ষষ্ঠ শ্রেণির বাংলা বাচতেদাও
বাচতেদাও বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ কবি পরিচিতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৯২০ ১৯২৯ গ ১৯৪০ ঘ ১৯৫০ ২. শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু কোথায়? (জ্ঞান) ক রাজশাহীতে খ খুলনায় ঢাকায় ঘ বরিশালে ৩. শামসুর রাহমান কোন বিষয়ে সিদ্ধহস্ত ছিলেন? (জ্ঞান) ক কবিতা লেখায় খ সাংবাদিকতায় কবিতা অনুবাদে ঘ সম্পাদনায় ৪. শামসুর রাহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন? (জ্ঞান) ক জনকণ্ঠ খ প্রথম আলো দৈনিক বাংলা ঘ দৈনিক আজাদী ৫. শামসুর রাহমানের কবিতার বিষয়বস্তু হিসেবে কোনটি উল্লেখযোগ্য? নাগরিক জীবন খ পল্লিজীবন গ অবহেলিত জীবন ঘ শোষিতের জীবন ৬. কবি শামসুর রাহমান পেশায় কী ছিলেন? ক শিক্ষক খ উকিল সাংবাদিক ঘ ব্যাংকার ৭. ‘এলাটিং বেলাটিং’ বইটি কার লেখা? ক আল মাহমুদের খ জসীমউদ্দীনের শামসুর রাহমানের ঘ রবীন্দ্রনাথের ৮. কবি শামসুর রাহমানের মৃত্যু সাল কোনটি? ক ২০০৪ খ ২০০৫ ২০০৬ ঘ ২০০৭ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৯. কবি শামসুর রাহমানের কবিতার নানা অনুভ‚তিতে রূপায়িত হয়েছে [দাউদ পাবলিক স্কুল, যশোর সেনানিবাস] র. নাগরিক জীবন রর. মুক্তিযুদ্ধ ররর. গণআন্দোলন নিচের কোনটি সঠিক? ক র খ রর ও ররর গ র ও রর র, রর ও ররর ১০. কবি শামসুর রাহমান যেখানে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন- (অনুধাবন) র. মর্নিং নিউজ রর. রেডিও বাংলাদেশ ররর. দৈনিক গণশক্তি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ১১. কবি শামসুর রাহমানের প্রাপ্ত পুরস্কার- (অনুধাবন) র. বাংলা একাডেমি পুরস্কার রর. একুশে পদক ররর. মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ন্ধ মূলপাঠ º বোর্ড বই, পৃষ্ঠা ৭৯ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. রঙিন ঘুড়ির পেছনে কে ছুটছে? (জ্ঞান) ক মাঝি খ বৃদ্ধা গ দস্যি ছেলে দুরন্ত বালক ১৩. নীল আকাশে কে মেলেছে পাখা? (জ্ঞান) ক বক খ পানকৌড়ি সোনালি চিল ঘ কাক ১৪. মধ্যদিনে নরম ছায়ায় ডাকছেÑ (জ্ঞান) ঘুঘু খ শালিক গ কোকিল ঘ হাঁস ১৫. বালির ওপর কত কিছু আঁকছে কে? ক মাঝি খ কেঁচো গ পাখি শিশু ১৬. ‘পানকৌড়ি’ কোথায় নাইছে? (জ্ঞান) ক নদীতে খ পুকুরে গ দিঘিতে কাজল বিলে ১৭. ‘সুজন মাঝি’ কোথায় নৌকা বাইছে? (জ্ঞান) ক পুকুরে গহিন গাঙে গ ঝিলের জলে ঘ বিলে ১৮. ‘নরম রোদে’ কে নাচ জুড়েছে? (জ্ঞান) ক কোকিল খ টুনটুনি শ্যামাপাখি ঘ ময়না ১৯. শিশু, পাখি, ফুলের কুঁড়ি – সবাইকে আজÑ (জ্ঞান) ক জাগিয়ে তোলো বাঁচতে দাও গ নতুন প্রাণ দাও ঘ আলো দাও ২০. দুরন্ত শিশু কীসের ওপর আঁকাআঁকি করছে? (জ্ঞান) ক মাটির ওপর বালির ওপর গ মেঝেতে ঘ সাইনবোর্ডে ২১. সোনালি চিল কোন আকাশে পাখা মেলেছে? (জ্ঞান) ক পুব আকাশে খ পশ্চিম আকাশে গ মধ্য দুপুরের আকাশে নীল আকাশে ২২. কে আলোর খেলা খেলছে রোজই? (জ্ঞান) জোনাক পোকা খ কবুতর গ পানকৌড়ি ঘ বিড়াল ২৩. ‘বাঁচতে দাও’ কবিতায় ‘নরম রোদ’ বলতে কী বোঝানো হয়েছে? ক প্রখর রোদ খ তীব্র রোদ মৃদু রোদ ঘ মেঘাচ্ছন্ন রোদ ২৪. ‘বাঁচতে দাও’ কবিতায় ‘নরম ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন) ক শুষ্ক ছায়া শীতল ছায়া গ গাছের ছায়া ঘ কোমল রোদ ২৫. শামসুর রাহমান ‘বাঁচতে দাও’ কবিতায় সবার কোন অধিকার কামনা করেছেন? (অনুধাবন) ক হাসার খ নাচার বাঁচার ঘ খেলার ২৬. ‘বাঁচতে দাও’ কবিতায় বালককে ছুটতে দেয়ার দ্বারা কবি কোন স্বাধীনতা বুঝিয়েছেন? (অনুধাবন) স্বাধীনচেতা জীবন খ প্রাণ খুলে বলার স্বাধীনতা গ পরাধীন জীবন ঘ দুষ্টুমিকে প্রশ্রয় দেয়া ২৭. ‘রানু রান্না শিখতে চায় কিন্তু তার বাবা নিষেধ করেন’‘বাঁচতে দাও’ কবিতার আলোকে তার বাবার ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য? (প্রয়োগ) ক রাঁধতে দাও শিখতে দাও গ বাঁধতে দাও ঘ নাচতে দাও ২৮. কোন কবিতায় প্রকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে? (অনুধাবন) ক বন্দনা বাঁচতে দাও গ ফাগুন মাস ঘ পাখির কাছে ফুলের কাছে বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৯. ‘বাঁচতে দাও’ কবিতায় যেসব পাখির নাম উল্লেখ আছে (অনুধাবন) র. ঘুঘু রর. টিয়ে ররর. শ্যামা নিচের কোনটি সঠিক? ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. ‘বাঁচতে দাও’ কবিতায় কবি (অনুধাবন) র. বালকের ছোটার অধিকার চেয়েছেন রর. বৃদ্ধের সেবার অধিকার চেয়েছেন ররর. ঘুঘুর ডাকার অধিকার চেয়েছেন নিচের কোনটি সঠিক? ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩১. কবি বাঁচতে দিয়ে বলেছেন (অনুধাবন) র. শিশুকে রর. পাখিকে ররর. ফুলের কুড়িকে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও : ‘আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দোলো না পায়ে ছিঁড় না নরম পাতা।’ ৩২. অনুচ্ছেদের ‘ঘাস ফুলের’ আবেদন নিচের কোন কবিতার কবির আহŸানের প্রতিনিধিত্ব করে? (প্রয়োগ) বাঁচতে দাও খ পাখির কাছে ফুলের কাছে গ সভা ঘ মুজিব ৩৩. অনুচ্ছেদ ও উক্ত কবিতার আহŸানটি মূলত (উচ্চতর দক্ষতা) র. প্রকৃতির স্বাভাবিকতা রক্ষা রর. পরিবেশ সংরক্ষণ করা ররর. ঘাস ফুলকে যতœ করা নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও : লিটন চৌধুরী নিজ বাড়িতে প্রচুর ফলদ, বনজ ও ফুলের গাছ লাগিয়েছেন। তার ছেলে বাবার এসব প্রকৃতিপ্রীতি পছন্দ করে না। সে ফুলের গাছে ফুল ফোটার আগেই কলি নষ্ট করে দেয়। আর বাবার অনুপস্থিতিতে নির্বিচারে গাছ কেটে বিক্রি করে। গাছে পাখি বসলে বন্দুক দিয়ে শিকার করে। ৩৪. লিটন চৌধুরীর কর্মকাণ্ডে কোন কবিতার বিষয়বস্তুর সাথে সাদৃশ্য পরিলক্ষিত হয়? (প্রয়োগ) ক মুজিব খ সভা গ ঝিঙে ফুল বাঁচতে দাও ৩৫. লিটন চৌধুরীর ছেলের কর্মকাণ্ডের ফলাফল হিসেবে উক্ত কবিতায় কোন বিষয়টির প্রতিফলন ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা) শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে খ দেশের অর্থনৈতিক ক্ষতি হবে গ প্রকৃতি বিদ্রোহী হয়ে উঠবে ঘ মানুষের মানবিকতা বোধ বিলুপ্ত হবে ন্ধ শব্দার্থ ও টীকা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৬. ‘পানকৌড়ির’ গায়ের রং কেমন? (জ্ঞান) ক সাদা খ আকাশি গ খয়েরি কালো ৩৭. ‘গাঙ’ শব্দের অর্থ কী? (জ্ঞান) ক অতল নদী গ ঘুড়ি ঘ সমুদ্র বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৮. ‘পানকৌড়ি’ বলতে যে পাখিকে বোঝানো হয়েছেÑ (অনুধাবন) র. হাঁসজাতীয় পাখি রর. মৎস্য শিকারি পাখি ররর. কালো রঙের পাখি নিচের কোনটি সঠিক? ক র ও
ষষ্ঠ শ্রেণির বাংলা বাচতেদাও Read More »