নবম-দশম

নবম-দশম ইসলাম চতুর্থ অধ্যায় আখলাক

চতুর্থ অধ্যায় আখলাক অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি  আখলাকে হামিদাহ : আখলাক অর্থ চরিত্র, স্বভাব। আর হামিদাহ অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদাহ অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামি পরিভাষায়, যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স)-এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদাহ বলা হয়।  তাকওয়া : তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়।  ওয়াদা পালন : ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রæতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে।  সত্যবাদিতা : সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদ্ক। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। অন্যকথায়, বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদ্ক বলা হয়। যে ব্যক্তি সত্যবাদী তাকে বলা সাদিক। আর মহাসত্যবাদীকে সিদ্দিক বলে।  শালীনতা : শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে শালীনতা বলা হয়। গর্ব-অহঙ্কার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়।  আমানত : আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয় বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জান, মাল, সম্মান, কথা-প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানত স্বরূপ।  মানবসেবা : মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যতœ নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত।  ভ্রাতৃত্ববোধ ও সা¤প্রদায়িক স¤প্রীতি : ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভ‚তি প্রকাশ। অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃত্বসুলভ আচার-আচরণ করা। সহোদর ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি, সবসময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি, তাদের সাহায্যে এগিয়ে আসি। তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হলো ভ্রাতৃত্ববোধ।  নারীর প্রতি সম্মানবোধ : নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহ-র অন্যতম। এটি একটি মহৎগুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভ‚তি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। আর ব্যাপকার্থে নারীর প্রতি সম্মানবোধ হলো নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব।  স্বদেশপ্রেম : স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম।  কর্তব্যপরায়ণতা : আখলাকে হামিদাহ এর অন্যতম হলো কর্তব্যপরায়ণতা। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এ ক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়।  পরিচ্ছন্নতা : পরিষ্কার, সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে। শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, ময়লা- আবর্জনা ও বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত রাখাকে পরিচ্ছন্নতা বলা হয়। দুর্নীতিমুক্ত, ভেজালমুক্ত ও ঝামেলামুক্ত অবস্থাও পরিচ্ছন্নতার অন্যতম রূপ।  মিতব্যয়িতা : মিতব্যয়িতা আখলাকে হামিদাহ-র অন্যতম দিক। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কথা-বার্তা, কাজ-কর্মে যথার্থতা, মাল-সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধন-সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়।  আত্মশুদ্ধি : আত্মশুদ্ধি অর্থ হলো নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্য সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকেও আত্মশুদ্ধি বলা হয়।  আখলাকে যামিমাহ : আখলাকে যামিমাহ অর্থ নিন্দনীয় স্বভাব। মানুষের সব চারিত্রিক বৈশিষ্ট্যই ভালো নয়। বরং মানব চরিত্রে এমন কিছু দিক রয়েছে যা অপছন্দনীয় ও নিন্দীয়। মানব চরিত্রের এসব নিন্দনীয় স্বভাবগুলোকে আখলাকে যামিমাহ বলা হয়। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর  বহুনির্বাচনি প্রশ্নোত্তর  ১. আমানতের খিয়ানত করা কার চিহ্ন? ক ফাসিকের খ কাফিরের  মুনাফিকের ঘ মিথ্যাবাদীর ২. ‘যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’ Ñ বাণীটি কার?  মহানবি হযরত মুহাম্মদ (স)-এর খ হযরত আবু বকর (রা)-এর গ হযরত উমর (রা)-এর ঘ হযরত আলি (রা)-এর ৩. স্বদেশপ্রেম প্রকাশ করতে হয়Ñ র. নিজের কাজ দ্বারা রর. মুখের কথা দ্বারা ররর. সেবা দ্বারা নিচের কোনটি সঠিক? ক র খ ররর  র ও ররর ঘ রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। রফিক সাহেব প্রায়ই শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন। ৪. রফিক সাহেবের আচরণে কিসের অভাব পরিলক্ষিত হয়?  ভ্রাতৃত্ববোধের খ স¤প্রীতির গ সম্মানবোধের ঘ আমানতের ৫. রফিক সাহেবের আচরণের ফলেÑ র. পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে রর. অফিসের কাজের পরিবেশ নষ্ট হবে ররর. মনোমালিন্য লেগে থাকবে নিচের কোনটি সঠিক? ক র খ রর গ র ও রর  র, রর ও ররর সৃজনশীল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন- ১  কর্মবিমুখতা ও ঘুষ জনাব ‘ক’ সরকারি চাকরি করেন। তিনি তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশি জীবনযাপন করেন। তার ছেলে জনাব ‘খ’ বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাকে চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না। ক. আখলাকে হামিদাহ অর্থ কী? খ. দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? গ. জনাব ‘খ’ এর কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা কর। ঘ. “জনাব ‘ক’ এর কাজের পরিণতি ভয়াবহ”Ñমতামত দাও। ক আখলাকে হামিদাহ অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। খ দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ পশুর চেয়েও অধম। তার মধ্যে নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিন্দুমাত্রও পাওয়া যায় না। নিজ স্বার্থ রক্ষার জন্য মানবিক আদর্শসমূহকে বিসর্জন দিয়ে সে অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট হয় এবং সমাজে অরাজকতা ও অশান্তি বিরাজ করে। এজন্যই মহানবি (স) বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। গ জনাব ‘খ’ এর কাজটি কর্মবিমুখতার শামিল। আমরা জানি, কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্তে¡ও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। যেমনটি আমরা দেখি উদ্দীপকে বর্ণিত জনাব ‘খ’-এর চরিত্রে। জনাব ‘খ’ বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাকে চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে

নবম-দশম ইসলাম চতুর্থ অধ্যায় আখলাক Read More »

নবম-দশম ইসলাম তৃতীয় অধ্যায় ইবাদত

তৃতীয় অধ্যায় ইবাদত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি  ইবাদত : ইবাদত আরবি শব্দ। এর অর্থ হলো চ‚ড়ান্তভাবে দীনতা-হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। আর ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।  সালাত : সালাত আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো নামায। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত (দয়া) কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাত বলা হয়।  সাওম : সাওম আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলোÑ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা।  যাকাত : যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে।  হজ : হজ ইসলামের পঞ্চম ভিত্তি। হজ এর আভিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।  ইলম : ইলম আরবি শব্দ। এর অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। অপরদিকে ইসলাম অর্থ আনুগত্য করা ও আত্মসমর্পণ করা।  শিক্ষার্থীর বৈশিষ্ট্য : যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যতœশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়। একজন প্রকৃতি শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক।  ছাত্র-শিক্ষক সম্পর্ক : শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। পিতা-মাতার পরই শিক্ষকের মর্যাদা। শিক্ষক পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র। পিতা-মাতা সন্তানকে জন্ম দিয়ে শুধু লালন-পালন করেন। পক্ষান্তরে শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক। ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটি পিতা-পুত্রের সম্পর্কের ন্যায়।  শিক্ষা ও নৈতিকা : শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই শিক্ষা বলে। এ শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে।  জিহাদ : জিহাদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। আর ইসলামি পরিভাষায় জান-মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে (ইসলামকে) সমুন্নত করাই হলো জিহাদ। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর  বহুনির্বাচনি প্রশ্নোত্তর  ১. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি? ক সালাত খ যাকাত  সাওম ঘ হজ ২. ‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভ‚ত না হয়।’ অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে? ক হজ করা খ দান করা  যাকাত আদায় ঘ সাহায্য করা নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : বেলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। হজের সকল বিধি-বিধান সুষ্ঠুভাবে পালন করলেও অসুস্থতার কারণে তাওয়াফে যিয়ারত করতে পারেননি। ৩. বেলাল সাহেব হজের কোন বিধানটি পালনে অপারগ হয়েছেন? ক মুস্তাহাব খ সুন্নত গ ওয়াজিব  ফরজ ৪. এমতাবস্থায় বেলাল সাহেবের করণীয় কী?  পুনরায় হজ করা খ দম প্রদান করা গ সামর্থ্য থাকলে পুনরায় হজ করা ঘ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা  সৃজনশীল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন- ১  ইবাদত জনাব শফিকুর রহমান একজন রিকশা চালক। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের বিধি-বিধান মেনে চলেন। কেউ অসুস্থ হলে তার রিকশায় হাসপাতালে নিয়ে যান। একদা রিকশাচালক জনাব শফিকুর রহমান জনৈক যাত্রীর ব্যাগসহ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দেন। প্রধান শিক্ষক সাহেব টাকার মালিকের ব্যাগে সংরক্ষিত ঠিকানার মাধ্যমে টাকাসহ ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন। ক. হজের ওয়াজিব কয়টি? খ. ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য কী? বুঝিয়ে লেখ। গ. প্রধান শিক্ষক সাহেবের কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ কর। ক হজের ওয়াজিব ৭টি। খ ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভ। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। সুতরাং বলা যায়, দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিকনির্দেশনা লাভ করাই ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য। গ প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে হাক্কুল ইবাদ বা মানুষের অধিকার আদায় সম্পর্কিত ইবাদত পালিত হয়েছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা। আল্লাহর হুকুম ও আদেশ পালন করা এবং নিষেধ মেনে চলা যেমন ইবাদত তেমনি নবি রাসুলের দেখানো পথ অনুযায়ী চলা ও একে অপরের সাথে উত্তম আচার ব্যবহার করাও ইবাদত। ইবাদতের দুই প্রকারের মধ্যে হাক্কুল ইবাদত হলো বান্দার হক। ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এ গুরুত্ব উপলব্ধি করে উদ্দীপকের প্রধান শিক্ষক রিকশাচালক জনাব শফিকুর রহমানের নিকট থেকে জনৈক যাত্রীর ব্যাগসহ পাঁচ লক্ষ টাকা পেয়ে প্রকৃত মালিকের ঠিকানায় তা পৌঁছে দেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক এ কাজের মাধ্যমে হাক্কুল ইবাদ বা বান্দার হক আদায় করেছেন। যা একটি ফরজ ইবাদত। ঘ জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো হাক্কুল ইবাদ বা মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট। আমরা পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দেই। আপদে-বিপদে একে অপরকে সাহায্য-সহযোগিতা করি। পরস্পরের এই সহানুভ‚তি ও দায়িত্বই হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। ইসলামে মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এ গুরুত্ব কারণে করে উদ্দীপকের রিকশাচালক জনাব শফিকুর রহমান মানুষের প্রতি তার দায়িত্ব পালন করেছেন। তিনি অসুস্থ মানুষকে তার রিকশায় করে হাসপাতালে নিয়ে যান। তাছাড়া জনৈক যাত্রীর ব্যাগসহ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে তিনি সততার পরিচয় দিয়েছেন। আর এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ পালন করেছেন, যা ইবাদতের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদিসে এ বিষয়ে অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে। মহানবি (স) বলেছেন, “এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যেমন : সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাযায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া।” সুতরাং জনাব শফিকুর রহমানের মতো আমাদের সকলকে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হতে হবে। প্রশ্ন- ২  মালিক-শ্রমিক সম্পর্ক এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক সাজ্জাদ ও সাকিব সাহেব দুই বন্ধু। সাজ্জাদ সাহেব একটি পোশাক শিল্পের মালিক। গত রমযানের ঈদে শ্রমিকদের বোনাস দিতে গড়িমসি করায় কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা তাদের প্রাপ্য পেতে একদিন কর্মবিরতি পালন করে। অপরদিকে সাকিব ছাত্রজীবন থেকে পরোপকারী ছিলেন। বর্তমানে তিনি মেডিকেল

নবম-দশম ইসলাম তৃতীয় অধ্যায় ইবাদত Read More »

নবম-দশম ইসলাম দ্বিতীয় অধ্যায় শরিয়তের উৎস

দ্বিতীয় অধ্যায় শরিয়তের উৎস অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি  শরিয়ত : শরিয়ত আরবি শব্দ। এর অর্থ পথ, রাস্তা। এটি জীবনপদ্ধতি, আইন-কানুন, বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরিয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ, যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। ইসলামি পরিভাষায় ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়।  আল-কুরআন : শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হলো আল-কুরআন। ইসলামি শরিয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল-কুরআন। এর ওপরই ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। আল-কুরআন শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল।  মক্কি ও মাদানি সূরা : আল-কুরআন সর্বমোট ৩০টি অংশে বিভক্ত। এ অংশগুলোকে পারা বলা হয়। কুরআন মজিদে রয়েছে ১১৪টি সূরা এবং ৬২৩৬টি মতান্তরে ৬৬৬৬টি আয়াত। অবতরণের সময় বিবেচনায় কুরআন মজিদের সূরাসমূহ ২ ভাগে বিভক্ত। যথা : মক্কি ও মাদানি। সাধারণভাবে বলা যায়, পবিত্র মক্কা নগরীতে আল-কুরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সূরা। আর মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানি সূরা।  তিলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য : তিলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা, পড়া, অনুসরণ করা ইত্যাদি। আল-কুরআন পাঠ করাকে ইসলামি পরিভাষায় কুরআন তিলাওয়াত বলা হয়। হালকাভাবে আল-কুরআন পাঠ করলে চলবে না বরং একে খুবই গুরুত্বের সাথে তিলাওয়াত করতে হবে। এর মর্মার্থ ও তাৎপর্য উপলব্ধি করতে হবে।  সূরা আশ-শামস : সূরা আশ-শামস মক্কি সূরার অন্তর্গত। এর আয়াত সংখ্যা ১৫টি। এ সূরার প্রথম শব্দ শামস থেকে এর নামকরণ করা হয়েছে আশ-শামস। এটি আল-কুরআনের ৯১তম সূরা।  সূরা আদ-দুহা : সূরা আদ-দুহা আল-কুরআনের ৯৩তম সূরা। এর আয়াত সংখ্যা ১১, এটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। সূরাটির প্রথম শব্দ দুহা থেকে এ সূরার নামকরণ করা হয়েছে আদ-দুহা।  সূরা আল-ইনশিরাহ : সূরা আল-ইনশিরাহ মক্কি সূরাসমূহের অন্যতম। এর আয়াত সংখ্যা মোট ৮। এটি আল-কুরআনের ৯৪তম সূরা। সূরার প্রথম আয়াতে নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এ সূরার নাম রাখা হয়েছে আল-ইনশিরাহ।  সূরা আত-তীন : সূরা আত-তীন আল-কুরআনের ৯৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ এবং আয়াত সংখ্যা ৮। সুরার প্রথম শব্দ তীন থেকে এর নাম আত-তীন হয়েছে।  শরিয়তের তৃতীয় উৎস আল-ইজমা : শরিয়তের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ- একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়।  শরিয়তের চতুর্থ উৎস আল-কিয়াস : শরিয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধানকে কিয়াস বলে। অন্য কথায়, কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামি মূলনীতি অনুযায়ী বিচার-বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস।  শরিয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা : শরিয়ত হলো ইসলামি বিধিবিধানের সমন্বিত রূপ। পরিভাষায় শরিয়ত বলতে এমন সুদৃঢ় সোজাপথকে বুঝায় যার দ্বারা তার অবলম্বনকারী ব্যক্তি হিদায়াত ও সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারেন। আর আহকাম হলো বিধানাবলি। ইসলামি শরিয়তের আহকাম বা বিধানাবলি সংক্রান্ত পরিভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব  , মুবাহ, হালাল-হারাম ইত্যাদি। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর  বহুনির্বাচনি প্রশ্নোত্তর  ১. لَا تَـقْـهَـرْ (লা-তাক্হার) অর্থ কী? ক ধমক দেবেন না খ নিষেধ করবেন না গ আশ্রয় দেবেন না  কঠোর হবেন না ২. ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল? ক ২৮  ৪২ গ ৪৭ ঘ ৮৬ ৩. মক্কি সূরার বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছেÑ র. শিরক-কুফরের পরিচয় রর. মুনাফিকদের ষড়যন্ত্রের কথা ররর. শরিয়তের সাধারণ নীতিমালা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪Ñ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : আলম সাহেব গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি তাঁর ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন। ৪. আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণœ হয়েছে? ক গরিবদের খ অসহায়দের  ইয়াতিমদের ঘ বঞ্চিতদের ৫. আলম সাহেবের কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে?  কুরআন খ হাদিস গ ইজমা ঘ কিয়াস ৬. আলম সাহেবের কাজের জন্য তাকে কী বলা যায়? ক ফাসিক খ কাফির  মুনাফিক ঘ যালিম  সৃজনশীল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন- ১  সূরা আল-ইনশিরাহ ও সূরা আল-মাউন সাজিব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সাজিব প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহŸান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটুক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে সে শিক্ষকের শরণাপন্ন হয়, শিক্ষক কুরআনের নিম্নোক্ত আয়াতটি পড়ে শোনান ক. ‘ফারগব’ শব্দের অর্থ কী? খ. ‘আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি’Ñ বুঝিয়ে লেখ। গ. সাজিবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ঘ. সাজিদের কার্যক্রম সূরা আল-ইনশিরাহ এর আলোকে বিশ্লেষণ কর। ক ‘ফারগব’ ( ) শব্দের অর্থÑ অনন্তর মনোনিবেশ করুন। খ ‘আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি।’Ñ এটি পবিত্র কুরআনের সূরা আত-তীনের ৪নং আয়াত। মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি আশরাফুল মাখলুকাত । মানুষকে সুন্দর আকৃতি ও চমৎকার গঠনে সৃষ্টি করে আল্লাহ অন্যান্য মাখলুকাত থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অত্র আয়াতে এটাই বোঝানো হয়েছে। গ সাজিবের কাজের মাধ্যমে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আল-মাউনে বলেন, ‘দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে। প্রকৃতপক্ষে মুনাফিকরা লোক দেখানোর জন্যই সালাত আদায় করে। সালাত সম্পর্কে তারা উদাসীন। যেমনটি আমরা দেখি উদ্দীপকের সাজিবের চরিত্রে। সে প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিবের এ ধরনের কর্মকাণ্ডে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না। বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্যই তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। ঘ পবিত্র কুরআনের সূরা আল-ইনশিরাহর আলোকে উদ্দীপকের সাজিদের কার্যক্রম বিশ্লেষণ করা হয়েছে। সাজিদ একজন ইমানদার ব্যক্তি। সে এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার আহŸান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অসহনীয় অত্যাচারে সাজিদ ব্যথিত হয়। পবিত্র কুরআনের সূরা আল-ইনশিরাহ পাঠ করলে আমরা এ ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাই। নবুয়ত লাভের পর রাসুলুল­াহ (স) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করলে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা

নবম-দশম ইসলাম দ্বিতীয় অধ্যায় শরিয়তের উৎস Read More »

নবম-দশম ইসলাম প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন

প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি  ইসলাম : ইসলাম আরবি শব্দ। আভিধানিক অর্থ হলোÑ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তায়ালা ও রাসুল (স)-এর আনুগত্য করাকে ইসলাম বলে।  ইমান : ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। যার অর্থ : বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়, শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।  তাওহিদ : তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তাওহিদের মূল কথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়।  আল্লাহ তায়ালার পরিচয় : আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়।  কুফর : কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির।  শিরক : শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক।  নিফাক : নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক।  রিসালাত : রিসালাত শব্দের আভিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল।  আসমানি কিতাব : কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তায়ালা থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তায়ালা ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে ৪ খানা বড় ১০০ খানা ছোট।  আখিরাত : আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানবজীবনের দুটি পর্যায় রয়েছে। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন। আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত জীবনের কয়েকটি স্তর রয়েছে। যেমন : মৃত্যু, কবর, কিয়ামত, হাশর, মিযান, সিরাত, শাফাআত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর  বহুনির্বাচনি প্রশ্নোত্তর  ১. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয়?  ইমান খ ইসলাম গ ইহসান ঘ ইনসাফ ২. ‘আলহিকমাতু’ শব্দের অর্থ কী? ক উপদেশ  প্রজ্ঞা গ জ্যোতি ঘ অনুগ্রহ ৩. মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্নস্তরে অবস্থান করবে, কারণ তারা- র. সমাজে চিহ্নিত মানুষ রর. অন্তরে কুফর লুকিয়ে রাখে ররর. কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : পৃথিবী সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এ অবস্থা দেখে সুলতান সাহেব মনে করেন, পৃথিবী আর ধ্বংস হবে না। ৪. সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টিকে অস্বীকার করেন? ক কবর খ হাশর  কিয়ামত ঘ মিযান ৫. সুলতান সাহেবের ধারণার ফলে, তাকে বলা যায়-  কাফির খ মুশরিক গ ফাসিক ঘ মুনাফিক  সৃজনশীল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন- ১  নিফাক ও কুফর ফরিদ ও সেলিম সহপাঠী। তারা উভয়ে আগামীকাল ৯.০০ ঘটিকায় বিদ্যালয়ে আসবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। পরদিন সেলিম নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকলেও ফরিদ বিদ্যালয়ে যথাসময়ে আসেনি। বেলা ১১.০০ ঘটিকায় তার সাথে দেখা হলে সে বলে আমি তো তোমার সাথে ঠাট্টা করেছি। এরপর দুইজন মিলে ক্যান্টিনে গিয়ে খেতে বসল। খাওয়ার পর তারা দেখল জনৈক ব্যক্তি কিছু তরল নেশাজাতীয় দ্রব্য পান করছে। ফরিদ ঐ ব্যক্তিকে নিষেধ করতে চাইলে সেলিম তাকে বিরত রেখে বলল, ‘এতে দোষের কিছু নেই।’ ক. ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাকে কী বলে? খ. আখিরাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কেন? গ. ফরিদের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ঘ. সেলিমের বক্তব্য ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ কর। ক ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাকে কুফর বলে। খ আখিরাতে বিশ্বাস স্থাপন করা ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল এবং ইহজীবনের আমল সম্বন্ধে সতর্ক করে তোলে। তাই আখিরাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। গ ফরিদের আচরণে নিফাকি প্রকাশ পেয়েছে। কারণ ফরিদ তার সহপাঠী সেলিমকে কথা দিয়ে কথা রাখেনি। অর্থাৎ সে ওয়াদা ভঙ্গ করেছে। আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। মহানবি (স) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি : যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তার খিয়ানত করে। উদ্দীপকে আমরা দেখি, দুই বন্ধু ফরিদ ও সেলিম একটি নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে একত্রিত হতে প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও ফরিদ প্রতিজ্ঞা ভঙ্গ করে। সুতরাং, আলোচনার দ্বারা একথা নির্দ্বিধায় বলা যায় যে, ফরিদের আচরণে নিফাকি প্রকাশ পেয়েছে। ঘ সেলিমের বক্তব্য কুফরের শামিল। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। তন্মধ্যে হারামকে হালাল মনে করাও কুফরি। মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে আল্লাহ হারাম করেছেন। যদি কেউ এ কাজগুলোকে হালাল মনে করে তবে নিঃসন্দেহে সে কাফির হয়ে যাবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, “হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণয় করা এসব নোংরা ও অপবিত্র শয়তানের কাজ ব্যতীত আর কিছুই নয়। সুতরাং তোমরা এসব (অপকর্ম) থেকে বেঁচে থাক। আশা করা যায়, তোমরা সফলতা লাভে সক্ষম হবে।” আর মহানবি (স) বলেছেন, “প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম।” উদ্দীপকের সেলিম হারামকে হালাল বা বৈধ মনে করে বলে, ‘এতে দোষের কিছু নেই’। তার এ বক্তব্য ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ করলে প্রমাণিত হয় যে, সে এ কাজে সহযোগিতা করেছে। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। তার উচিত হালালকে হালাল হিসেবে গ্রহণ ও হারামকে হারাম হিসেবে বর্জন করা। সুতরাং উপরোক্ত আলোচনার দ্বারা একথা প্রমাণিত হয় যে, সেলিমের বক্তব্য ইসলামের দৃষ্টিতে কুফরির অন্তর্ভুক্ত। প্রশ্ন- ২  নিফাক ও আখিরাতে বিশ্বাস প্রেক্ষাপট-১ আদ্যক্ষর সু নামক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার পেশাগত প্রশিক্ষণ, এমনকি ডিপ্লোমা সনদ নেই। তারপরও তাঁরা চিকিৎসক ও সেবিকা

নবম-দশম ইসলাম প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন Read More »

Class 9-10 English 2nd Paper Composition Writing

SSC English 2nd Paper Composition Writing  List of Composition Science in Everyday Life/The Wonders of Modern Science/The Triumph of Science/The Blessings of Science. Newspapers/The role of newspaper in Modern life/Importance of Reading Newspaper/Importance of Newspaper. Television/Uses and Abuses of Television. Uses & Abuses of Satellite TV. The Use of Computer in Daily Life.. Student Life/The Duties of a student. Physical Exercise. Value of Time. Discipline. Drug Abuse. Population Problem in Bangladesh/Population Explosion in Bangladesh. A Journey by Train/A Journey You Have Recently Enjoyed/My Experience of a Journey by Train. A Journey by Boat. A Journey by Bus. My Favourite Hobby/My Hobby/Gardening as My Hobby. My Favourite Game/My Favourite Sport /The Game I like Most. My Aim in Life/My Future plan of life. My Favourite Teacher/The Person I like Most. My Childhood Memories/Some Sweet Recollections of My Childhood. My Daily Life/A Typical Day of mine/My Daily Routine. Prize Giving Ceremony of Our School / sports day. The Season I like Most/The Spring in Bangladesh. Rainy season. Floods in Bangladesh. The Rivers of Bangladesh. The Fruits of Bangladesh. A village Market. A Village Fair. Tree plantation. My Visit to a Historical Place. r    Composition †jLvi mnR Tips : cÖ_‡gB wk‡ivbvg ev Title wjL‡Z n‡e| Composition Gi m¤¢ve¨ word msL¨v n‡e 250| Composition Gi g~jZ 3wU Ask _v‡K : Introduction, body Ges conclusion| †h wel‡qi Dci Composition †jLv nq Zvi g~jfve mswÿßfv‡e Introduction As‡k wjL‡Z n‡e| welqe¯‘i we¯ÍvwiZ eY©bv avivevwnKfv‡e c¨viv AvKv‡i body As‡k Dc¯’vcb Ki‡Z n‡e| conclusion As‡k m¤ú~Y© welqe¯‘i Dci mgvwßm~PK e³e¨ wjL‡Z n‡e|       Science in Everyday Life/The Wonders of Modern Science/The Triumph of Science/ The Blessings of Science We live in an age (hyM) of science. We cannot think of our modern life without the blessing (Avkxe©v`) of science. Science has given us many things. The inventions (Avwe¯‹vi) of science have made our life easy and comfortable. It has brought the world smaller. Computer, mobile etc. are the recent inventions of science. With the help of these, we can communicate with others within a moment. We see the blessings of science in the field of medical, recreation (we‡bv`b), education, agriculture, transport, construction, industry etc. In city life, we enjoy mostly the gifts of science. We use computer that can do almost everything. We cannot do (Pj‡Z cvwibv) a single day without using mobile, computer, internet, telephone etc. The blessing of science lights up (Av‡jvwKZ K‡i) streets and houses. Cinema shows, radio, televisions, electronic fans all are gifts of science. Scientific machines and medicines purify (cwiï× K‡i) water. Mills and factories are run with the help of electricity. Medical science has lessened (Kwg‡q‡Q) human sufferings (†fvMvwšÍ) and it has increased the joys of life. Penicillin,   x-ray, biopsy, ultra sonogram, E.C.G. etc. are the wonders of modern science. Complicated (RwUj) medical treatment is also provided by the doctors who use scientific measures (gvc) in every step of their work. In the field of education, science has widened (cÖ¯^¯’ K‡i‡Q) our horizon of knowledge. We can read printed books with the help of science. Students and teachers can easily get their necessary information’s on the in internet. In the field of agriculture, science has invented tractors, power tillers, power pumps etc. Besides, the use of scientific measures has increased the quantity of crops. All these inventions have benefited (jvfevb K‡i‡Q) us. Science has added a new dimension (gvÎv) in the case of communication system. It has invented aeroplanes, buses, trains, steamers, rockets, launches etc. All these inventions have removed the distance of place. Thus, science has saved our valuable time. We can now travel hundreds of miles within a short time. However, science is not mere (wbQK) blessing. Sometimes it becomes a curse. It becomes curse during war. Some destructive weapons (aŸsmvZ¡K A¯¿) are used in killing people. People also use the inventions of science in different kinds of evil (Amr) purposes. The inventions of science are no doubt blessing for us. It has done a lot for the development of human civilization. We are mostly (A‡bKvs‡k) dependent on the inventions of modern science in our everyday life. Newspapers/The role of newspaper in Modern life/Importance of Reading Newspaper/ Importance of Newspaper   A newspaper is a paper that gives us news of day to day (ˆ`bw›`b) happenings (NUbv) of the different parts of the world. It is one of the blessings of the modern civilization. We cannot think of modern life without the newspaper. The first newspaper was published in China. Venice of Italy was the first place where the first newspaper saw the light of the day (w`‡bi Av‡jv) in Europe. During the reign (kvmbvg‡j) of Elizabeth it was published in England. The “Indian Gazette” published in 1774 was the first newspaper in the sub-continent (Dcgnv‡`k). “The Samachar Darpan” brought out by the Missionaries of Sree Rampur was the first Bengali newspaper.   There are various kinds of newspapers in the world. They are dailies, weeklies, monthlies, fortnightlies (lvb¥vwmK), and so on. The daily newspaper carries the news of the daily affairs. It is popular with all sections of people. Other kinds of newspapers are known as periodicals (mvgwqKx) and magazines. They contain articles, stories, literatures, poems and some other items.   Newspaper is very useful to all sections of people. It tells us what is happening at home and abroad (†`k-we‡`‡ki). It is said that, newspaper is a store house of knowledge. It familiarizes (cwiwPZ Kivq) the students with the world outside. Merchants (ewYK) read the newspaper to know the condition of the market, Lovers of sports go through (c‡o) them to get the sports news, and Politicians come to know the political news of the world. The employment seekers (PvKzix cÖv_©xiv) get useful information in it. It is for all these reasons newspapers are a great concern to all.   Newspaper leads (cwiPvwjZ K‡i) the people and nation in right way. But this is often ignored (D‡cwÿZ). As the newspapers are owned by different political parties, they provide news and express views (gZvgZ cÖKvk K‡i) in

Class 9-10 English 2nd Paper Composition Writing Read More »

Class 9-10 English 2nd Paper Paragraph Writing

SSC English 2nd Paper Paragraph Writing  List of Paragraph A Tea Stall Traffic Jam A School Magazine Tree Plantation The Life of a Farmer Bad Effects of Smoking A Winter Morning A Rainy Day The Life of a Street Hawker or A Street Hawker My Visit to a Book Fair Deforestation Environmental Pollution My Last Day at School Early Rising Your Aim in Life/Future Plan   Paragraph (c¨vivMÖvd) †jLvi mnR wUcm : cÖ`Ë cÖkœ¸‡jvi Av‡jv‡K Paragraph wjL‡Z n‡e| cÖkœ¸‡jvi DËi GKwU GKwU K‡i bv w`‡q eis Ggb fv‡e wjL‡Z n‡e hv‡Z cy‡iv Paragraph Ry‡o cÖkœ¸‡jvi DËi kÖæwZgayifv‡e _v‡K| cÖ‡qvR‡b cÖ‡kœi evB‡iI Z_¨ †`Iqv †h‡Z cv‡i| cy‡iv Paragraph GKwU c¨vivq wjL‡Z n‡e| †ev‡W©i cÖ‡kœ 100 ev 250 words-G Paragraph wjL‡Z ejv nq|   Write a paragraph on ‘A Tea Stall’.   Ans.                                                                                     A Tea Stall A tea stall is a small shop. Tea is mainly sold here for the passers-by. It is a common place to all classes of people. It is usually found at the turn (†gvo) of the road, bus stands, railway stations, bazars or even beside offices where the common people are available. It opens early in the morning and closes at late night. Biscuits, bread, bananas, betel leaf (cvb cvZv) and different kinds of handmade snacks are also available there. A tea stall is furnished with some benches and tables. A boy is employed in a tea stall to serve the people. The manager generally sits beside the cash box inside his tea stall. He receives money from the customers. He also looks after the overall management of it. People who come to a tea stall usually do not leave it immediately (ZvrÿwYKfv‡e) after taking a cup of tea. People refresh (m‡ZR K‡i) themselves with a cup of tea in a tea stall. A tea stall is also a place where social disputes are discussed. They mainly talk about politics and current affairs. This is why it is called a Mini Sangsad. Infact, a tea stall is nowadays an important place of social gathering and at the same time a place of charm for the common people. So, a tea stall occupies an important place in our day-to-day life.   Write a paragraph on ‘Traffic Jam’.   Ans.                                                              Traffic Jam Traffic jam means blockade (¯’weiZv) of vehicles. It is one of the major problems of modern time. It is mainly happened in urban (kû‡i) areas. There are a lot of reasons behind traffic jam. This problem is created by the rapid growth of population and the increasing number of vehicles. The roads of our country are very narrow (miæ/AcÖk¯Í). There are many unlicenced vehicles (hvbevnb) in our country. The drivers are not willing to obey traffic rules. They want to drive according to their freedom. As a result, traffic jam is created. Traffic jam is very harmful for our life. During traffic jam, life stands still. It is really unbearable (Amnbxq) and miserable (†kvPbxq/`ywe©ln). It kills our valuable time and our works are hampered widely (e¨vcKfv‡e). It causes great sufferings to the ambulance carrying dying patients and the fire brigade vehicles. However, this problem can be solved by taking some steps. We should obey the traffic rule. Our government should construct spacious (cÖk¯Í) roads. One way movement of vehicles should be introduced. Traffic rules should be imposed strictly (K‡Vvifv‡e Av‡ivc Kiv DwPZ) so that the drivers are bound to obey traffic rules. Sufficient (ch©vß) traffic police should be posted (wb‡qvM Ki‡Z n‡e) on important points. Finally unlicenced vehicles should be removed. By doing the above things, we can be free from traffic jam. Write a paragraph on ‘A School Magazine’.   Ans.                                                                             A School Magazine A school magazine is an annual publication of a school. It is usually published once a year. Students and teachers write to it. It contains the literary works or other information of a school. It also contains quizzes (auv-auv), poems, short-stories etc. Some teachers and students work for it. The committee is formed among them. The editor invites writings. Then the best writings are selected for publishing (cÖKvkbvi Rb¨). Mainly students and teachers bear the expenditure (LiP) for the publication of the magazine. A fund is formed named ‘magazine fund’ for this. A school magazine has great importance in school life. A student can express his latent (myß) talent through it Students can know about their school. They can also enrich (mg„× K‡i) their knowledge. Every school should publish a school magazine. It is a part and parcel (Awe‡”Q`¨ Ask) of school life.   Write a paragraph on ‘Tree Plantation’.   Ans.                                                           Tree Plantation Tree Plantation means planting seedlings (PvivMvQ) in an organized way. The importance of tree plantation cannot be ignored any more. Through tree plantation our environment remains balanced properly. Natural calamities (`~‡h©vM) cannot occur unexpectedly. Our demand of food is met up. Oxygen is properly balanced in air. The most important thing is that ecological balance remains fit for the betterment of the maintenance of humans, animals and plants as well. If trees are not planted, we cannot get food, oxygen and different kinds of needful elements. So, there is a close relationship in between trees and humans. If there had been no trees, the environment would have lost balance. Floods and drought (Abve„wó) may occur repeatedly (evievi). Lands would turn into desert place. The rainy season is the best time for plantation of trees. We can plant trees in the lands which are uncultivable. Road-side, road-divider, rooftop etc. can also be used to plant trees. We should take some effective measures to grow them well. We should take care of them properly so that the animals or other concerns cannot damage them. We can get available trees from any nursery or govt. agriculture department. We can take several actions to make tree plantation successful. We can take part in tree plantation campaign. The campaign may be held in schools, colleges, universities or in any other populated (Rbeûj) places. We may also arrange tree fair in the rainy

Class 9-10 English 2nd Paper Paragraph Writing Read More »

Class 9-10 English 2nd Paper E-mail Writing

SSC English 2nd Paper E-mail Writing   E-mail an e-mail to the railway Station Manager asking him for booking a ticket for you. an e-mail to your father informing him about your preparation for SSC examination. an e-mail to your younger brother congratulating him for his brilliant result. an e-mail to the manager requesting him to send you a Membership Form. an e-mail to your father in Singapore telling him about your result in your SSC Exam. an e-mail requesting him to visit your house during the Eid vacation. an e-mail to the editor requesting him for sending you the guidelines and other information of the competition.   E-mail Kx? B-†gBj n‡jv B‡jKUªwbK †gBj Gi mswÿß iƒc| GwU Avm‡j GK ai‡bi wPwV| B-†gBj cvVv‡Z Ges MÖnY Ki‡Z B-†gBj wVKvbv cÖ‡qvRb| eZ©gvbKv‡j †hvMv‡hv‡Mi †ÿ‡Î B-†gBj ¸iæZ¡c~Y© f‚wgKv cvjb Ki‡Q| B-†gBj Gi gva¨‡g Text, Picture, Audio Ges Video gyn~‡Z©i g‡a¨B †cÖiY Ges MÖnY Kiv hvq|   E-mail Gi KvVv‡gv : E-mail Gi wewfbœ Ask e¨vL¨vmn †`Iqv n‡q‡Q| g‡bv‡hvM mnKv‡i c‡ov| E-mail †jLvi mnR Tips : B-†gBj AvbyôvwbK ev AbvbyôvwbK n‡Z cv‡i| m¤§vbm~PK Awfev`b †hgb : Dear Sir/Madam Ges AvšÍwiK Awfev`b †hgb : Your sincerely, Yours faithfully BZ¨vw` e¨envi Kiv hvq| wKš‘ hw` Nwbô e¨w³i Kv‡Q †jLv nq Z‡e GB iKg AvbyôvwbK aib e¨envi Kiv nq bv| B-†gBj evZ©vwU mswÿß I mywbw`©ó nq| B-†gBj evZ©vwU cvVv‡bvi Av‡M fyj n‡q‡Q wKbv Zv cixÿv K‡i †bIqv DwPZ| Suppose, you will go to Dhaka to attend the marriage ceremony of one of your cousins. So you want to book a train ticket for a fixed day. Now, write an email to the railway Station manager asking him for booking a ticket for you. To : railwaybookingdha@gmail.com Cc : Bcc : Subject : ticket booking Dear Sir, I would like to inform (Rvbv‡Z) you that I have planned (cwiKíbv K‡iwQ) to go from chittagong to Dhaka by train on the 7th instant (GB gv‡mi). I need a ticket of the Subarna Express. I request you to keep a second class (wØZxq †kªwYi) ticket for me.   Thanking you Rohan Chowdhury 212, Port Colony, Chittagong Phone No : 0192……………..   Suppose, you are Sumon. You are going to appear at the SSC examination. Write an email to your father informing him about your preparation for SSC examination. To : kashem@yahoo.com Cc : Bcc : Subject : preparation for SSC examination. dear father, At first take my salam. I am very glad (Lywk) to receive your letter. I assure (wbðqZv w`w”Q) you that you need not think so much about my studies. I am preparing very well for the SSC examination. Well, you will be delighted (Avbw›`Z) to know that I have got GPA5 in the test examination. I have already completed (†kl K‡iwQ) my revision. Convey (†cuЇQ w`Z) my salam to mother. Pray for me. Your affectionate son, Sumon   Suppose you are Rafi and you live in Dhaka. Your younger brother is Bappi who lives in another city. Recently, you have informed that he has scored a brilliant result in his annual examination. Now, write an email to your younger brother congratulating him for his brilliant result.   To : bappi@gmail.com Cc : Bcc :   Subject : congratulations for brilliant result. Dear Bappi, I’ve just received your message. I’m very happy to know that you’ve got GPA 5 in your JSC exam. Congratulations (Awfb›`b) for your brilliant (AmvaviY) result. I hope you’ll do better in future. Go ahead. I bless (Avwke©v` Kwi) you from my heart. With best wishes your elder brother, Rafi   Suppose Bangladesh Foundation has an advertisement in the national dailies to form a young learner’s group. Now, write an email to the manager requesting him to send you a Membership Form. To       : ylgbd@yahoo.com Cc       : Bcc     :   Subject : Request for sending a membership form.   Dear Sir, From your advertisement (weÁvcb) published in the Daily Star on 5 July 2015 I have come to know that you are going to form a Young Learner’s Group. I am eagerly (AvMÖ‡ni mv‡_) interested to join in such activity. I have read the prospectus of Bangladesh Foundation. The goal and objectives of this organization attracted me very much. So, I want to take part in forming (MV‡b) the organization. I request you to send me a Membership Form and conditions for installing (¯’vcb Kivi) the group.   Thanking you, Shafi   Write an email to your father in Singapore telling him about your result in your SSC Exam.   To           :   shahin@gmail.com Cc           : Bcc         :   Subject  :   SSC result.   Dear Father, Hope that you are in good health (my-¯^v‡¯’¨). You will be glad to know that I have done well in the SSC examination. I have got GPA 5 by the grace (K…cvq) of Almighty Allah. I am very much excited (Avbw›`Z). But if you were here I would be more happy. take care of you health. No more today. with best regards.   Your loving son, Mahin   Suppose, you are Jahir living in Pabna. Your friend Shahrukh Kabir is going to have an Eid vacation next month. Now, write an e-mail requesting him to visit your house during the Eid vacation. To : skabir2000@yahoo.com Cc : Bcc : Subject : Request to visit our house.   Dear Shahrukh, Accept my cordial (AvšÍwiK) love. Hope you are well. Friend, I would like to invite you to pass (KvUv‡bvi Rb¨) few days with me in my village during the ensuing (Avmbœ) Eid vacation. You will be able to enjoy the wonderful natural beauty here. Here in the river Chitra you can enjoy boating and taking a thrilling (†ivgvÂKi) bath with great pleasure. My parents will be highly (AZ¨waK) glad to have you (†Zvgv‡K †c‡q) amongst us. Hope, I am getting a good news from you very soon.   Yours loving Jahir   Suppose, you want to participate in the Inter-School Debate Competition-2016 organized by The Daily Prothom Alo, one of the leading national dailies in Bangladesh.

Class 9-10 English 2nd Paper E-mail Writing Read More »

Scroll to Top