এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত সৃজনশীল প্রশ্ন

প্রথম অধ্যায়

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন

১। কাজল কম্পিউটারের প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাসে একদিন মালয়েশিয়ার একটি কলসেনটারে চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রয্ক্তু কী?
খ. তথ্য প্রযুক্তি নিভর্র বিশ্ব বিশ্বগ্রাশ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন আবদানটি প্রতিফলিত হয়েছে।
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভুমিকা পালন করেছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষন কর ।
২। বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে । বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে । অপরদিকে সবুজ কোনোরুপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যারের কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেট প্রাপ্ত তথ্য কোনোরুপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়ায় সে নিজের নামে প্রকাশ করে।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভুমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি ব্যবহার করছে? ব্যা খ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩। দৃশ্য কল্প-১ : মিথিলা কানাডায় বসবাস করে । মাঝে মাঝে ময়ের কথা মনে পড়লে মায়ের সাতে কথা বলে এবং সাথে সাথে মায়ের মিথিলায় ব্যবহৃত প্রযুক্তি কমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে।
দৃশ্যকল্প-২: কনক কোম্পানির পাচজন কর্মকর্তা বাংলাদেশ চীন জাপানে ভারত যুক্তরাষ্ট্রে অবস্থান করে এক সাথে মোবাইল। ফোনে কথা বলছে। ব্যবহৃত প্রক্রিয়াটি তাদের চাহিদা পুরন সক্ষম নয়।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ইন্টারনেট বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিতে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও২ ্এর মধ্যবর্তী যোগাযোগ প্রটোকল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৪। সেজান শিক্ষা সফলে ঢাকা এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শনে যায় । সেখানে সে কৃত্রিম পরিবেশে সৌরজগেরত দৃশ্যাবলি অনুভুতি অনুভব করল। পরবর্তীতে সেজান তার বন্ধুর সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা মহাকাশ জ্ঞানচর্চা নামে ক্লাব গড়ে তোলে।
ক. ন্যানো টকনোলজি কী?
খ. বয়োমেট্রিক্স একটি আচারণিক বেশিষট্য নির্ভর প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন প্রযুক্তিটি ব্যবহার কর হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. সেজানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ কর।
৫। পলাশ প্রত্যন্ত গ্রামে তার মাকে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। বিষয়টি বন্ধু শিমুলের সাথে আলোচনা করলে জানায় মানি অর্ডারের মাধ্যমে তাতর মা রকাছে সে টাকা প্রেরণ করে। কিন্তু পলাশ আরও দ্রæত গতিতে টাকা প্রেরণের ইচ্ছা প্রকাশ করলে শিমুল অন্য ্একটি দ্রæততম পদ্ধতিতে কথা বলেন যার মাধ্যমে পলাশ তার মাকে টাকা পাঠান।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভুমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত পলাশের প্রযুক্তিটিতে এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে বর্ণনা কর।
ঘ, পলাশও শিমুলের টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক ছক বিশ্লেষন কর।
৬। কৃষি গবেষক ড. ফয়সাল আবিস্কৃত বীজ চার করে একজনকৃষক পূর্বের চেয়ে অধিক ফলন ঘরে তুলল। ডঃ ফয়সাল একবার ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। ড: জামিল ও তার দল অপারেশনের পূর্বে বিষেশ ধরনের হেলমেট পরে কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুিক্তর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সফল অস্ত্রোপাচার সম্পন্ন করেন। এই ধরনের জটিল ব্রেণ টিউমার অপারেশন ও এ দেশে এর আগে আর হয়নি।
ক. টেলিকনফরেন্সিং কী?
খ. বায়োইনফরমেট্রিক্সে ব্যবহৃত ডেটা কী ? ব্যাখ্যা কর।
গ. ড. ফয়সালের গবেষণার কোনধরনের প্রযুক্তি ব্যবহৃত হযেছে।
ঘ. ড.জামিলের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৭। ছোট্র গ্রামের আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষকের শিখিয়ে দেয়া কৌশলে সালমা এখন ঘরে বসেই নিজের ্রয়োজনীয় সকল তথ্য ল্যাপটপ ব্যবহার করে পেয়ে যায়। সে তার বাবাকে সবজি ক্ষেত্রের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে দেয় প্রযুক্তির সহায়তায়। গত কয়েকদিন আগে বাংলাদেশ টেলিভিশনের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে এই গ্রামের মানুষ নিজের গ্রামে বসেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে। এর উপকারিতা লক্ষ্য করে গ্রামের চেয়ারম্যান প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুরে থেকে গ্রামের মানুষের জন্য অনুরুপ সেবা গ্রহণের ব্যবস্থা করে দেয়।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রাম হচ্ছে ্ইন্টারনেট নির্ভর ব্যবস্থা ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকে সালমা কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করেছে। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চেয়ারম্যানের গৃহীত জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু সহায়ক বিশ্লেষন কর।
৮। ১৯৯৬ সালে ১০ ফেব্রæয়ারি গ্রান্ড মাস্টার প্যারী কাসপারভ ডিপবøু কম্পিউটারে রসাথে দাবা খেলায় হেরে যান। উইকিপিডিয়ায় তথ্যটি দেখে প্লাবন বাবাকে জিজ্ঞেসা করল তাহলে কম্পিউটারে কী বুদ্ধি আছে? উত্তরে বাবা বলেন বড় হলে বুঝাবে। তাছাড়া দেখতেই পাচ্ছ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গেমসগুলোএখন আকর্ষনীয় ও উপভোগ্য কে রতোলা হয়েছে। ফলে এসবখেলায় বাস্তবতার স্বাদ পাওয়া যায়।
ক. আউটসোসিং কী?
খ. বিদেশী বন্ধুদের সাথে গেমস খেলার কৌশল ব্যাখ্যা কর।
গ. প্লাবনের উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মানব সম্পদ উন্নয়নে প্লাবনের বাবার উল্লেখিত যুক্তিটির গুরত্ব বিশ্লেষন কর।
৯। সাভারের রানা প্লাজা ধ্বংস নিহত বহু পোশাক শ্রমিকদের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ সনাক্ত করা সম্ভব হয়েছে।
ক. ন্যানোটেকনোলজি কী ?
খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষন সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ শনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতিচিহিত করে ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত পরিস্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুকি কমিয়ে আনা সম্ভব? বিশ্লেষন কর।
১০। জারা তার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য বিভিন্ন লাইব্রেরি ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট হতে লেখা/উদ্বত্তি ও ছবি ডাউনলোড করে। এ সকল উপাদান কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্র হুবহু উপাদানগুলো সে তার অ্যাসাইনমেন্টে সংযোজন করে। কিন্তু অ্যাসাইনমেন্টটি শিক্ষক কর্র্তৃক গৃহীত হলো না।
ক. বøগ কি?
খ. শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপর্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে ব্যাখ্যা কর ।
গ. জারার কাজটি কেন শিক্ষক কর্তৃক গৃহীত হলো না বুঝিয়ে লেখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত জারার পরবর্তী করণীয় বিশ্লেষনসহ সুপারিশ কর।
১১। রফিক সাহেব তার ব্যবসায় প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রযুক্তির আওতায় এনেছেন। তার প্রতিষ্ঠানের প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙুল রাখলে দরজা খুলে যায়। ফলে যে কেউ ইচ্ছামতো সেখানে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীদর সঠিক সময়ে অফিসে প্রবেশ নিশ্চিত হওয়ায় ব্যবসায় লাভ অনেক বেড়েছে। প্রতিদ্বন্ধী গ্রপ বিশেষ প্রক্রিয়ায় ব্যবস্যা সংক্রান্ত গোপনীয় তথ্য সংগ্রহ করায় তার ব্যবসা হুমকির মুখে পড়ে। এ অবস্থায তিনি অফিসের কম্পিউটার ব্যবস্থার পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড ও রেজিস্টার্ড অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন।
ক. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট কী?
খ. নি¤œ তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু কীভাবে ধ্বংস করা যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটি ব্যাখ্যা র্ক
ঘ. প্রতিদ্বন্দী গ্রæপের কর্মকান্ডের ধরন উল্লেখ পূর্বক এর প্রেক্ষিতে রফিক সাহেবের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষন কর।
১২। বিখ্যাত শল্য চিকিৎসক প্রফেসর ড. ে চৗধুরী সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক । দেশে বিদেশের তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাস্তব অনুভুতি সৃষ্টি করে শিক্ষার্থীদের হার্টের অপারেশন বোঝান। জনাব মাসুদ একজন সাধারণ মধ্যবিত্ত বাঙ্গালী। হঠাৎ তার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি খুব বিচলিত হন। তিনি তথ্য প্রযুক্তির কল্যাণে ও রিপোর্ট পাঠান। ড.চৌধুরী সিঙ্গাপুরে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং রোগী দ্রæত আরোগ্য লাভ করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. পারেটর জীবন রহস্য উন্মোচিত হয়েছেকোন প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা কর।
গ. প্রফেসর ড. চৌধুরীর পাঠদান পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. সন্তানের চিকিৎসায় জনাব মাসুদ এর পদক্ষেপ এ দেশের ভুক্তভোগী জনগনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষন কর।
১৩। সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছেন। এই সকল স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা সাধারণ চিকিৎসা নিতে পারেন। সরকার এই সকল চিকিৎসা কেন্দ্রে প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ সবো প্রদানের বিষয় চিন্তাভাবনা করছেন। ্একই সাথে প্যাথোলজিক্যাল রিপোর্ট রোগী যেন প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে পেতে পারেন সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।
ক. হ্যাকিং কী?
খ. নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ.উদ্দীপক অনুযায়ী রিপোর্ট পাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিশেষজ্ঞের পরামর্শ ও একজন স্থানীয় বিশেষজ্ঞের সেবার পার্থক্য বিশ্লেষন কর।
১৪। ‘‘বাহের দেশে বাহারি প্রযুক্তি’’
রংপুরের বদরগঞ্জ উপজেলার ধনতোলা গ্রামের কিষাণী আফরোজা বেগম তার ৩০ শতাংশ জমিতে সরিষা বুনেছেন। এবারে ক্ষেত্রে ফুল কম এসেছে। ্এ কারণে কয়েকদিন ধরে তিনি চিন্তিত। করনীয় ঠিক করতে তিনি জমিতে বসেই ঢাকার খামার বাড়ীল কৃষিকর্মকর্তা র সাথে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ক্ষেত্রের ছবি দেখিয়ে পরামর্শ চাইলেন। পরমার্শকালে মাঝে মাঝে তারা নিরবচ্ছিন্নভাবে ছবি দেখতে পারছিলেন না । কৃষি কর্মর্কতা বললেন সমস্যাটি তো অন্য জায়গায়। ্প্রথমেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাথে যোগাযোগ করা উচিত ছিল।
ক. ইন্টারনেট কী?
খ. ই গভনেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পরিস্থিতিতে নিরবচ্ছিন্নভাবে ছবি দেখে কথা না বলতে পারার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপরে কৃষি কর্মকর্তার পরামর্শটি তথ্য প্রযুক্তির নির্ভরতা ছাড়াসম্ভব নয় তোমার মতামত বিশ্লেষন কর।
১৫। দৃশ্যকল্প-১ঃ
থাকবনা ক বদ্ধ ঘরে
দেখব এবার জগটাকে
……………………..
শুনব আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
দৃশ্যকল্প-২
আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা
আমরা যখন আকাশে তলে ওড়ায়েছি শুধ ঘুড়ি
তোমরা এখন কলের জাহাজ চালাও গগণ জুড়ি।

ক. ন্যানোট্যাকনোলজী কী?
খ. বহিঃত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ ্এ তথ্য প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির ধারণায় দৃশ্যকল্প-১ ছাড়া দৃশ্যকল্প-২ অর্জন সম্ভব নয় বিশ্লেষন কর।
১৬। দৃশ্যকল্প-১

দৃশ্যকল্প-১ খ ডিজিটাল মেলায় একটি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় কোনোরুপ তথ্যসূত্র উল্লেখ ব্যতীত এবং কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই কিন্তু ছবি ভিডিও এবং তথ্য ব্যবহার করে। বিচারগণ বিষয়টির প্রতি তার দৃষ্টি আকর্ষন করলে সে এ বিষয়টি জানতো না বলে দুঃখ প্রকাশ করে ।
ক. বায়োইনফরমেট্রিক্স কাকে বলে?
খ. চিকিৎসা সেবায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কীভাবে সম্পর্কিত ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ ্এ কোন প্রযুক্তির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ অনুযায়ী খ এর আচরণ তথ্য প্রযুক্তির নৈতিকতার আলোকে মুল্যায়ন কর।
১৭। রহিম গ্রাম থেকে ঢাকা আসে । সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ক স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য আঙ্গুল ব্যবহৃত হয়। এরপর তারা খ স্থানে গিয়ে দেখল সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অতপর তারা গ স্থানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে গস্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ক ও খ এর মধ্যে কোন প্রযুক্তি অধিকতর ব্যবহৃত হচ্ছে বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
১৮। মামুনের হাত্ েএকটি টিউমার হওয়ায় সে ডঃ চৌধুরীর শরণাপন্ন হয় । তার পরামর্শ অনুযায়ী মামুন নিদির্ষ্ট তারিখে অপারেশন থিয়েটার উপস্থিত হলেন। মামুন দেখলেন ডা চৌধুরী একটি ভিআইপি করিডোর দিয়ে দুটি কক্ষে প্রবেশের পতে প্রথমটিতে সুইচ এ আঙুল স্থাপন করায় এবং দ্বিতীয়টিতে মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। ডাঃ চৌধুরী অল্প সময়ে মধ্যে একটি বিশেষ পদ্ধতিতে ৪ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় মামুনের টিউমারের অপারেশন সম্পন্ন করলেন।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটি ব্যাখ্যা র্ক
গ. ডাক্তার মামুনের চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ডা. চৌধুরীর দুটি কক্ষে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত ? ি বশ্লেষনসহ মতামত দাও।
১৯। রিম ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নি¤œ তাপমাত্রা প্রযৈাগ করে চিকিৎসা করলেন। ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কমফি নেন। ডাক্তার রিমের আঙ্গুলের ছাপ নিয়ে কম্পিউটারে দেখে কম ফি ধার্য করলেন।
ক. ভাচুর্য়াল রিয়েলিটি কী?
খ. অডিও ওি ভডিও আদান প্রদান কোনটিতে ডেটা স্পিড বেশি লাগে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রিমের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ডাক্তার ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষন কর।
২০। দৃশ্যকল্প-১: জয়ন্ত চৌধুরী কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় অবস্থারত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তিনি জয়ন্তকে দ্রæত হাসপাতলে যেতে পরমার্শ দিলেন। পরে হাসপাতলের চিকিৎসক ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় হাসপাতলে প্রেরণ করে।
দৃশ্যকল্প-২

 

 

ক. ইমেইল কী?
খ. দুরশিক্ষনে তথ্য প্রযুক্তির অবদান বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ এ কোন প্রযুক্তির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রবাহ চিত্রের আলোকে তথ্য প্রযুক্তির ভ ুমিকা বিশ্লেষন কর।
২১। ড. মুগ্ধ তার ল্যাবরেটেরি কক্ষে আঙ্গুলের চাপ দিয়ে প্রবেশ করেন। একই ল্যাবরেটরির অন্য কক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। একদিন তিনি বন্ধু চিকিৎসকের নিকট গালের আচিল অপারেশনের জন্য গেলেন। বন্দুতাকে স্বল্প সময়ে তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তৎক্ষনাৎ তিনি তার ল্যাবরেটরিতে ফিরে এসে কাজ শুরুকরলেন।
ক. ভিডিও কনফারেন্সিং কী?
খ. ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় ব্যাখ্যা কর।
গ. ড মুগ্ধের চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করলেন.? ব্যাখ্যা কর।
ঘ. ড . মুগ্ধের ল্যাবরেটরিতে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? ি বশ্লেষন পূর্বক মতামত দাও।
২২। রায়হান সাহেব নিজের ল্যাপটপ ব্যবহার করেই বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন্ এবং আমেরিকা প্রবাসী ছেলেরসাথে প্রতিদিন কথা বলেন। প্রতিবেশি দবির তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা কৃষিবিদদের নিটক থেকে রায়হান সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন। রায়হান সাহেবের মেয়ে লিজা ল্যাপটপের মাধ্যমেই বিদেশী লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসেই ১টি বিদেশি ডিগ্রি অর্জন করে।
ক. ইলেকট্রোনিক মেইল বা ই মেইল কী?
খ. টেলিমেডিসিন এক ধরনের সেবা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রায়হান সাহেবের ক্ষেত্রে বি শ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট কোন্ উপাদানটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা র্ক
ঘ. আমাদের দেশের শিক্ষায় লিজার কর্মকান্ডের প্রভাব বিশ্লেষন কর।
২৩। রীমা তার বাবার সাথে নভোথিয়েটারে গেল। সেখানে সে মহাকাশ ভ্রমনের অনুভুতি উপভোগ করল । তার বাবা তাকে বলেন এটি একটি বিশেষ প্রযুক্তির সাহায্য করা হয়েছে এবং এই নভোথিয়েটার আমাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে।
ক. রোবোটিক্স কী.?
খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিতে যন্ত্র ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কী প্রযুক্তি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. মহাকাশ বিষয়ক জ্ঞান দানের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ভুমিকা বিশ্লেষন কর।
২৪। সুমন মনোবুসো স্কলারশীপ পেয়ে জাপানে চলে যায়। সে সেখানে তার ইউনিভাসির্টির ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। প্রবাসে জীবনে থাকাকালীন বন্ধু ব ান্দবসহ আত্মীয় স্বজনদের সাথে সে প্রায়ই কুশল বিনিময় করে । কিন্তু এতে তার মান ভারে না। তারমনে হয় শুধু কথায় কি ভরে মন যদি না হয় দর্শন। আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে তার সে প্রত্যাশাও অনেকটা পূরণ হয়েছে।
ক. বায়োইনফরমেট্রিক্স কী?
খ. বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুয়ে দেখা সম্ভব ব্যাখ্যা কর।
গ. সুমনের ল্যাবে প্রবেশের পদ্ধতিটি ব্যাখ্যা র্ক
ঘ. যোগাযোগের কোন মাধ্যমে ব্যবহার সুমনের প্রত্যাশা পূরণে সর্বাধিক ভুমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষন র্ক
২৫।
থাকবনা ক বদ্ধ ঘরে
দেখব এবার জগটাকে
……………………..
শুনব আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
ক. সফটওয়্যার পাইরেসি কী?
খ. রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কী ভাবে সহজ করেছে?
গ. দৃশ্যকল্পটিতে তথ্য প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্পটি সৃষ্টিতে মাধ্যম হিসেবে যে দুটি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষন কর।
২৬। আদনানজামী কম্পিউটারে প্রশিক্ষন নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইন্টারনেটে বিভিন্ন সময় বিভিন্ন চাকুরীর সাইট যেমন ইত্যাদি সার্চ করে। একদিন সে ঢাকায় অবস্থিত রোয়েসেল এর ওয়েবসাইট সার্চ করে এবং একটি আকষর্ণীয় বিজ্ঞাপন দেখতে পায় এবং সে তার সমস্ত তথ্য সাবমিট করে। তার পাঠানো অর্থেই তার পরিবার অসহায়ত্বের হাত থেকেমুক্তি পেয়েছে এবং সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে।
ক. কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভুমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের ে যঅবদানটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. আদনান জামীর বর্তমান অবস্থা প্রযুক্তির নির্ভরতা ছাড়া সম্ভব নয় এর স্বপক্ষে যুক্তি দাও।
২৭। জাফরিন ্একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী করে। তার অফিসে প্রবেশের জন্য প্রক্সিমেটেড আইডেন্টিটি কার্ড ব্যবহৃত হয় এবং প্রস্থানের জন্য চোখ ব্যবহৃত হয়। কোম্পানি নতুন ্একটি থিমপার্ক প্রজেক্ট স্থাপনের জন্য পরিকল্পনা কর্ েসেখানে বহু খেলনা থাকবে এর মধ্যে একটি হলো বাচ্চাদের সেখানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে মজা করে গাড়ী ড্রাইভিং করতে পারবে।
ক. নৈতিকতা কী?
খ. ঘরে বসে হাজার মাইল দুরের লাইব্রেরিতে পড়াশুনা করা যায় ব্যাখ্যা কর।
গ. থিম পার্কে উল্লেখিত খেলনাটিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. জাফরিনের অফিসে প্রবেশও প্রস্থানে যে প্রযুক্তি ব্যবহৃতহয় এদের মধ্যে কোনটি অধিকতর নিরাপদ? তোমার মতামতের বিশ্লেষণপূর্বক মতামত দও।
২৮। থাফফার কেনা কাটার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমান যোগে ব্যাংকক যাওয়ার জন্য স্মার্টফোনের মাধ্যমে টিকেট বুকিংদিল। জরুরী প্রয়োজনে ব্যাংককে যাওয়া না হওয়ায় সে অনলাইনে কেনাকাটা করে বিল পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন।
ক. টেলিমেডিসিন কী?
খ. নি¤œ তাপমাত্রয় অসুস্থ টিস্যূর জীবাণু কিভাবে ধ্বংস করা যায়। ব্যাখ্যা কর।
গ. গাফফারের টিকেট বুকিং সিস্টেম ব্যাখ্যা র্ক
ঘ. গাফফারের বির পরিশোধ সম্ভব কিনা বিশ্লেষন কর।
২৯। মাহফুজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। অ্যাটেনডেন্ট মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটারে তার নাম নিবন্ধন করলে। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নি¤œ তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেনএবং সপ্তাহ খানেক পর আবার দেখা করতে বললেন। মাহফুজা সপ্তাহ খানেক পর আবার ডাক্তারের নিকট গেলে ডাক্তার মাহফুজার আঙুলেরছাপ নিয়ে কম্পিউটার দেখে কম ফি ধার্য করলেন। এখান্ েউল্লেখ যে ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কমফি নেন।
ক. ন্যানোটেকনোলজি কী.?
খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা কর।
গ. মাহফুজার চিকিৎসা পদ্ধতিব্যাখ্যা কর।
ঘ. ডাক্তারের ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষন কর।
৩০। উৎপল প্রত্যন্ত গ্রামে মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে টাকা প্রেরণ করে। কিন্তু টাকা পেতে মাকে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হয়। উৎপল দ্রæতগতিতে টাকা প্রেরনের জন্য তার বন্ধু রোকনের পরামর্শ চাইলে রোকন অন্য একটি দ্রæততম পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে উৎপল পরবর্তীতে মাকে টাকা পাঠান।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ. রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভুমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত উৎপলের প্রযুক্তিটিতে এর কোন বিষয়টি প্রতিফলতি হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উৎপলের প্রাথমিক ও পরবর্তীতে টাকা পাঠানোর পদ্ধতির তুলনামুলক চিত্র বিশ্লেষন কর।
৩১। ফুয়াদের কলেজের শিক্ষকরা কম্পিউটার মডেম মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নেয়। ফুয়াদ এতে বেশ ্উপকৃত হয় কারন কিছু কিছু সমস্যার সমাধান সে তাৎক্ষণিকভাবে পেয়ে যায়। রাতে অবসর সময়ে সে টিভিতে একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখছিল। ফুয়াদ ভাবল প্রান্তিক কৃষক তাদের সমস্যা নিয়ে সরাসরি বিশেষজ্ঞ কৃষিবিদের সাথে আলোচনা করে সমাধান পেলে ভালোহতো।
ক. ভিডিও কনফারেন্সিং কী?
খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র ব্যাখ্যা কর
গ. উল্লেখিত উপকরণগুলো ব্যবহারে করে শিক্ষাথীরা কীভাবে উপকৃত হতে পারে ব্যাখ্যা র্ক
ঘ. ফুয়াদের ভাবনার সমাধান কী সম্ভব? বিশ্লেষণসহ তোমারমতামত দাও।
৩২। হারুন তার থিসিস পেপার প্রস্তুত করার জন্য ইন্টারনেটটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিও ওয়েবসাইট হতে লেখা/ উদ্বৃত্তি ও ছবি ডাউনলোড করে। এ সকল উপাদান কোনরুপ পরিবর্তন নাকরে তার অ্যাসাইমেন্টে সংযোজনে কর্ েকিন্তু তার অ্যাসাইমেন্টেটি শিক্ষক কর্তৃক গৃহীত হলোন্
াক. বায়োইনপরমেট্রিক্স কী?
খ. হ্যাকিং এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা কর ।
গ. হারুনের থিসিসের কাজটি কেন শিক্ষক কর্তৃক গৃহীত হলো না ? ব্যাখ্যা কর।
ঘ. হারুনের পরবর্তী করণীয় কী হতে পারে বলে তুমি মনে কর উত্তরের স্বপক্ষে বিশ্লেষন কর।
৩৩। অভি লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ডাক্তার একধরনের মিনিম্যালি ইনহেসিভ পদ্ধতিতে ক্রায়োপ্রব ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা করলেন এবং বর্তমানে তিনি সম্পূণরুপে সুস্থ।
ক. ক্রায়োপ্রব কী?
খ. ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে কীভাবে জীবাণু ধ্বংস করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতি বিশেষ কিছ ুরোগীদের জন্য উপযোগী বিশ্লেষন কর।

৩৪। বাংলাদেম পাসর্পোট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারী আঙুলের ছাপ সিনগচোর এবং মুখমন্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজ সংরক্ষন করে। কিন্তু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃিষ্ট করেছে ব্যাখ্যা কর।
গ. পাসপোর্ট অফিসে ডেটা সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কর্মকান্ড থেকে তাদের মনোভাব মুল্যায়ন কর।
৩৫। সজিব নিজের কম্পিউটার ব ্যবহার করে বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং প্রবাসী ছেলের সাথে কথা বলেন। জামাল তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরমার্শ সেবা কৃষিবিদদের নিকট থেকে সজিব সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন। সজিবের মেয়ে প্রান্তি কম্পিউটারের মাধ্যমে বিদেশি লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসে বিদেশি ডিগ্রি অর্জন করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. প্রশিক্ষনের ক্ষেত্রে ভাচুর্য়াল রিয়েলিটির প্রয়োজনীয ব্যাখ্যা কর।
গ. সজিবের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট কোন্ উপাদানগুলো প্রতিফলিত হচ্ছে ব্যাখ্যা কর।
ঘ. আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় প্রান্তির শিক্ষামূলক কর্মকান্ডের প্রভাব বি শ্লেষন কর।
৩৬। শিক্ষাসফরের অংশ হিসেবে রফিক সাহেব তার কলেজের শিক্ষার্থীদের নভোথিয়েটারে নিয়ে যান। গেইটের প্রবেশের সময় প্রত্যেক দর্শনাথীকে হাতের আঙুলের ছাপ দিতে হয়। নভোথিয়েটারের একটি সিমুলেটর রাইডে ওঠে সবাই রোলার কোস্টারে চড়ার রোমাঞ্চকর অনুভুতি পেল। শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন তাদের অনুভুত বিষয়টি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত বিশেষ ধরনের প্রযুক্তির দ্বারা তৈরি।
ক. আর্টিফিসিয়াল ইন্টেলেিজন্সের জনক কে?
খ. ন্যানোটেকনোলজি গবেষনা ঔষদ জাতীয় পণ্যের উৎপাদনে কীভাবে ভুমিকা রাখতে পারে।
গ. দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. প্রাত্যহিক জীবনে উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তিটির প্রভাব বিশ্লেষন কর।
৩৭। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অনি বাল্য বিবাহ ও যৌতুকের বিভিন্নতথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষনধর্র্মী লেখা অনলাইনের প্রকাশ করে । তার বন্ধু সৌরভ অনাথ মেয়েদের প্রোফাইল একটি ওয়েব সাইটে প্রকাশ করে তাদের বিয়ের ব ্যবস্থা করে। তাদের অপর বন্ধু শিশির বন্ধুদের অনুমতি না নিে যতাদের পারিবারিক প্রোগ্রামে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়।
ক. রোবটিক্স কী?
খ, একটি প্রচলিত পদ্ধতি ব্যাখ্যা র্ক
গ. অনির কার্যাকমের সাথে যুক্ত বিশ্বগ্রাম সংশ্লিষ্ট্য উপাদানগুলো ব্যাখ্যা কর।
ঘ. সৌরভ ও শিশিরের কাযক্রমে ব্যবহারে নৈতিকতার প্রভাববিশ্লেষন পূর্বক তোমার মতামত দাও।
৩৮। মি এনামুল মহাকাশ অভিযান সম্পর্কিত একটি ভিডিও ক্লিপ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রদশন করেন। শিক্ষার্থীরা ্এ র বাস্তব অভিজ্ঞতা লাভের ইচ্ছা পোষন করলে এনামুল স্যার ক্লাসে বিশ্বায়নে আইসিটির ধারণা পুনরালোচনা করে কল্প বাস্তব সম্পর্কেই তাদের ধারণ প্রদাণ করেন। রিমন আরো কৌতুহল প্রকাশ করলে তিনি তাকে এ সম্পর্কিত ওয়েব সাইট ব্যবহার কৌশল শিক্ষা দেন ও চর্চা করেন। অতঃপর তিনি মহাকাশ অভিযানে অংশগ্রহনকারী বন্ধু সিডনের সাথে রিমনকে আলাপ করিয়ে দেন।
ক. রিচার্ড ফাইনম্যান কী?
খ. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এর গুরত্ব ব্যাখ্যাকর।
গ. উদ্দীপকে রিমনের শিক্ষা লাভে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকেমহাকশ অভিযান সম্পর্কে রিমনের কল্প বাস্তবতায় লব্দ জ্ঞান বাস্তব অভিজ্ঞতার লাভের সহায়ক? তোমার যুক্তি সাপেক্ষ মতামত দাও।
৩৯। অনাথ শিশু সুমিকে কানাভার এক ধনাঢ্য দম্পত্তি দন্ডক হিসেবে নিয়ে যায়। গত বছর সে বাংলাদেশে এসে ময়মনসিংহের তার মায়ের খোজ পায় । কথোপকথের এক পর্যায়ে মা সুমিকে জিজ্ঞাসা করেন তমি কী কর? সুমি বলে আমি নভোচারী। মা জিজ্ঞাসা করলেন তুমি কতবার মহাশূ্েয গিয়েছে। সুমি উত্তর দির একবারও না । ধনাঢ্য সম্পত্তি সুমির প্রকৃত মা নির্ণয়ের জন্য একধরনের প্রযুক্তির আশ্যয় নেয়।
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
খ. হ্যাকিং এর সাথে নৈতিকতা সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সুমির মায়ের পরিচয় নিশ্চিত করার পদ্ধতিটটি ব্যাখ্যার কর।
ঘ. উদ্দীপকের কোন প্রযুক্তির কল্যানে সুমি তার জীবনে স্বার্থকতা লাভ করেছে বিশ্লেষন কর।
৪০। জব্বার এই ল ানিং পদ্ধতিতে লেখাপড়ার পাশাপাশি অনলাইনে অর্থ উপাজংন করেন। হাইটেক পার্কে গিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রকা ড্রাইভিং প্রশিক্ষন করেন এবং মহাকাশ ভ্রমনের অভিজ্ঞতা অর্জন করেন। জব্বারের হাতে টিউমার হওয়ায় ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার সাহেব হাতের স্পর্শে ও মনিটরে তাকানোর মাধ্যমে অপারেশন থিয়েটারে প্রবেশ করিয়ে স্বল্প সমযে রক্তপাতহীনভাবে টিউমারটি অপসারণ করলেন।
ক. কী?
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ব্যবহার করা হয় ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে চিকিৎসা পদ্ধতির ধাপসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অপারেশন থিয়েটারে প্রবেশ পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষন কর।
৪১। সিরাজমিয়া তার ১০ বিঘা জমিত্ েএকটি লিচু বাগান তৈরি করলেন। এত্ েউন্নত জাতের উচ্চফলনশীল লিচুর গাছ লাগানো হয়েছেএজন্য তিনি স্থানীয় কৃষিসম্প্রসারণ কর্মকর্তার সাথে আলোচনা করে উন্নতজাতের লিচু গাছ সম্পর্কে পরামর্শ গ্রহণ করেছিলেন। এছাড়া সিরাজ মিয়া প্রযুক্তির সাহায্যে লিচু গাছে পরিচর্যা রোগ বালাই প্রয়োজনীয় সারের প্রয়োগ মাত্রা সম্পর্কে জ্ঞানলাভ করেন । তিনি স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে লিচু রপ্তানী করতে চান।
ক, কী ?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা র্ক
গ. সিরাজমিয়া প্রযুক্তিটি ধরনের প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তিটি কীভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে? বিশ্লেষন কর।
৪২।

 

 

ক. হ্যাকিং কী?
খ. রোটিক্স প্রযুক্তি কীভাবে মানুষের কাজকে সহজ করেছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তি কীভাবে প্রাত্যহিক জীবনে সুফল বয়ে আনতে পারে তোমার মতামত উপস্থাপন কর।
৪৩। এম এসসি পাশ করার পর নাবিল একদিন তার সহপাঠী সোহানের উত্তরায় বাসায় যায়। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভতি হতেচায়। ভর্তি সংক্রান্ত তথ্যবালী সে সোহানের ল্যাপটপ থেকেমোবাইলে নিয়ে নেয়। উল্লেখ্য যে নাবিলের মোবাইলটি ইন্টারনেট সাপোর্ট করেনা। নাবিল পত্রিকায় পড়ল যে বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করারসময় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সে সোহানের বাসা থেকে স্বল্প দুরত্ব অতিক্রমের পথে দশটি পয়ে্েন্ট ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে । এসবসম্যাস সমাধানে যে প্রোগ্রাম নিয়ন্ত্রিত কম্পিউটার নির্ভর যন্ত্রের কথা চিন্তা করল। তখন সে উক্ত প্রযুক্তি সংক্রান্ত বিষয় উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের কল্যাণে কা জ করার সিদ্ধান্ত নেয়।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা করো।
গ. নাবিল কোন পদ্ধতি অবলম্বন করে ডেটা গ্রহন করেছিল? ব্যাখ্যা করো।
ঘ. নাবিলের উচ্চতর ডিগ্রী অর্জনে বিষয় নির্বাচনের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
৪৪। ডা,জহির উদ্দিন এ কজন শল্যচিকিৎসক। ক্রায়োসার্জারির মতো নতুন চিকিৎসা পদ্ধতি তাকে ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ও অস্ত্রোপাচারের কাজে ব াড়িতে সুবিধা এনে দিযেছে । কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে এই পদ্ধতি বেশ জনপ্রিয়।
ক. ক্রায়োসথেরাপি কী?
খ. কোন রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি অধিক ব্যবহৃত হয়।
গ. ক্রায়োসার্জারি চিকিৎসা কীভাবে ডাক্তার ও রোগীকে বাড়িতে সুবিধা এনে দিয়েছে । ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডা জহিরের চিকিৎসা পদ্ধতি রোগীদের কাছে জনপ্রিয় কেন? কারণসহ এই পদ্ধতির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করো।
৪৫। বোহানা উদ্দিন অফিসের পুরোনো রেকর্ডকিপার। অফিসের সমস্ত কাগজপত্র টাইপ ও সংরক্ষনকরা ফাইল ইনেড্রক্সিং করা তথ্যের গোপনীয়তা রক্ষাক করা কম্পিউটারগুলোর রক্ষণাবেক্ষণ করা প্রভৃতি কাজে তিনি অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত। তিনি জানেন কোনো তথ্য বা ফাইল হারিয়ে গেলে বা চুরি হলে প্রতিষ্ঠানের বা সংশ্লিষ্ট্য ব্যক্তির ক্ষতি হতে পারে। এই ক্ষতির দায় বোরহান সাহেব নিজেও এড়াতে পারবেনা এমনকি তার নিজের চাকরিরও জুকি রয়েছে।
ক. কম্পিউটার অপরাধ বলতে কী বুঝ?
খ. তথ্য ওযোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার প্রধান ইস্যূগুলো কী কী?
গ. তথ্য চুরি হলে বোরহান সাহেব নিজে এবং তার প্রতিষ্ঠান কীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। ব্যাখ্যা কর।
ঘ. কম্পিউটারের সুষ্ঠু ব্যবহার ও নিরাপদ তথ্য সংরক্ষণে বোহরহান সাহেবের কী কী কপদেক্ষপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর।
৪৬। মনির সাহেব একটি বে সরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি চিকিৎসা সংক্রান্ত একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। এজন্য তিনি প্রায়ই ইন্টারনেটের সাহায্য নেন। বর্তমানে তিন্ িএবং তার হাসপাতালের চিকিৎসকগণ হাসপাতালে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশেরবিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
ক. কনুজ্যমার টু কনজ্যুমার ই কর্মাস কাকে বলে?
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারি বলতে কী বুঝ?
গ. মনিরও অন্যান্য চিকিৎসকগণ কীভাবে দেশের বিভিন্ন স্থানের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
ঘ.মনিরের গবেষণা ক্ষেত্র ব্যতীতও অন্যান্য গবেষাক্ষেত্রে ইন্টারনেটের ভুমিকা রযেছে। বিশ্লেষন কর।
৪৭। হালিমা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়ন করছে। তার ছোট ভাই একাদশ শ্রেণির ছাত্র। একদিন সে হালিমার কাছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানতে চায়। এতে হালিমা উক্ত বিষয় বুঝাতে গিয়ে বলে বর্তমান শতাব্দী জীববিজ্ঞানের শতাব্দী। মানবসমাজের সুন্দর ও সহজ জীবনযাপনের লক্ষ্যে উন্নত ওষূধ উদ্ভাবন উন্নত ও অধিক ফলনশীল খাদ্য উৎপাদন ইত্যাদিতে কাঙ্খিত জিন ক্লোনিং প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইম ইত্যাদি ব্যবহার করা হয়।
ক. হ্যাকিং কী?
খ. কম্পিউটার নেটওর্য়াকের প্রয়োজনীয়তা? ব্যাখ্যাা কর।
গ. হালিমার অধ্যয়নরত প্রযুক্তির ধাপগুলো চিহিত করা
ঘ. কৃষিক্ষেত্রে উক্ত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষন কর।
৪৮। যশোর জেলার অভয়নগর থানার শংকরপাশা গ্রামকে বিশ্বগ্রামে অন্তর্ভূক্ত করার জন্র এলাকার উপজেলা চেয়ারম্যান কিন্তু পদক্ষেপ নিতে চান। শংকর পাশা গ্রামটিতে বৈদ্যুতিক যোগাযোগ আছে এবং ্্এলাকার প্রধান জীবিকা কৃষিকাজ।
ক. বিশ্বগ্রামের সংজ্ঞাদাও।
খ. বিশ্বগ্রামের উপাদানসমূহের কী কী অভয়নগর থানার জন্যে বাস্তবায়ন করা যাবে?
গ. কৃষিকাজে বিশ্বগ্রাম কী কীভাবে ভুমিকা রাখবে?
ঘ. অভয়নগর গ্রামের বেকারত্ব সমস্যা সমাধানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৪৯। সুমনবিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে । সে তার প্রয়োজনয়ি তথ্যাদি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরিএবং ওয়েবসাইট হতে সংগ্রহ করে। এ সকল তথ্যাদি কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্রে হুবহু সে তার পটার্ম পেপারে সংযোজন করে শিক্ষকের কাছেজমা দেয়। কিন্তু সে আশানরুপ নম্বর অর্জন করতে ব্যর্থ হলো।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. তথ্যপ্রযুক্তি পৃথিবীর মানুষের মধ্যে দূরত্ব কমিয়েছে ব্যাখ্যা কর
গ. সুমন কেন আশানরুপ নম্বর পেল না তা ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুসমনের কাজটির নৈতিকতা বিশ্লেষনপূর্বক তোমার মতামত দাও।
৫০। বন্ধু সামির এর পরামর্শে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের বি ভিন্ন অফিসে চুক্তিভিত্তিক কাজ করে রিমি অর্থ উপাজন শুরু করল। এখন সে স্বচ্ছল জীবন যাপন করে। রিমির ফুপাতো ভাই জুয়েল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মানুষের ই মেইল অ্যাড্রেস তাদের অজ্ঞতা সংগ্রহ ও ব্যবহার করে অথ্য উপার্জ ন করে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে উন্নত চিকিৎসা পাওয়াসম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত রিমির স্বচ্ছল জীবন যাপনে বিশ্বগ্রামের ভুমিকা ব্যাখ্যা র্ক
ঘ. জুয়েলের অথ্য উপার্জন পদ্ধতির যৌক্তিকতা কতটুকু নৈতিক বলে তুমি মনে কর বিশ্লেষন কর।
৫১। রাখি সাভারের একটি গামের্ন্টেসে চাকরি করে । প্রতিমাসে বেতন পেযে নিজের খরচের টাকা হাতে রেকে বাকি টাকা গ্রামের বাড়িতে তার বাবার নিকট দেশের সর্বাপেক্ষা প্রাচীন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠায়। কিন্তু প্রতি মাসেই তার ব াবা প্রেরিত টাাক দেরিতে পাওয়ার অভিযোগ করায় রাখি আধুনিক পদ্ধতিতে টাকা পাঠানোর চিন্তাভাবনা করছে।
ক. আউটসোসিং কী?
খ. প্রাত্যহিক জীবনে ভাচুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাখি তার বাবার নিকট টাকা পাঠাতে প্রথমেকেন পদ্ধতি ব ্যবহার করেছিল। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বর্তমানে যে মাধ্যমে রাখি টাকা পাঠানোর চিন্তা করছে তার যৌক্তিকতা বিশ্লেষন র্ক
৫২। দৃশ্যকল্প -১ মাটি ও মানুষ একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়ে থাকে। কৃষিসহ বিভিন্ন খাতের উৎপাদনের ক্ষেত্রেও অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
দৃশ্যকল্প-২ বিগত কয়েক বছরে আমাদের দেশে উড়োজাহাজের পাইলট প্রশিক্ষণের সময়ে অনেকের মৃত্যু হয়েছে। যা আধুনিক প্রযুক্তির সময়ে আদৌ কাম্য নয়।
ক. কী?
খ. ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীকে ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করেছে ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর বাস্তবায়নে কোনধরনের প্রযুক্তির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ বর্ণিত অনাকাঙ্কিত ঘটনার প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করা যেতেপারে তা যুক্তিসহ মতামত দাও।
৫৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে পৃথিবী একটি গেøাবাল ভিলেজে পরিণত হয়েছে। ইন্টারনেট ও এর ব্যবহারের ফে ল শিক্ষা চিকিৎসা ব্যবসায় বাণিজ্য ব্যাংক লেনদেন প্রভৃুতি এখন অনলাইনে সম্পন্ন হছ্ছে। উন্নত বিশ্বে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণত যেমন- আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স রোবটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শুধু কি তাই? রসুলপুর গ্রামের কৃষক গণি মিয়াও এখন মোবাইল ব্যবহার করছে মোবাইলের সাহায্যে সে দেশের ও বিদেশের বিভিন্ন কৃষিপন্যের বাজার দর জানতে পারছে।
ক. গেøাবাল ভিলেজ কী?
খ. ভার্চুয়াল রিয়েলিটি বলতে কী বুঝ?
গ. আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রচুর চাহিদা কথাটি বিচারকরো।
ঘ. আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ওযোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষন কর।
৫৪। সুজন ও শায়লা একই ক্লাসে পড়ে। শায়লার বিয়ে হয়েছে এবং এখন একটা এক বছরের বাচ্চা আছে। শায়লার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সুজন একদিন শায়লার বাড়ি বেড়াতে গেলে শায়লার কাছে জানতে পারে তাদের সংসারে টানাটানি আছে। তার স্বামীর একার আয় দিয়ে সংসারের খরচ সংকুলাম হয় না। শায়লা শিক্ষিত এবং কাজচায়। সংসারের আর্থিক ভার সেও গ্রহণ করতে চায়। সুজন তাকে বুদ্ধি দিল ইন্টারনেট আউটসোসিং এর কাজ করে ঘরে বসে আয় করার জন্য । শায়লা ইন্টারনেটে আউটসোসিং এর কাজ আরম্ভ করল। এখন দুজনের আযে তারা সচ্ছলভাবে সংসার চালায়।
ক , আউটসোসিং কী?
খ. ফিল্যান্সিং সাইটের কাজ কী ব্যাখ্যা কর।
গ. শায়লা কীভাবে আউটসোসিং কাজ করে আয় করছে।
ঘ. নারী হিসেবে শায়লার আর্থিক ক্ষমতায়নে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বিশ্লেষন কর।
৫৫। বর্তমান যুগকে আমরা বলছি তথ্য ওযোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে সব ধরনের সেবা পাওয়া যাচ্ছে ঘরে বসেই। কিন্তু ব্যবহারে ভিন্নতার কারণে এর ইতিবাচক প্রভাব যেমন পরিলক্ষিত হচ্ছে তেমনি কিছু নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হচ্ছে।
ক. তথ্য ওযোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
খ. কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকরা যায়?
গ. এ প্রযুক্তির ইতিবাচক প্রভাবগুলো কী কী?
ঘ. এ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বিশ্লেষন করো।
৫৬। মেজর রাহাত সমরাম্ভ কারখানায় প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করেন। কারখানার কোন কোন কক্ষে প্রবেশের সময় সেন্সরের দিকে তকানোর ফলে দরজা খুলে যায়। একদিন তিনি চিকিৎসকের কাছে হাতের আচিলের জন্য গেলে চিকিৎসক কতাকে অতি শীতল তাপমাত্রায় রক্তপাতহীন এক অপারেশন করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি বাসায় ফিরে গেলেন।
ক. বিশ্বগ্রাম কী?
খ. ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় । ব্যাখ্যা কর।
গ. মেজর রাহাতের চিকিৎসায় চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহারকরলেন?
ঘ. সমরাস্ত্র কারখানায় প্রবেশের জন্য ব্যবহৃত কোন পদ্ধতিটি বেশিজনপ্রিয়? বিশ্লেষন কর।
৫৭। ছোটবেলায় তুষা দেখেছে তার দাদু রেডিও কানে লাগিয়ে মনযোগ সহকারে বিবিসি শুনছেন । আর এখন মুহুর্তে টেলিভিশন কিংবা ইন্টারনেটে পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্রসহ বিবরণ পাওয়া যায়। প্রযুক্তির ছোয়য় আজ সংবদাপত্রেও এসেছে বৈচিত্র্য। কোরবানপুর গ্রামের তৃষার মামা প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া স্কুলটিকেও এই টেলিভিশন চ্যানেল ও জাতীয দৈনিকগুলো পরিচিত করায়। ১০ বছর আগেও যে গ্রামের মানুষ ছিল শিক্ষাবিমুখ তৃষার মামার চেষ্টার ফলে আজ এই গ্রামে প্রতিটি শিশু স্কুলে যায়।
ক. ভাচুর্য়াল রিয়েলিটি কী?
খ. জৈবিক ডেটা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধারনা সংশ্লিষ্ট্য কোন বিষয়টির প্রতি আলোকপাত কর াহয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনায় গ্রামে প্রযুক্তির সম্ভাব্য প্রভাব মুল্যায়ন কর।
৫৮। রাজু তার কলেজের প্রথম ক্লাসে নতুন একজন শিক্ষকের সাতে পরিচিত হলো । শিক্ষক তার প্রথম ক্লাসেই তাদের বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিলেন। শিক্ষকের আলোচনার মাধ্যমেই সে জানতে পারলো। বিশ্বগ্রাম সম্পর্কে এবং বিশ্বগ্রামের বাস্তবতা সম্পর্কে। সেই সাথে সে আরও জানতে পারল বিশ্বগ্রামের দৃষ্টিকোণে বাংলাদেশের অবস্থান ।
ক. বিশ্বগ্রাম কী?
খ. কখন ও কার মাধ্যমে বিশ্বগ্রাম কথাটি পরিচিত লাভ করে?
গ. বর্তমান পৃথিবীতে বিশ্বগ্রামের বাস্তবতা ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বগ্রামের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান বিশ্লেষন কর।
৫৯। রিপন রবিন অনিক শিহাব মিমি প্রিতম ফয়সাল পিয়াস এরা সবাই এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হয়েছে। এরা সবাই তথ্য ওযোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে খুবই আগ্রহী । ইন্টারনেটের সাহায্য তারা মহাকাশ অভিযান সম্বন্ধে জ্ঞান ল াব করেছে।
ক. কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমাজজীবনে প্রভাব কেমন?
গ. উদ্দীপকে ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারবে চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির কী কী অ বদান আছে? কারনসহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ছাত্রছাত্রীরা কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬০। লাবনী ও শিখি একই ক্লাসে পড়ত। লাবনী একদিন শিথির বাড়িতে বেড়াতে গেলে শিথির কাছে জানতে পারে তারে পরিবারের যে খরচ আর তার স্বামীর যে আয় তাতে তারা সচ্ছলতভাবে চলতে পারে না। লাবনী শিক্ষিত এবং কাজ করতে চায় কিন্তু বাচ্চার জন্য সে বাইরে চাকরি করতে যেতে পারছে না। লাবনী তাকে বুদ্ধি দিল ইন্টারনেটে কাজ করে ঘরে বসে আয় কর াযেতে পারে। শিথি ইন্টারনেটে কাজ আরম্ভব করল । এখন দুজনের আয়ে তারা সচ্ছলভাবে সংসার চালায়।
ক. আউটসোসিং কী?
খ. ফ্রিল্যান্সিং সাইটের কাজ কী ব্যখ্যা কর ।
গ. উদ্দীপকের শিথিকীভাবে ইন্টারনেটের কাজ করে আয় করছে?
ঘ. নারী উন্নয়নে ইন্টারনেট আয় কী কী ভ ুমিকা রাখতেপারে উপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৬১। জারা থইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলো। ডাক্তার ্একধরনের মিনিম্যালি ইনথেসিত পদ্ধতিতে ক্রায়োপ্রোব ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা করলেন এবং বর্তমানে সে সম্পূর্ণরুপে সুস্থ?
ক. বিশ্বগ্রাম কী?
খ. ন্যানোটেকনোলজি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে কীভাবে জীবাণু ধ্বংস করা হয়। ব্যাখ্যা কর।
ঘ. জারা যে পদ্ধতিতে চিকিৎসা নেয় তা কাদের জন্য উপযোগি এবং কেন? বিশ্লেষন কর।
৬২। রফিক কম্পিউটারের প্রশিক্ষন নেয়। মালয়েশিয়াতে দক্ষ শ্রমিক হিসাবে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে । তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরন করে । এভাবেই সে একদিন মালয়েশিয়ার একি টকলসেন্টারের কাজ বুঝে উঠে। তার পাঠানো অথেই বাড়িতে এ বছর পাকার ঘর উঠেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুণা বন্ধ হয়ে যাওযা রফিকের ছোট ভাই এবার বিএ পরীক্ষার ফরমফিলাপ করছে।
ক. তথ্য প্রযুক্তি কী?
খ. ই কর্মাস হচ্ছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট একটি সুবিধা ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে রফিকের প্রবাস জীবনে কোন প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রফিকের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা উন্নয়নে তথ্য প্রযুক্তিগত পরিবেশ সহায়ক ভুমিকা পালনকরছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষন কর ।
৬৩। তৃষা একাদশ শ্রেণির ছাত্রী। সে পৃথিবীর বিভিন্ন দেশের জীবনযাত্রা খাদ্যভাস উৎসব ইত্যাদি জানতে বিশেষ আগ্রহী। এজন সে পড়াশুনারর পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এমনকি ফেসবুক টুইটারে বিদেশী শিক্ষার্থীদের সাথে তাদের নিজের দেশ সম্পর্কে আলোচনা করে এব তৃষাও বাংলাদেশের সমাজমানুষ সম্পর্কে তাদেরকে বলে। এভাবেই সে এবারের বইমেলায় ভিনদেশী মানুষরা নামে একটি গ্রন্থ প্রকাশ করে। অপরদিকে তৃণা ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হলেও বৈজ্ঞানিক তথ্য নির্ভর করে কোন বিষয় পঠনে আগ্রহী নয়। বরং বিভিন্ন প্রয়োজনে সে অন্যের লেখা কোনরুপ কৃতজ্ঞতা প্রকাশ ব্যতিতই নিজের নামে চালিয়ে দেয়। তৃষা বিষয়টির লক্ষ্য করে তৃণাকে তথ্য প্রযুক্তি ব্যবহারে আরো যতœশীল হতে পরামর্শ দেয়।
ক. আচরণিক ডেটা কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধরনা সংশ্লিষ্ট্য কোন ক্ষেত্রটির প্রতি নিদের্শ করা হয়েছে? ব্যাখ্যা র্ক
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে তৃষা ও তৃণার আচরনে তুলনামূলক বিশ্লেষন কর।
৬৪। কম্পিউার প্রকৌশলী জনাব হাসান একটি কম্পিউটার প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন পেলেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবসভ্যতাকে দারুণভাবে এগিে নিয়ে চলেছে। ব্যবসা বাণিজ্যের অফিস আদালতে সমাজের ওপর সরকারি নিয়ন্ত্রণে বিনোদমূলক ও দৈনন্দিন কাজে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষন সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে মানবসভ্যতা ধবংসের কাজে যেমন- শক্তিশালী আধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতে তথ্য ওযোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আজ আমাদের তথ্য ওযোগাযোগ প্রযুক্তি শিক্ষা গ্রহন আবশ্যিক হয়ে পড়েছে।
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলতে কী বুঝ?
গ. জনাব হাসানের বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে তথ্য ওযোগাযোগ প্রযুক্তির ভুমিকা ব্যাখ্যা কর।
ঘ. জনাব হাসানের বক্তব্যে তথ্যও যোগাযোগ প্রযুক্তির সামাজিক প্রভাব বিশ্লেষন কর।
৬৫। মোজাম্মেল হক সাহেব্ একজন কম্পিউটার ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন অঞ্চলে পরিবেশকের মাধ্যমে বিক্রি করে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রক্ষাকরেন্ এজন্য ই কর্মাসের মাধ্যমে আমদানির সব আর্থিক লেনদেন কে রথাকেন।
ক. বিশ্বগ্রাম কী?
খ. বিশ্বগ্রাম এর সুবিধা লেখ।
গ. মোজাম্মেল হক ব্যবসায় বাণিজ্যে নিয়ন্ত্রনে কী কী কাজ করতে পারেন। ব্যাখ্যা কর।
ঘ. বিভিন্ন ক্ষেত্রে বিশ্বগ্রাম এর ভুমিকা মুল্যায়ন কর।

 

Leave a Reply