন
গ কবির জন্মভূমির মানুষেরা ঘ কবির মানসপ্রিয়া
৭৯. ‘উপমা যে তার নেই’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক কবি উপমা খুঁজে পান নি
খ কবি উপমা দিতে চান নি
জ বর্ণনা করে এর শেষ করা যাবে না বলে তুলনা/উপমা নেই বলেছেন
ঘ উপমা প্রয়োগে বাহুল্য দোষ হবে বলে উপমা দেন নি
৮০. ‘এই ক্রোধে জ্বলে আমার স্বজন”-এখানে কবি কোন স্বজনের কথা বলেছেন?
ক কবির পরিবারের লোকজন খ কবির প্রিয়জন
জ কবির জন্মভূমির মানুষেরা ঘ কবির মানসপ্রিয়া
৮১. নিচের কোনটি সমার্থক নয়?
ক নরপশু খ নরদানব
গ বিদেশী নরপিশাচ ঝ নরখাদক
৮২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি যৌবনের প্রত্যাশা করেছেন কার কাছে?
চ পদ্মা খ মেঘনা গ যমুনা ঘ গঙ্গা
৮৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় যমুনার কাছে কী প্রত্যাশা করা হয়েছে?
চ প্রেম খ যৌবন গ মরণ ঘ স্বপ্ন
৮৪. কার কাজল বুকের পলিতে গলিত হেম?
ক পদ্মা খ মেঘনা গ যমুনা ঝ সুরমা
৮৫. ‘পলিতে গলিত হেম’- বলতে কী বোঝানো হয়েছে?
চ সোনা মেশানো পলিমাটি খ কাদা মেশানো সোনা
গ রুপা মেশানো বালিকণা ঘ রূপা মেশানো পলিকণা
৮৬. ‘গণমানবের তুলি’ বলতে কী বোঝায়?
চ জনগণের তুলি খ শিল্পী জনতার তুলি
গ রং তুলি ঘ ছবি আঁকার তুলি
৮৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় চারদিকে কী খেলা করে?
ক ছবির রং ছ জীবনের রং গ মৃত্যুর রং ঘ স্বপ্নের রং
৮৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি মরণকে কী বলে চিহ্নিত করেছেন?
চ মুগ্ধ খ আনন্দের গ ভয়ঙ্কর ঘ বীভৎস
৮৯. কবি তাঁর ‘প্রাণের স্বপ্নকে’ কোথায় রেখেছেন?
ক মহাসাগরে ছ বঙ্গোপসাগরে
গ পদ্মা নদীতে ঘ মেঘনা নদীতে
৯০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবির ক্রোধ কীসের ন্যায় প্রকাশ পেয়েছে?
ক ঘূর্ণিঝড় ছ ভয়াল ঘূর্ণি গ কালবৈশাখী ঘ দাবানল
৯১. কবির ক্রোধ কোথায় জ্বলে?
ক কুলি মজুরের বুকে খ ধনিক শ্রেণির বুকে
জ গণমানুষের বুকে ঘ ভীনদেশিদের বুকে
৯২. ‘প্রাণের জাহাজ’- বলতে কী বোঝানো হয়েছে?
চ জনগণের সম্পদ খ রাষ্ট্রীয় সম্পদ
গ বৈশ্বিক ঘ বিদেশের সম্পদ
৯৩. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদীর নাম কতবার ব্যবহৃত হয়েছে?
ক দুই বার ছ তিন বার গ চারবার ঘ পাঁচবার
৯৪. কলে­াল বর্ষাকালের চিত্রা নদী দেখে বিস্মিত। চিত্রার তখন ভরা যৌবন থৈ থৈ জল।
– ‘চিত্রা’ নদীর ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় বর্ণিত কোন নদীকে নির্দেশ করে?
ক গঙ্গা ছ পদ্মা গ মেঘনা ঘ যমুনা
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৫. নিচের কোন শব্দটি ‘অস্থি’ শব্দটির সমার্থক নয়?
ক হাড় খ কঙ্কাল জ চর্ম ঘ অতিশয় শীর্ণ
৯৬. নিচের কোনটি ভিন্নার্থক?
ক সুবর্ণ খ সোনা গ হেম ঝ কারুশিল্প
৯৭. ‘পলিতে গলিত হেম’-বাক্যের অর্থ কী?
চ গলিত সোনা মেশানো পলিমাটি
খ সোনা গলে জলে ভেসে যাওয়া
গ পলিমাটির রং সোনার মতো
ঘ কারুকার্যময় পলিমাটি
৯৮. ‘গণমানবের তুলি’ শব্দের অর্থ কী?
ক জনগণকে তুলে নেওয়া খ জনগণের সম্পদ
জ গণমানবের শিল্পী রূপ তুলি ঘ জনগণের রং তুলি
৯৯. ‘গণমানব’ শব্দের অর্থ কী?
ক ধনী মানুষ গ শহরের মানুষ
গ অভিজাত মানুষ ঝ প্রান্তিক মানুষ
১০০. ‘হেম’ শব্দের অর্থ কী?
চ সোনা খ রুপা গ তামা ঘ পিতল
১০১. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ কী?
ক ঘূর্ণ্যমান ছ ঘূর্ণ্যমান জলরাশি
গ ঘূর্ণিঝড় ঘ ঘূর্ণিবায়ু
১০২. ‘গণমানব’ শব্দের অর্থ কী?
ক নাগরিক মানুষ খ শহরের মানুষ
গ অভিজাত মানুষ ঝ প্রাস্তিক মানুষ
১০৩. নিচের কোনটি মাধ্যমে কবি গণমানবের শিল্পী হিসেবে নিচের পরিচয় জ্ঞাপন করেছেন?
ক শিল্পী সত্তার তুলি খ আমজনতার তুলি
জ গণমানবের তুলি ঘ গণমানুষের তুলি
১০৪. জনতা ও জনসম্পদ বোঝাতে কবি দিলওয়ার কোন কথাটি ব্যবহার করেছেন?
চ প্রাণের জাহাজ খ প্রাণের তরী
গ জীবন জাহাজ ঘ জীবনতরী
১০৫. ‘হেম’ শব্দের অর্থ কী?
চ সোনা খ রুপা গ তামা ঘ পিতল
১০৬. ‘নিরবধি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
ক সবসময়, নিরিবিলি ছ বিরামহীন, শেষহীন
গ ক্লাস্তিহীন, নিরস্তন ঘ শেষহীন, সীমাহীন
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১০৭. কতমাত্রার মাত্রাবৃত্ত ছন্দে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি রচিত?
ক ২ মাত্রার মাত্রাবৃত্ত খ ৪ মাত্রার মাত্রাবৃত্ত
জ ৬ মাত্রার মাত্রাবৃত্ত ঘ ৮ মাত্রার মাত্রাবৃত্ত
১০৮. কবিতাটির ছন্দ বিভাজন কী রকম?
ক ৬ + ৫ + ২ ছ ৬ + ৬ + ২
গ ৬ + ৪ + ২ ঘ ৬ + ৩ + ২
১০৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গিত?
ক মুনীর চৌধুরী খ জহির রায়হান
গ সিরাজুল ইসলাম চৌধুরী ঝ কবীর চৌধুরী
১১০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক স্বপৃথিবী খ স্বনিষ্ঠ সনেট
গ দিলওয়ারের নির্বাচিত কবিতা ঝ রক্তে আমার অনাদি অস্থি
১১১. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
ক ১৯৮০ সালে ছ ১৯৮১ সালে
গ ১৯৮২ সালে ঘ ১৯৮৩ সালে
১১২. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কাব্যগ্রন্থ কোত্থেকে প্রথম প্রকাশিত হয়?
ক যশোর খ রাজশাহী
জ সিলেট ঘ চট্টগ্রাম
১১৩. কবি দিলওয়ার কীসের রূপকার?
ক বাংলার প্রকৃতির খ বাংলার নদী নদীর
জ বাংলার বিচিত্র জীবনরূপের ঘ বাংলার সাধারণ জনগণের
১১৪. কবি দিলওয়ার তাঁর স্বপ্নকে কোথায় আমানত রেখেছেন?
ক পদ্মায় খ মেঘনায়
গ যমুনায় ঝ বঙ্গোপসাগরে
১১৫. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কে কবির ক্রোধকে শক্তিমান করেছে?
ক নদী খ সমুদ্র
গ নদীর ঢেউ ঝ সমুদ্রের বিশাল জলরাশি
১১৬. কোনটি কবি দিলওয়ার-এর একার না থেকে সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে?
চ ক্রোধ খ হাসি
গ হিংসা ঘ জীবন
১১৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কয় মাত্রায় রচিত?
ক চার মাত্রা খ পাঁচ মাত্রা জ ছয় মাত্রা ঘ সাত মাত্রা
১১৮. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক অক্ষরবৃত্ত খ স্বরবৃত্ত জ মাত্রাবৃত্ত ঘ অষ্টক
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১১৯. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় পদ্মা নদী সম্পর্কে বলা যায়Ñ
র. কবি এই নদীর যৌবন প্রত্যাশী
রর. কবি যেন এ নদীর বুকে গণমানবের তুলি
ররর. এ নদীর চারদিকে বিচিত্র জীবনের রং খেলা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২০. ‘মারণবেলা’ কথাটির অর্থ-
র. হনন কাল
রর. বিনাশ কাল
ররর. সংগ্রাম কাল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২১. ‘ঘূর্ণি’ শব্দের অর্থ –
র. ঘূর্ণ্যমান জলরাশি রর. ঊর্মিময় জলরাশি
ররর. আবর্তিত জলরাশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২২. ‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে’ চরণটির মর্মবাণী হলোÑ
র. জীবনের সাথে মরণের সম্পৃক্ততা
রর. নদীর বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পাতা
ররর. মৃত্যু এখানে বাধাহীন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৩. ‘নরদানব’ বলতে বোঝানো হয়Ñ
র. মানুষরূপী দানব রর. নরপশু
ররর. বিদেশি নরপিশাচ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৪. বিদেশিদের আগ্রাসনের বিরুদ্ধে ক্রোধে জ্বলেÑ
র. কবি রর. সেনারা
ররর. কবির স্বজনেরা
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ ররর ঘ র, রর ও ররর
১২৫. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ফুটে উঠেছেÑ
র. বাংলার প্রকৃতিতে নদীর অবদান
রর. বাঙালি জাতিসত্তার রূপ
ররর. বিদেশিদের রূপ
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ ররর ঘ র, রর ও ররর
১২৬. কবি সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ লাভ করেছেনÑ
র. একুশে পদক
রর. জুলিও কুরি পদক
ররর. বাংলা একাডেমি পুরস্কার
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর জ র ও ররর ঘ র, রর ও ররর
১২৭. কবির কাব্যগ্রন্থ হলোÑ
র. জিজ্ঞাসা
রর. ঐকতান
ররর. বাংলাদেশ জন্ম না নিলে
নিচের কোনটি সঠিক?
ক র ছ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর

 

Leave a Reply