সেই অস্ত্র
আহসান হাবীব
কবি পরিচিতি
নাম আহসান হাবীব।
জন্ম পরিচয় জন্মতারিখ : ২ জানুয়ারি, ১৯১৭ খ্রিস্টাব্দ।
জন্মস্থান : শঙ্করপাশা, পিরোজপুর।
শিক্ষাজীবন উচ্চ মাধ্যমিক : আইএ, ব্রজমোহন, কলেজ, বরিশাল।
কর্মজীবন সহকারী সম্পাদকÑ দৈনিক তকবীর, মাসিক বুলবুল; ভারপ্রাপ্ত সম্পদকÑ মাসিক সওগাত। স্টাফ আর্টিস্টÑ আকাশবাণী, কালকাতা, সাংবাদিকতাÑ দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ। সাহিত্য সম্পাদকÑ দৈনিক পাকিস্তান (পরবর্তীকালে দৈনিক বাংলা)।
সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ : রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি।
গদ্যগ্রন্থ : অরণ্যে নীলিমা, রাণী খালের সাঁকো প্রভৃতি।
শিশুতোষ গ্রন্থ : ছোটদের পাকিস্তান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে।
পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) প্রভৃতি।
জীবনাবসান মৃত্যু তারিখ : ১০ জুলাই, ১৯৮৫ খ্রিস্টাব্দে।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক রাত্রিশেষ খ ছায়াহরিণ
জ বিদীর্ণ দর্পণে মুখ ঘ মেঘ বলে চৈত্রে যাবো
২. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অমোঘ অস্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
ক মোহাবিষ্ট অস্ত্র ছ অব্যর্থ অস্ত্র
গ অনন্য অস্ত্র ঘ খেলনা অস্ত্র
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।
… … … …
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
৩. উদ্দীপকের সাথে ‘সেই অস্ত্র’ কবিতার মিল রয়েছেÑ
র. অহিংসায় রর. আত্মত্যাগে
ররর. পারস্পরিক সৌহার্দে
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪. উপর্যুক্ত মিলের যথার্থতা পরিলক্ষিত হয় নিচের কোন চরণে?
ক ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব।
খ অর্থবিত্ত দিয়ে সব জয় করা যায়।
গ পারস্পরিক সহযোগীতায় সমৃদ্ধি সাধিত হয়।
ঝ স্বার্থপরতা ভালোবাসার অন্তরায়।
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক মাধবপাশা খ রানিশংকেল
জ শংকরপাশা ঘ স্বরূপপাশা
৬. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৯০৭ সালে খ ১৯১১ সালে
জ ১৯১৭ সালে ঘ ১৯২৭ সালে
৭. শেষ পর্যন্ত আহসান হাবীব কোন পেশায় যুক্ত ছিলেন?
ক শিক্ষকতায় খ আইন পেশায়
জ সাংবাদিকতায় ঘ প্রকাশনায়
৮. আহসান হাবীব কোন সালে ‘দৈনিক বাংলায়’ যোগ দেন?
ক ১৯৫০ খ ১৯৬১ জ ১৯৬৪ ঘ ১৯৭৮
৯. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক ১৯৭৮ সালে খ ১৯৮১ সালে
জ ১৯৮৫ সালে ঘ ১৯৮৭ সালে
১০. কোন প্রতিষ্ঠানে আহসান হাবীব আইএ পাশ করেন?
চ ব্রজমোহন কলেজ খ ঢাকা কলেজ
গ জগন্নাথ কলেজ ঘ সিটি কলেজ
১১. আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক সারা দুপুর ছ রাত্রিশেষ
গ মেঘ বলে চৈত্রে যাবো ঘ ছায়া হরিণ
১২. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক ১৯৪০ খ ১৯৪৫ জ ১৯৪৭ ঘ ১৯৫৭
১৩. নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয়?
ক মেঘ বলে চৈত্রে যাবো খ সারা দুপুর
গ দু’হাতে দুই আদিম পাথর ঝ রাণী খালের সাঁকো
১৪. আহসান হাবীব রচিত উপন্যাস কোন দুটি?
ক ছায়া হরিণ, অরণ্যে নীলিমা
ছ রাণী খালের সাঁকো, অরণ্যে নীলিমা
গ মেঘ বলে চৈত্রে যাবো, রানী খালের সাঁকো
ঘ দু’হাতে দুই আদিম পাথর, রানী খালের সাঁকো
১৫. আহসান হাবীব রচিত শিশুতোষ গ্রন্থ হলোÑ
ক বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ ছোটদের পাকিস্তান
গ ছুটির দিন দুপুরে ঝ উপরের সবকয়টি
১৬. আহসান হাবীবের কবিতায় কোন দিকটি শিল্পসম্মতভাবে পরিস্ফুট হয়েছে?
ক মধ্যবিত্তের বাস্তব জীবনবোধ খ বস্তুনিষ্ঠতা
গ সমকালীন যুগ-যন্ত্রণা ঝ উপরের সবকয়টি
১৭. আহসান হাবীব একাধারে ছিলেনÑ
ক সাংবাদিক ও সমালোচক খ সাংবাদিক ও শিক্ষক
জ সাংবাদিক ও কবি ঘ সাংবাদিক ও সমাজকর্মী
১৮. আহসান হাবীব মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
ক ১০ জানুয়ারি, ১৯৮৫ খ ১০ জুন, ১৯৮৫
জ ১০ জুলাই, ১৯৮৫ ঘ ১০ আগস্ট, ১৯৮৫
১৯. মধ্যবিত্তের মনস্তাত্তি¡ক সংকট ফুটে উঠেছে আহসান হাবীবের কোন রচনায়?
চ ‘অরণ্যে নীলিমা’ উপন্যাসটিতে
খ ‘পূর্বাশার আলো’ কবিতায়
গ ‘রাণী খালের সাঁকো’ উপন্যাসটিতে
ঘ ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায়
২০. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে?
চ ব্যঙ্গাত্মক কবিতা খ সামাজিক কবিতা
গ øিগ্ধসুরের কবিতা ঘ কৌতুক মিশ্রিত কবিতা
২১. আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
চ দৈনিক বাংলা খ দৈনিক প্রভাতী
গ দৈনিক ইত্তেফাক ঘ দৈনিক আজাদ
২২. নিচের কোন কবিদ্বয় দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেছেন?
ক আহসান হাবীব ও রোকেয়া সাখাওয়াত হোসেন
ছ আহসান হাবীব ও শামসুর রাহমান
গ আহসান হাবীব ও সৈয়দ শামসুল হক
ঘ আহসান হাবীব ও সৈয়দ আলী আহসান
২৩. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে একুশে পদক লাভ করেন?
ক ১৯৬৮ সালে খ ১৯৫৮ সালে
জ ১৯৭৮ সালে ঘ ১৯৪৮ সালে
২৪. ‘সেই অস্ত্র’ কবিতাটি নিচের কোন কবির রচনা?
ক শামসুর রাহমান ছ আহসান হাবীব
গ সৈয়দ আলী আহসান ঘ আল মাহমুদ
২৫. আহসান হাবীবের জন্ম কোন জেলায়?
ক কুমিলা খ নোয়াখালী জ পিরোজপুর ঘ ফেনী
২৬. আহসান হাবীবের পিতার নাম কী?
চ হামিজুদ্দিন হাওলাদার খ সিরাজ হাওলাদার
গ কুতুবুদ্দিন হাওলাদার ঘ মিনার হাওলাদার
২৭. আহসান হাবীবের মাতার নাম কী?
ক আসমা খাতুন খ আকলিমা খাতুন
জ জমিলা খাতুন ঘ রাশেদা খাতুন
২৮. কবি আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি কখন হয়?
চ স্কুল জীবনে খ কলেজ জীবনে
গ বিশ্ববিদ্যালয় জীবনে ঘ সংসার জীবনে
২৯. কোন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়?
ক রাজউক কলেজ ছ ব্রজমোহন কলেজ
গ আইডিয়াল কলেজ ঘ নটরডেম কলেজ
৩০. কবি আহসান হাবীব কলকাতা ছেড়ে ঢাকা আসেন কত সালে?
ক ১৯৪৭ সালে খ ১৯৪৮ সালে
গ ১৯৪৯ সালে ঝ ১৯৫০ সালে
৩১. ‘দৈনিক বাংলা’ পত্রিকার তৎকালীন নাম কী ছিল?
ক দৈনিক প্রথম আলো খ দৈনিক যুগান্তর
গ দৈনিক বাংলাদেশ ঝ দৈনিক পাকিস্তান
৩২. ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন বিভাগে আহসান হাবীব সম্পাদক হিসেবে যোগ দেন?
ক অর্থনীতি সম্পাদক খ রাজনীতি সম্পাদক
জ সাহিত্য সম্পাদক ঘ ক্রীড়া সম্পাদক
৩৩. আহসান হাবীব বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে?
চ ১৯৬১ সালে খ ১৯৬২ সালে
গ ১৯৬৩ সালে ঘ ১৯৬৪ সালে
৩৪. কত সালে কবি আহসান হাবীব একুশে পদকে ভূষিত হন?
ক ১৯৭৭ সালে ছ ১৯৭৮ সালে
গ ১৯৭৯ সালে ঘ ১৯৮০ সালে
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
৩৫. দেশ ও জনতার প্রতি কবির গভীর কী ছিল?
ক মহানুভবতা খ ভালোবাসা
জ সংবেদনশীলতা ঘ মমত্ববোধ
৩৬. নিচের কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ?
ক সাঁঝের মায়া খ উদাস পথিক
জ ছায়াহরিণ ঘ শেষ বিকেল
৩৭. আহসান হাবীব কী ফিরিয়ে দিতে বলেছেন?
ক সেই কবিতা খ সেই অরণ্য
জ সেই অস্ত্র ঘ সেই প্রেম
৩৮. কীসের করাল গ্রাসে মানুষ মানবিকতাশূন্য হয়ে পড়ে?
ক প্রেম ও ভালোবাসা খ আশা ও স্বপ্ন
গ স্মৃতি ও কল্পনা ঝ হিংসা ও স্বার্থপরতা
৩৯. যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত কোন নগরী?
ক রোম ছ ট্রয় গ ব্যবিলন ঘ দিলি
৪০. নোমানের সংসারে যখন নিরন্তর অশান্তি লেগেই আছে তখন তিনি সুন্দর ব্যবহারের মাধ্যমে সংসারে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেন। ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী এই সুন্দর ব্যবহারকে কীসের সাথে তুলনা করা যায়?
ক সেই প্রতিশ্র“তি ছ সেই অস্ত্র
গ সেই আগুন ঘ সেই চেতনা
৪১. বাংলার ক্লাসে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন ‘সেই অস্ত্র’ কবিতায় ‘সেই অস্ত্র’ বলতে কবি কোনটিকে নির্দেশ করেছেন?
ক বিনয় খ স্বপ্ন গ সদাচরণ ঝ ভালোবাসা
৪২. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে?
ক উদ্ধত ছ আনত গ বিনীত ঘ ধ্বংস
৪৩. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে?
ক আরো নীল ছ আরো সবুজ
গ আরো লাল ঘ আরো হলুদ
৪৪. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
ক আরো বেগবান খ আরো উত্তাল
জ আরো কলোলিত ঘ আরো দীঘল
৪৫. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
ক খড়ের গাদায় ছ ফসলের মাঠে
গ নদীর তীরে ঘ বুকের ভেতর
৪৬. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?
চ গৃহস্থালি খ ফসলের মাঠ গ প্রান্তর ঘ মাঠ
৪৭. কবির কাক্সিক্ষত অস্ত্র ব্যাপ্ত হলে কোথা থেকে আগুন ঝরবে না?
ক স্বপ্নের মাঠ থেকে ছ নক্ষত্রখচিত আকাশ থেকে
গ রান্নাঘরের চুলা থেকে ঘ পুড়ে যাওয়া স্মৃতি থেকে
৪৮. মুহূর্তের অগ্ন্যুৎপাত কোথায়?
ক নীল আকাশের বুকে খ সভ্যতার বুকে
জ মানব বসতির বুকে ঘ নীলনদের বুকে
৪৯. সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
ক সিন্ধুনগরী ছ ট্রয় নগরী
গ ব্যবিলন নগরী ঘ রোমনগরী
৫০. কবির কাক্সিক্ষত অস্ত্র কাকে বার বার পরাজিত করে?
ক শত্র“কে খ নিজেকে
জ জাত্যভিমানকে ঘ জনতাকে
৫১. কবির কাক্সিক্ষত অস্ত্র কীসের লোভকে নিশ্চিত করে?
ক অর্থের লোভ খ বিত্তের লোভ
গ শক্তির লোভ ঝ আধিপত্যের লোভ
৫২. কবির কাক্সিক্ষত অস্ত্র কাকে বিচ্ছিন্ন করে না?
ক হৃদয়কে ছ মানুষকে গ শত্র“কে ঘ বন্ধুকে
৫৩. কবি পৃথিবীতে কী ব্যাপ্ত করতে বলেছেন?
ক শিক্ষা খ আধিপত্য গ শক্তি ঝ ভালোবাসা
৫৪. ‘অরণ্য হবে আরো সবুজ’ দ্বারা কী বোঝায়?
চ প্রকৃতি স্বাভাবিকতা ফিরে পাবে খ প্রকৃতি আরো নগ্ন হবে
গ প্রকৃতি আরো উন্মুক্ত হবে ঘ প্রকৃতি আরো কোমল হবে
৫৫. ‘নদী আরো কলোলিত’Ñ এখানে নদীর কোন রূপের কথা বলা হয়েছে?
ক নদী প্রশান্ত হবে খ নদীর নাব্যতা বেড়ে যাবে
জ নদী আরও তরঙ্গময় হবে ঘ নদীতে জোয়ার আসবে
৫৬. মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত কেন?
চ মানুষের প্রতি মানুষের জিঘাংসার কারণে
খ মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে
গ মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার কারণে
ঘ আগুনের প্রতি ভালোবাসার কারণে
৫৭. ট্রয় নগরী কেন বিধ্বস্ত হয়েছিল?
ক ভূমিকম্পের কারণে ছ হেলেন-উদ্ধার অভিযানে
গ প্রাকৃতিক দুর্যোগে ঘ যুদ্ধ-বিগ্রহের কারণে
৫৮. ‘জাত্যাভিমান’
ক জাতিগত অভিমান ছ জাতিগত আধিপত্য বিস্তার
গ জাতিগত অবিচার অনাচার ঘ যুদ্ধ-বিগ্রহের কারণে
৫৯. ‘আধিপত্যের লোভ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ভেতরের লোভলালসা ছ ক্ষমতার আকাক্সক্ষা
গ লোভী ব্যক্তির আধিপত্য ঘ জায়গা-জমির লোভ
৬০. ‘যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না’ করে সমাবিষ্ট’Ñ এখানে ‘সমাবিষ্ট’ বলতে কী বোঝানো হয়েছে?
চ ভ্রাতৃবোধ তৈরি করা খ সমানভাবে আবিষ্ট হওয়া
গ ভীষণভাবে আকৃষ্ট করা ঘ মন্ত্রমুগ্ধ করা
৬১. কবি পৃথিবীতে ভালোবাসার প্রত্যাবর্তন চেয়েছেন কোন পঙ্ক্তির মাধ্যমে?
ক ফসলের মাঠে আগুন জ্বলবে না
ছ আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
গ নদী হবে আরো কলোলিত
ঘ অরণ্য হবে আরো সবুজ
৬২. জাত্যভিমানের কারণে পৃথিবীতে কী সংঘটিত হয়েছিল?
ক বিশ্বশান্তি ছ বিশ্বযুদ্ধ
গ বিশ্বভ্রাতৃত্ব ঘ ধ্বংসযজ্ঞ
৬৩. আধিপত্যের লোভের কারণে পৃথিবীতে কোন ঘটনাটি ঘটেছিল?
চ উপনিবেশ স্থাপন খ বিশ্ববাণিজ্য
গ টুইন টাওয়ার ধ্বংস ঘ জঙ্গিবিরোধী হামলা
৬৪. অমোঘ অস্ত্র ‘ভালোবাসা’ পৃথিবীতে ব্যাপ্ত হলে কী হবে?
ক সবাই প্রেমিক হবে
ছ হিংসা, লোভ, ঈর্ষা কমে যাবে
গ ধ্বংসযজ্ঞ কমে যাবে ঘ সুন্দর গৃহস্থালি হবে
৬৫. ভালোবাসাকে ‘অমোঘ অস্ত্র’ বলার গূঢ় কারণ কোনটি?
ক ভালোবাসা অস্ত্র বিনাশে সমর্থ
খ ভালোবাসা সব যুদ্ধক্ষেত্রে সফল
জ ভালোবাসা শান্তি প্রতিষ্ঠায় অব্যর্থ
ঘ ভালোবাসা সর্বকালে জয়ী
৬৬. ‘পাখিরা নীড়ে ঘুমোবে’Ñ পঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত?
ক পাখিদের কেউ বিরক্ত করবে না
ছ পৃথিবীতে শান্তি আসবে
গ পাখিদের নতুন বাসা হবে ঘ পৃথিবী গতিশীল হবে
৬৭. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহর কোনটি?
ক আবুজা খ কায়রো জ ট্রয় ঘ মিলান
৬৮. যুদ্ধের নির্মমতার একটি চিরায়ত দৃষ্টান্ত কোন নগর?
ক রোম খ বার্সাই জ ট্রয় ঘ ব্যবিলন
৬৯. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক ছায়াহরিণ খ সারাদুপুর
জ বিদীর্ণ দর্পণে মুখ ঘ রাত্রিশেষ
৭০. কবিতায় কবি কোন অস্ত্রকে ফিরে পেতে চাইছেন?
ক আগ্নেয়াস্ত্র ছ ভালোবাসা
গ অস্ত্রবোমা ঘ একে ৪৭
৭১. মানুষের মাঝে হিংসা, লোভ না থাকলে পৃথিবীতে কী বিরাজ করবে?
ক প্রশান্তি খ অশান্তি জ শান্তি ঘ ভ্রান্তি
৭২. হিংসা ও করাল গ্রাসে অনেকেই কী শূন্য হয়ে পড়বে?
ক সম্পদশূন্য খ অর্থশূন্য
জ মানবিকতাশূন্য ঘ অন্তঃসারশূন্য
৭৩. কবি একান্তভাবে কীসের প্রত্যাবর্তন কামনা করছেন?
ক মনুষ্যত্বের ছ ভালোবাসার
গ হিংসাবিদ্বেষের ঘ মহানুভবতার
৭৪. ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক অনুষঙ্গগুলো কী কী?
চ অরণ্য, নদী, পাখি খ পাহাড়, সাগর, নদী
গ অস্ত্র, যানবাহন, অগ্ন্যুৎপাত ঘ নদী, সাগর, অস্ত্র
৭৫. কবির প্রত্যাশিত অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
ক ধানের গোলায় খ ঘরবাড়িতে
জ ফসলের মাঠে ঘ মানুষের অন্তরে
৭৬. কবি আহসান হাবীব ‘সেই অস্ত্র’ কবিতায় চেতনা জুড়ে কাদের আর্তনাদ করার কথা বলেছেন?
ক সংগ্রামী ছাত্রদের ছ পঙ্গু-বিকৃত বিপর্যস্তদের
গ সৈনিকদের ঘ কৃষকদের
৭৭. কবির মতে কীসের ব্যাপ্তি ঘটলে সমস্ত বিপর্যয়ের অবসান ঘটবে?
চ ভালোবাসার খ স¤প্রীতির
গ মূল্যবোধের ঘ প্রেমের
৭৮. “অরণ্য হবে আরো সবুজ
নদী আরো কলোলিত
পাখিরা নীড়ে ঘুমোবে।”
Ñকবিতাংশে কবি কী ব্যক্ত করেছেন?
চ সুখ শান্তি ও সমৃদ্ধি খ স্বাভাবিক প্রকৃতি
গ অস্বাভাবিক প্রকৃতি
ঘ নদী ও পাখির যোগাযোগ
৭৯. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতায় সেই অমোঘ অনন্য অস্ত্রটি কী?
চ ভালোবাসা খ হিংসা গ ঝগড়া ঘ পিস্তল
৮০. বিধ্বস্ত ট্রয় নগরী কীসের সাথে সম্পর্কিত?
চ হিংসা-বিদ্বেষ-দম্ভ খ প্রতিযোগিতা
গ স্বেচ্ছাচার ঘ বিকৃত মনোভাব
৮১. যুদ্ধের সাথে যুদ্ধের ভয়াবহতার সম্পর্কÑ
ক হিংসা-বিদ্বেষ খ বিকৃত মনোভাব
গ নির্ভরশীল ঝ নির্মমতা-ধ্বংস
৮২. মানুষ মানুষকে শত্র“ না ভাবার সাথে ভালোবাসা কীভাবে সম্পর্কিত?
ক ইতিবাচক প্রভাব খ ইতিবাচক মনোভাব
জ পারস্পরিক স¤প্রীতি ঘ কার্যকারিতায়
৮৩. ‘ভালোবাসা’ আর ‘শান্তির অস্ত্র’ কীভাবে তুলনীয়?
ক বৈপরীত্যে ছ সমভাবনায়
গ সম-বৈশিষ্ট্যে ঘ কার্যকারিতায়
৮৪. ‘আমাদের চেতনা জুড়ে তারা করবে আর্তনাদ’-এর অন্তর্নিহিত মনোবৃত্তিটা হলোÑ
ক যুদ্ধের প্রতিক্রিয়া
ছ যুদ্ধবিরোধী মননের প্রতিক্রিয়া
গ লোভ-হিংসার অবসান
ঘ নির্বিচার হত্যাযজ্ঞের বিনাশ সাধন
৮৫. ‘যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন’- বলতে বোঝানো হয়েছেÑ
চ ভালোবাসা ও মানসিক শক্তির অনিবার্য প্রভাব
খ বিকৃত মানসিকতার জাগৃতি
গ আধিপত্যবাদের ক্ষতিকর প্রভাব
ঘ আধিপত্যের লোভের অবশ্যম্ভাবী পরিণতি
৮৬. ‘মানুষ যেন যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির সাথে যুদ্ধ না হয়’Ñকবির এ মনোবৃত্তির মধ্যে রয়েছেÑ
ক সহানুভূতি ও সহযোগিতার হৃদয়
খ বিদ্রোহী চেতনা
গ মর্মজ্বালার প্রতিফলন
ঝ শুভ ও কল্যাণবোধ
৮৭. মানুষকে শত্র“ভাবার বা কৃষকের দুঃখ-জ্বালার প্রকৃত উৎস হলোÑ
ক শোষণ-বঞ্চনা খ ভালাবাসার ব্যর্থতা
জ মানবিকতার বিপর্যয় ঘ লোভ-লালসা
৮৮. সকল মারণাস্ত্রকে পরাভূত করবার আকাক্সক্ষা ব্যক্ত হওয়ার লক্ষ হলোÑ
ক মানবসমাজে ভালোবাসার প্রতিষ্ঠা
ছ পৃথিবীতে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা
গ মানবসমাজে মানবিকতার উদ্বোধন
ঘ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা
৮৯. “সভ্যতার সেই প্রতিশ্র“তি”-চরণটিতে কোন প্রতিশ্র“তির কথা বলা হয়েছে?
ক খাদ্যের অভাব পূরণ খ দুঃখ-দুর্দশা নিরসন
জ মানব-প্রেমের প্রতিষ্ঠা ঘ নবজাগরণ
৯০. “মানব বসতির বুকে
মুহূর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত।”-কবি এখানে কী বুঝিয়েছেন?
চ ভালোবাসা বিকশিত হলে বিপর্যয়ের অবসান ঘটবে
খ ভালোবাসার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে
গ ভালোবাসার মাধ্যমে কৃষককে পঙ্গু ও বিকৃত করা
ঘ যুদ্ধ থেমে যাবে
৯১. ভালোবাসার কাছে জাত্যভিমান কেমন গুরুত্ব পায়?
ক সমান সমান গুরুত্ববহ ছ বার বার পরাজিত হয়
গ উৎসাহ দেয় ঘ ক্ষমতা বাড়ায়
৯২. “যে ঘৃণা বিদ্বেষ অহংকার
এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত।”-কবিতাংশে ব্যবহৃত ‘যে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক নেতা খ পথপ্রদর্শক বা পাঞ্জেরি
গ ট্রয় নগরী ঝ ভালোবাসা বা অবিনাশী অস্ত্র
৯৩. “বার বার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী”-চরণটির পূর্বের চরণ কোনটি?
চ সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
খ যে অস্ত্র ব্যাপ্ত হলে
গ যে অস্ত্র উত্তোলিত হলে
ঘ আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ
৯৪. “সভ্যতার সেই প্রতিশ্র“তি”-চরণটিতে কোন প্রতিশ্র“তির কথা বলা হয়েছে?
ক খাদ্যের অভাব পূরণ খ দুঃখ-দুর্দশা নিরসন
জ মানব-প্রেমের জাগরণ ঘ নবজাগরণ
৯৫. ‘যে অস্ত্র মানুষকে বিছিন্ন করে না, করে সমাবিষ্ট’-এখানে ‘সমাবিষ্ট’ বলতে কী বোঝানো হয়েছে?
চ ভ্রাতৃত্ববোধ তৈরি করা
খ সমানভাবে আবিষ্ট হওয়া
গ ভীষণভাবে আকৃষ্ট করা ঘ মন্ত্রমুগ্ধ করা
৯৬. ‘আধিপত্যের লোভ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ভেতরের লোভ-লালসা ছ ক্ষমতার আকাক্সক্ষা
গ লোভী ব্যক্তির আধিপত্য ঘ জায়গাজমির লোভ
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৭. ‘অবিনাশী’ শব্দের অর্থ কী?
ক নাশকারী ছ চিরন্তন
গ আবিষ্কার ঘ অবিকে নাশকারী
৯৮. কোনটি ‘অবিনাশী’ শব্দের সমার্থক নয়?
ক অক্ষয় খ শাশ্বত গ চিরন্তন ঝ ক্ষণস্থায়ী
৯৯. ‘অমোঘ’ শব্দটির সাথে সমার্থকভাবে তুলনীয়Ñ
চ অব্যর্থ খ শত্র“ গ গুরুত্বসহ ঘ কার্যকর
১০০. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অস্ত্র’ শব্দটির অন্তর্নিহিত অর্থ কোনটি?
ক বন্দুক খ হিংসা-বিদ্বেষ
জ প্রেম-ভালোবাসা ঘ ধারালো ছুরি
১০১. ‘অনন্য’ শব্দটির সমার্থক কোনটি?
ক দ্বিতীয় খ বৈচিত্র্য
গ অন্য ঝ অদ্বিতীয় বা অনুপম
১০২. ‘কলোলিত’ শব্দটির সমার্থক নয় কোনটি?
ক তরঙ্গ-আওয়াজ খ কোলাহলমুখর
জ পরম আনন্দমুখর ঘ কলধ্বনিতে মুখরিত
১০৩. সমাসনিষ্পন্ন নক্ষত্রখচিত শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক নক্ষত্রের ন্যায় খচিত খ নক্ষত্র ও খচিত
জ নক্ষত্র দ্বারা খচিত ঘ যা নক্ষত্র তাই খচিত
১০৪. ‘নক্ষত্রখচিত আকাশ’- প্রতীকাশ্রয়ী শব্দটিতে গূঢ়ার্থ কী?
ক তারকাশোভিত আকাশ খ জোসনা রাত
জ উন্নত সভ্যতা ঘ চাঁদহীন আকাশ
১০৫. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অগ্ন্যুৎপাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক আগ্নেয়গিরির বিস্ফোরণ ছ শোষকের অত্যাচার
গ অগ্নি-স্রোত ঘ শোষিতের যন্ত্রণা
১০৬. সন্ধিযোগে গঠিত ‘জাত্যভিমান’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
চ জাতি + অভিমান খ জাত + অভিমান
গ জাতী + অভিমান ঘ জাত + আভিমান
১০৭. খাঁ খাঁ করবে নাÑ, খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি?
ক মাঠ-ঘাট ছ গৃহস্থালি গ দোকানপাট ঘ রাস্তাঘাট
১০৮. ‘যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত”-চরণদ্বয়ের ভাবার্থ কী?
ক ভালোবাসার দ্বারা সবকিছুকে জয় করা যায়
খ অস্ত্রের দ্বারা সবকিছু জয় করা যায়
গ অর্থের দ্বারা সবকিছু জয় করা যায়
ঝ পৃথিবীর যাবতীয় অন্যায়, অত্যাচার ভালোবাসার কাছে হার মানে
১০৯. ‘খাঁ খাঁ’ শব্দের অর্থ কী?
ক খাওয়া খ উপাধি জ শূন্যতা ঘ পদবি
১১০. ‘অমোঘ’ শব্দের অর্থ কী?
চ অব্যর্থ খ চিরন্তন গ অনন্ত ঘ চরম
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১১১. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক স্বরবৃত্ত খ মাত্রাবৃত্ত জ অক্ষরবৃত্ত ঘ অমিত্রাক্ষর
১১২. ‘সেই অস্ত্র’ কবিতার পর্ববিন্যাস কেমন?
ক সম খ বিসম জ অসম ঘ ভঙ্গুর
১১৩. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতার উৎস হলোÑ
ক ক্ষোভ খ হতাশা জ ভালোবাসা ঘ বেদনা
১১৪. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতার মৌল প্রতিপাদ্য কী?
ক মানুষের ভেতরের শক্তিকে জাগ্রত করা
খ মানুষের বিবেকবোধকে জাগ্রত করা
গ মানুষকে শক্তিশালা করে তোলা
ঝ মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে শেখা
১১৫. “আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ।”-চরণটির মর্মার্থ কী?
চ শোষিত-নির্যাতিত যুদ্ধাহতদের যন্ত্রণা থামবে
খ সকলে প্রাণ হারাবে
গ শোষকের অত্যাচার মুখ বুজে সহ্য করবে
ঘ শোষিতেরা বোবা হয়ে যাবে
১১৬. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন চরণটি দ্বারা পারিবারিক অশান্তি অবসানের প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
ক পাখিরা নীড়ে ঘুমোবে
খ যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না
জ খাঁ খাঁ করবে না গৃহস্থালি
ঘ লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত
১১৭. ‘সেই অস্ত্র’ কবিতার মূল বক্তব্য কী?
ক অস্ত্র ছাড়া শান্তি অসম্ভব খ অস্ত্রই একমাত্র ভরসা
জ শান্তির জন্য ভালোবাসাই শ্রেষ্ঠ অস্ত্র
ঘ হারিয়ে যাওয়া অস্ত্রের জন্য শোক
১১৮. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন কোন চরণটি একাধিকবার ব্যবহৃত হয়েছে?
ক আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
ছ সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও
গ সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
ঘ সেই অমোঘ অনন্য অস্ত্র
১১৯. ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক অনুষঙ্গগুলো কী কী?
চ অরণ্য, নদী, পাখি খ পাহাড়, সাগর, নদী
গ অস্ত্র, যানবাহন, অগ্ন্যুৎপাত ঘ নদী, সাগর, অস্ত্র
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১২০. ‘সেই অস্ত্র’ কবিতাটির নাম আর যা যা হতে পারতÑ
র. ভালোবাসা রর. ট্রয় নগরী
ররর. সেই অমোঘ অনন্য অস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২১. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়েÑ
র. অনাড়ম্বর রর. সহজ ররর. গতিময়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২২. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়েÑ
র. হিংসার করাল গ্রাসে রর. স্বার্থপরতার করাল গ্রাসে
ররর. অপসংস্কৃতির করাল গ্রাসে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৩. ‘সেই অস্ত্র’ কবিতা পাঠে শিক্ষার্থীরা জানতে পারবেÑ
র. যুদ্ধের ভয়াবহতা রর. ভালোবাসার গুরুত্ব
ররর. অস্ত্রের মহড়া প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৪. কবি আহসান হাবীব ছিলেনÑ
র. স্পষ্টবাদী রর. আত্মমগ্ন ররর. স্বল্পভাষী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৫. কবি আহসান হাবীবের কবি প্রতিভার মূল সুরÑ
র. ব্যক্তিগত অভিজ্ঞতা রর. সুগভীর জীবনবোধ
ররর. ব্যক্তিগত অনুভূতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৬. আহসান হাবীবের কাব্যগ্রন্থÑ
র. মেঘ বলে চৈত্রে যাবো
রর. ফিরিয়ে নাও ঘাতক কাঁটা ররর. বিদীর্ণ দর্পণে মুখ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৭. কবি আহসান হাবীব ভূষিত হয়েছেনÑ
র. একুশে পদকে
রর. বাংলা একাডেমি পুরস্কারে
ররর. নাসিরউদ্দিন স্বর্ণপদকে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৮. কবি আহসান হাবীব গভীর সংবেদনশীল ছিলেনÑ
র. নিজের প্রতি রর. দেশের প্রতি
ররর. জনতার প্রতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৯. ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী ‘সেই অস্ত্র’ পৃথিবীতে ব্যাপ্ত হলে যে ঘটনাগুলো ঘটতÑ
র. প্রথম মহাযুদ্ধ রর. বিশ্ব শান্তি সম্মেলন
ররর. দ্বিতীয় মহাযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী সেই অস্ত্র বাংলাদেশে ব্যাপ্ত হলে যে সমস্যাগুলোর সমাধান হতোÑ
র. রাজনৈতিক হানাহানি রর. হত্যা-খুন-গুম
ররর. প্রেম-প্রীতি-বিয়ে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১. ‘সেই অস্ত্র’ কবিতাটি পড়ে একজন ছাত্র জানতে পারবেÑ
র. অস্ত্রের ব্যবহার রর. ভালোবাসাই অমোঘ অস্ত্র
ররর. মানবকল্যাণ বোধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. ‘খাঁ খাঁ’ শব্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে শব্দগুলোÑ
র. ঠা ঠা
রর. ছম্ ছম্
ররর ঝিকিমিকি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৩. ‘বার বার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী’ দ্বারা বোঝায়Ñ
র. বড় বড় নগরী ধ্বংস হবে না
রর. বার বার ধ্বংসযজ্ঞ সংঘটিত হবে না
ররর. পৃথিবীতে অশান্তি থাকবে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. ‘অস্ত্র’ শব্দটি ‘সেই অস্ত্র’ কবিতায় যে অর্থে ব্যবহৃতÑ
র. সহায় রর. বিস্ফোরক ররর. অবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৫. ‘আধিপত্যের লোভ’ মানুষকে করে তুলতে পারেÑ
র. যুদ্ধংদেহী রর. প্রেমময় ররর. দখলদার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৬. ‘সভ্যতার সেই প্রতিশ্র“তি’ বলতে সভ্যতার যে প্রতিশ্র“তিকে বোঝায়Ñ
র. পৃথিবী ট্রয় নগরী হবে রর. পৃথিবী প্রেমময় হবে
ররর. পৃথিবী হবে ধ্বংসযজ্ঞমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৭. ‘সেই অস্ত্রকে’ অমোঘ অনন্য কিংবা অবিনাশী বলার মধ্য দিয়ে কবির যে মনোভাবটি প্রকাশ পায়Ñ
র. ভালোবাসায় আস্থা
রর. ভালোবাসার শক্তি সম্পর্কে দ্বিধাহীনতা
ররর. মানুষ হত্যায় অব্যর্থ বলে বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. ‘অমোঘ’ শব্দটি দ্বারা বোঝায়Ñ
র. অব্যর্থ রর. সার্থক
ররর. অবশ্যম্ভাবী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৯. ‘সমাবিষ্ট’ অর্থ হচ্ছেÑ
র. সমভাবে আবিষ্ট রর. সমবেত হওয়া
ররর. সমাবেশ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪০. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, ভালোবাসা থাকলেÑ
র. বিদ্রোহের আগুন জ্বলবে না
রর. কৃষকের দুঃখ-জ্বালার অবসান হবে
ররর. মানুষ মানুষকে শত্র“ ভাববে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪১. ট্রয় নগরী সম্পর্কে সঠিক তথ্য হলোÑ
র. প্রাচীন গ্রিসের একটি শহর
রর. যুদ্ধের কারণে বার বার ধ্বংস হয়েছে
ররর. মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষার শিকার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪২. ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলেÑ
র. অরণ্য আরও সবুজ হবে
রর. অরণ্য ফ্যাকাশে হয়ে যাবে
ররর. পৃথিবী অরণ্যশূন্য হবে
নিচের কোনটি সঠিক?
চ র খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. ‘সেই অস্ত্র’ কবিতাটির চরণসংখ্যা হলোÑ
র. ২১ রর. ৩১ ররর. ৩৫
নিচের কোনটি সঠিক?
ক র ছ রর গ ররর ঘ র, রর ও ররর
১৪৪. ‘জাত্যভিমান’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছেÑ
র. বংশগরিমা
রর. কুলবর্গ
ররর. উচ্চ বংশে জন্মের অহংকার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৫. ‘সেই অস্ত্র’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা শিখবেÑ
র. মানবপ্রেম
রর. স্বদেশপ্রেম
ররর. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
চ র খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. আত্মমগ্ন, স্পষ্টবাদী কবি আহসান হাবীব ছিলেন মূলতÑ
র. মৃদু ভাষী ও নরম প্রকৃতির
রর. মানবদরদি শিল্পী
ররর. যুদ্ধবিরোধী মনোভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৭. বিশ্বব্যাপী বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে থাকার কারণ হলোÑ
র. আধিপত্যের ঘৃণ্য, নিন্দনীয় ও বিকৃত মনোভাব
রর. মনুষ্যত্ববোধ ও মানবিকতার বিপর্যয়
ররর. শুভ ও কল্যাণবোধ চর্চার অবনতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
* উদ্দীপকটি পড় এবং ১৪৮-১৫০ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমের সহপাঠীরা যখন একে অন্যের সঙ্গে মারামারি ঝগড়াঝাটিতে লিপ্ত, তখন সে সবার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কেউ তাকে আঘাত করলেও সে পাল্টা আঘাত না করে হেসে উড়িয়ে দেয়। ফলে সে সবার পছন্দের পাত্র হয়ে ওঠে।
১৪৮. উদ্দীপকের রহিমের মধ্যে ‘সেই অস্ত্র’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক ঘৃণা ছ ভালোবাসা গ জিঘাংসা ঘ বন্ধুত্ব
১৪৯. উদ্দীপকের রহিমের সহপাঠীদের মারামারিকে ‘সেই অস্ত্র’ কবিতার আলোকে কী বলা যায়?
ক জাত্যভিমান খ অহংকার
জ আধিপত্যের লোভ ঘ হিংসার ফল
১৫০. উদ্দীপকের রহিমের মতো যদি সবাই সহনশীল হতো তাহলে ‘সেই অস্ত্র’ কবিতার যে ঘটনাগুলো ঘটতো নাÑ
র. ট্রয় নগরী বিধ্বস্ত হতো না
রর. লক্ষ লক্ষ মানুষ পঙ্গু-বিকৃত হতো না
ররর. যাবতীয় অস্ত্র আনতে হতো
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর