নবম দশম শ্রেণির রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া বহুনির্বাচনী প্রশ্নোত্তর MCQ

নবম দশম/এসএসসি রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর MCQ নিচে দেওয়া হলো।

এসএসসি রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া বহুনির্বাচনী/ MCQ

রসায়ন সপ্তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নোত্তর/ MCQ

 

1. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?
ক সাইট্রিক এসিড √ এসিটিক এসিড
গ টারটারিক এসিড ঘ এসকরবিক এসিড
2. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
√ কলিচুন খ ভিনেগার গ খাবার লবণ ঘ পানি
3. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
√ প্রশমন খ দহন গ সংযোজন ঘ প্রতিস্থাপন
4. H2SO4 + MgO→ বিক্রিয়ায়-
i. তাপ উৎপন্ন হয়
ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
iii. অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক?
√ র খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii

5. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
√ পানি ও চিনির দ্রবণ খ লোহায় মরিচা পড়া
গ পানির তড়িৎ বিশ্লেষণ ঘ মোমের দহন
6. কোন আয়নিক যৌগটি পানিতে অদ্রবণীয়?
√ CaCl2 খ AgCl
গ MgCl2 ঘ SrCl2
7. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
ক CuSO4 √ CaCl2
গ BaSO2 ঘ BaCl2
8. CuSO4 যৌগে সালফারের জারণ সংখ্যা কত?
√ + 6 খ + 5
গ + 4 ঘ + 2
9. HClO4 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত?
ক +5 খ +6
√ +7 ঘ +8
1০. কোনটি ননরেডক্স বিক্রিয়া?
√ পানিযোজন খ দহন
গ সংযোজন ঘ প্রতিস্থাপন
11. H2SO4 এ কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত?
ক +2 খ +4
√ +6 ঘ +8
12. Mg(s) + Zn2+ (aq) → Mg2+ (aq) + Zn(s)
উপরের বিক্রিয়ায় কোনটি বিজারক?
√ Mg(s) খ Zn2+(aq)
গ Mg2+(aq) ঘ Zn(s)
1৩. পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত?
ক +4 খ +5
√ +6 ঘ +7
1৪. Na2S2O3 এ সালফারের জারণ সংখ্যা কত?
ক +6 খ +4
√ +2 ঘ +০
1৫. K2Cr2O7 যৌগের Cr পরমাণুর জারণ সংখ্যা কত?
ক +2 খ +4
√ +6 ঘ +7
16. MgO + 2HCl → MgCl2 + H2O, বিক্রিয়াটি-
i. তাপোৎপাদী
ii. জারণ-বিজারণ
iii. প্রশমন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
1৭. S + O2 -→SO2 বিক্রিয়াটি-
i. দহন
ii. সংশ্লেষণ
iii. সংেেযাজন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
18. H2 + O2 → H2O বিক্রিয়াটি-
i. সংযোজন
ii. দহন
iii. সংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ i ও iii √ i, ii ও iii
19. 2Na(s) + Cl2(g) → 2NaCl(s); বিক্রিয়াটি-
i. একটি জারণ-বিজারণ বিক্রিয়া
ii. একটি সংযোজন বিক্রিয়া
iii. একটি সংশ্লেষণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii

এসএসসি রসায়ন সপ্তম অধ্যায় বহুনির্বাচনী (সমন্মিত)

31০. Zn + CuSO4 →ZnSO4 + Cu বিক্রিয়াটিতে কোনটি বিজারক?
√ Zn খ CuSO4
গ ZnSO4 ঘ Cu
311. CH3CH2OH + CH3COOH (H+) →?
CH3CH2OH + CH3COOH (H+)


312. LiAlH4 -এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত?
ক +1 √ -1
গ +2 ঘ – 2
31৩. কোনটি জারণ বিক্রিয়া?
√ Sn++ → 2e- + Sn++++ খ 2Hg++ + 2e → 2Hg
গ Cl2 + 2e→2Cl- ঘ Fe3+ + e-→Fe2+
31৪. K2Cr2O7 এ Cr এর জারণ সংখ্যা কত?
ক -6 √ + 6
গ -1 ঘ + 1
31৫. কোনটি বিজারক পদার্থ?
√ O2 খ Na
গ F2 ঘ Br2
316. কোনটি জারক পদার্থ?
ক CO খ H2S
গ H2 √ O2
31৭. ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত?
ক +1 খ +2
√ -1 ঘ -2
318. কোনটি তাপহারী বিক্রিয়া?
ক N2(g) + O2(g) —→ 2NHO2(g)
√ N2(g) + O2(g) → 2NO(g)
গ C(s) + O2(g) → CO2(g)
ঘ 2H2(g) + O2(g) → H2O(l)
319. NH4CNO -→ কী হবে?
NH4CNO -→
32০. CH3COOC2H5 + H2O = CH3COOH + C2H5-OH বিক্রিয়াটি কোন প্রকারের?
ক জারণ বিজারণ খ পানিযোজন
√ আর্দ্রবিশ্লেষণ ঘ বিযোজন
321. কোন যৌগে সমানুকরণ বিক্রিয়া হয়?
ক CH3COOH খ Al(OH)3
√ NH4CNO ঘ FeCl3
322. সংশ্লেষণ বিক্রিয়া কোনটি?
√ H2(g) + Cl2(g) → 2HCl(g)
খ PCl5(l) -→ PCl3(l) + Cl2(g)
গ 2Na(s) + CuSO4 (aq) → Na2SO4 (aq) + Cu(s)
ঘ 2Mg(s) + O2(g) → 2MgO(s)
323. কোনটি টলেন বিকারক?
√ [Ag(NH3)2]+Cl খ [Cu(NH3)4]2+
গ [Ag(NH3)2]+OH- ঘ ZnCl2+ গাঢ় HCl
324. পলিথিনের মনোমার কোনটি?
ক CH ≡CH √ CH2 = CH2
গ CH2 = CH-H3 ঘ CH4
325. লোহা + অক্সিজেন জলীয় বস্তু—→ ?
ক কাবর্ন ডাইঅক্সাইড √ মরিচা
গ ভেজা লোহা ঘ পার অক্সাইড
326. এন্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
√ প্রশম খ দহন
গ সংযোজন ঘ প্রতিস্থাপন
327. গ্যালভানাইজিং কী?
ক Ni এর প্রলেপ খ Cr এর প্রলেপ
√ Zn এর প্রলেপ ঘ Fe এর প্রলেপ
328. নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই?
ক 2NO2(g) N2O4(g)
খ N2(g) + 3H2(g) 2NH3(g)
গ 2H2(g) + O2(g) 2H2O(g)
√ N2(g) + O2(g) 2NO(g)
329. কোন বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই?
ক N2+ 3H2 2NH3 খ N2O4 2NO2
গ 2Al + 3Cl -→ 2AlCl3 √ CO + H2O CO2 + H2
33০. বিক্রিয়ার হারের একক কী?
ক মোল-লিটার-1 √ মোল-লিটার-1 সময়-1
গ মোল-সময়-1 ঘ মোল-কিলোজুল-1
331. N2O4 2NO2 বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে-
i. সম্মুখ বিক্রিয়ার বেগ বাড়বে
ii. পশ্চাৎ বিক্রিয়ার বেগ বাড়বে
iii. সাম্যবস্থা বামদিকে সরে যাবে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
332. জারক পদার্থ-
i.Cl2
ii. O2
iii. ঈ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
333. CO2 + ঈ→ 2CO বিক্রিয়ায়-
i. কার্বন জারক
ii. কার্বন ডাইঅক্সাইড জারক
iii. কার্বন জারিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
নিচের সমীকরণের আলোকে 334 ও 335 নং প্রশ্নের উত্তর দাও :
MnO2 + 4HCl = MnCl2 + Cl2 + 2H2O
334. বিক্রিয়াটিতে কোনটি জারক?
√ MnO2 খ HCl
গ MnCl2 ঘ Cl2
335. বিক্রিয়াটিতে-
i. MnO2 দ্বারা HCl এর জারণ ঘটেছে
ii. HCl দ্বারা MnO2 এর বিজারণ ঘটেছে
iii. MnO2 দ্বারা HCl এর বিজারণ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাPbি প্রশ্নোত্তর
336. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয়- (প্রয়োগ)
i. CO
ii. ঐবধঃ
iii. ঈ কণা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
337. রাসায়নিক পরিবর্তনে- (উচ্চতর দক্ষতা)
i. নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুতির পরিবর্তন হয়
iii. এ পরিবর্তন স্থায়ী
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ i ও iii √ i, ii ও iii
338. অধঃক্ষেপণ বিক্রিয়ার বৈশিষ্ট্য- (প্রয়োগ)
i. বিক্রিয়ক সাধারণত আয়নিক যৌগের হয়
ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
iii. উৎপাদে অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
339. মোমের দহন বিক্রিয়ায়
i. নতুন বন্ধন গঠিত হয়
ii. পুরাতন বন্ধ ভেঙে যায়
iii. তাপশক্তি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাPbি প্রশ্নোত্তর
নিচের বিক্রিয়াটি থেকে 34০ – 342 নং প্রশ্নের উত্তর দাও :
NaCl(aq) + AgNO3(aq) → NaNO3(aq) + AgCl(s)
34০. এটি কোন ধরনের বিক্রিয়া? (প্রয়োগ)
√ অধঃক্ষেপ বিক্রিয়া খ প্রশমন বিক্রিয়া
গ বিযোজন বিক্রিয়া ঘ রেডক্স বিক্রিয়া
341. এ বিক্রিয়ায় কোনটি অধঃক্ষিপ্ত হয়? (অনুধাবন)
ক NaCl খ AgNO3
গ NaNO3 √ AgCl
342. জলীয় দ্রবণে সৃষ্ট আয়নগুলোর মধ্যে কোন গুচ্ছ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? (প্রয়োগ)
ক Na+, Cl- √ Na+, NO3-
গ Cl-, NO-3 ঘ H+, OH-
নিচের প্রক্রিয়াটির আলোকে 343 ও 344 নং প্রশ্নের উত্তর দাও :
মানুষের শরীরে শর্করা জাতীয় খাদ্য নিম্নরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটায়-
C6H12O6(s) + 6O2(g) → 6CO2(g) + 6H2O + শক্তি
343. সংঘটিত বিক্রিয়াটির নাম কী? (অনুধাবন)
√ শ্বসন খ সালোকসংশ্লেষণ
গ ব্যাপন ঘ অভিস্রবণ
344. এ প্রক্রিয়ার সাহায্যে প্রাণী কী করে? (উচ্চতর দক্ষতা)
ক C6H12O6 গ্রহণ করে
খ CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে
√ O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে
ঘ H2O গ্রহণ করে
নিচের উদ্দীপকটি দেখে 345 ও 346 নম্বর প্রশ্নের উত্তর দাও :
Na2CO3
চারটি টেস্টটিউবে Na2CO3 নিয়ে 1 ও 2নং টেস্টটিউবে ঠাণ্ডা পানি এবং 3 ও 4 নং টেস্টটিউবে গরম পানি যোগ করা হলো। এরপর 2 ও 4 নং টেস্টটিউবে ভিনেগার যোগ করা হলো।
345. কোন টেস্টটিউবে সবচেয়ে বেশি বুদবুদ উৎপন্ন হবে? (প্রয়োগ)
ক 1 নং খ 2নং
√ 4নং ঘ 3 নং
346. উৎপন্ন বুদবুদ প্রকৃতপক্ষে- (উচ্চতর দক্ষতা)
i. CO2 উৎপন্ন হওয়ার কারণে নির্গত হয়
ii. NO2 উৎপন্ন হওয়ার কারণে নির্গত হয়
iii. Na2 CO3 ও CH3COOH এর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ঘ i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii

এসএসসি রসায়ন সপ্তম অধ্যায় বহুনির্বাচনী (পাঠ্যাংশ অনুযায়ী)

7.1 পদার্থের পরিবর্তন

2০. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কী? (অনুধাবন)
√ ভৌত পরিবর্তন খ রাসায়নিক পরিবর্তন
গ ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘ অবস্থার পরিবর্তন
21. দহন কী? (অনুধাবন)
ক পদার্থকে আগুনে পোড়ানো
√ অক্সিজেনের সাথে পদার্থের বিক্রিয়া
গ মোমবাতি পোড়ানো
ঘ আগুনের স্ফুলিঙ্গ
22. মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়? (জ্ঞান)
ক ভৌত পরিবর্তন খ রাসায়নিক পরিবর্তন
√ ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘ বাহ্যিক পরিবর্তন
23. পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক অণুর বিন্যাস খ পরমাণুর বিন্যাস
√ তাপের প্রভাব ঘ রাসায়নিক পরিবর্তন
24. পানির 1টি অণু কী কী দিয়ে তৈরি? (জ্ঞান)
ক 1টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু
√ 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু
গ 1টি হাইড্রোজেন পরমাণু ও 2টি অক্সিজেন পরমাণু
ঘ 2টি হাইড্রোজেন পরমাণু ও 2টি অক্সিজেন পরমাণু
25. বরফে তাপ দিলে পানিতে পরিণত হয়; আরও তাপ দিলে কী ঘটবে? (অনুধাবন)
√ জলীয় বাষ্পে পরিণত হবে খ বরফে পরিণত হবে
গ ভারি পানিতে পরিণত হবে ঘ পানি ঊর্ধ্বপাতিত হবে
26. পানিকে 1০০0C তাপমাত্রায় উত্তপ্ত করে জলীয় বাষ্পে পরিণত করলে এর শতকরা সংযুতির ক্ষেত্রে কী ঘটবে? (অনুধাবন)
ক বৃদ্ধি পাবে খ হ্রাস পাবে
গ পরিবর্তিত হবে √ অপরিবর্তিত থাকবে
27. মোমের প্রধান উপাদান কী? (জ্ঞান)
ক সালফার √ কার্বন
গ ফসফরাস ঘ অক্সিজেন
28. মোম + O2 -→ X+ H2O। এ ঢ যৌগটির সংকেত কোনটি? (প্রয়োগ)
ক CO খ CH4
গ H2 √ CO2
29. জলীয় বাষ্পকে ঠাণ্ডা করলে পানিতে পরিণত হয়; আরও ঠাণ্ডা করলে কী ঘটবে? (অনুধাবন)
ক পানি ঊর্ধ্বপাতিত হবে খ জলীয় বাষ্পে পরিণত হবে
গ জলীয় বাষ্প ঊর্ধ্বপাতিত হবে √ বরফে পরিণত হবে
3০. বরফের রাসায়নিক সংকেত কী? (জ্ঞান)
ক HO2 √ H2O
গ H2O2 ঘ (HO)2
31. মোমের প্রধান উপাদান কী? (জ্ঞান)
ক পানি খ ডিজেল
√ হাইড্রোকার্বন ঘ ক্ষার
32. H2O(s) H2O(l) H2O(g) ; এটি কী ধরনের পরিবর্তন? (অনুধাবন)
√ ভৌত খ রাসায়নিক
গ বাহ্যিক ঘ সাধারণ
33. ঢ + 2HCl → CaCl2 + CO2 + ণ; এ বিক্রিয়াতে ঢ ও ণ যৌগদ্বয়ের নাম কী? (উচ্চতর দক্ষতা)
ক CaNO3 ও NO2 √ CaCO3 ও H2O
গ CaO ও O2 ঘ CaCO3 ও H2
34. ঢ + 3O2(g) = 2CO2(g) + 3H2O(g) ; বিক্রিয়াটিতে ঢ যৌগটির নাম কী? (প্রয়োগ)
√ মিথেন খ ইথেন
গ ইথানল ঘ মিথানল
35. কোনটি ভৌত পরিবর্তন? (অনুধাবন)
ক হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি
√ জলীয় বাষ্পকে ঠাণ্ডা করে বরফ তৈরি
গ মোমবাতি জ্বালানো
ঘ লোহায় মরিচা পড়া
36. লোহাকে বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়া কোন ধরনের পরিবর্তন? (প্রয়োগ)
ক গ্যাসীয় পরিবর্তন খ ভৌত পরিবর্তন
গ বাহ্যিক পরিবর্তন √ রাসায়নিক পরিবর্তন
37. জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত কী? (প্রয়োগ)
ক H3O √ H2O
গ HO2 ঘ OH-
38. মোম ও গালা থেকে তাপ সরিয়ে নিলে এগুলো কিসে পরিণত হয়? (উচ্চতর দক্ষতা)
√ কঠিন পদার্থে খ তরল পদার্থে
গ বাষ্পীয় পদার্থে ঘ জলীয় পদার্থে
39. CxHy + (x + y/4) O2→ x CO2 +y/2  H2O +  + শক্তি; এই বিক্রিয়ায় কী ধরনের পরিবর্তন ঘটে? (প্রয়োগ)
ক ভৌত পরিবর্তন √ ভৌত ও রাসায়নিক
গ বাহ্যিক পরিবর্তন ঘ গতীয় পরিবর্তন
4০. মোম মূলত কী? (অনুধাবন)
ক C ও N এর যৌগ খ C ও O এর যৌগ
√ C ও H এর যৌগ ঘ C ও S এর যৌগ
41. তাপ দিলে পানি কোন অবস্থা প্রাপ্ত হয়? (জ্ঞান)
√ গ্যাসীয় খ তরল
গ কঠিন ঘ জলীয়
42. পদার্থের ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির ক্ষেত্রে কী ঘটে? (অনুধাবন)
ক ভিন্নতা থাকে খ পরিবর্তিত হয়
গ শূন্য হয় √ অভিন্ন থাকে
43. মোম জ্বালালে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক অক্সিজেন ও জলীয় বাষ্প √ কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
গ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ঘ অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড
44. পরমাণুসমূহের মধ্যকার বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত হয় কখন? (অনুধাবন)
ক ভৌত পরিবর্তনে খ বাহ্যিক পরিবর্তনে
√ রাসায়নিক পরিবর্তনে ঘ যেকোনো পরিবর্তনে
45. কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন হলে এর মৌলসমূহের শতকরা সংযুতি কেমন হয়? (অনুধাবন)
√ পরিবর্তন হয় খ অপরিবর্তিত থাকে
গ হ্রাস পায় ঘ বৃদ্ধি পায়
46. রাসায়নিক পরিবর্তনে বন্ধন ভাঙা ও নতুন বন্ধন গঠনের সময় কিসের পরিবর্তন হয়? (প্রয়োগ)
ক বন্ধন শক্তির √ তাপ শক্তির
গ রাসায়নিক শক্তির ঘ সিস্টেমের
47. রাসায়নিক পরিবর্তনের সময় পরমাণুর মধ্যবর্তী বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত হওয়ার সময় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ তাপশক্তি খ অক্সিজেন
গ বুদবুদ ঘ আণবিক শক্তি

7.2 রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণিবিভাগ

55. রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ নিয়ে আরম্ভ করা হয় তাকে বলে বিক্রিয়ক এবং যে পদার্থ উৎপন্ন হয় তাকে কী বলে? (প্রয়োগ)
√ উৎপাদ খ বিক্রিয়াজাত পদার্থ
গ উৎপন্নকারী পদার্থ ঘ প্রক্রিয়াজাত পদার্থ
56. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে সম্পর্ক কেমন? (অনুধাবন)
ক একই √ ভিন্ন
গ অভিন্ন ঘ এক ও অভিন্ন
57. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য কোনটি অত্যাবশ্যক? (অনুধাবন)
ক আলোক খ তাপ
গ চাপ √ সংস্পর্শ
58. রাসায়নিক বিক্রিয়ায় নিচের কোনটির পরিবর্তন অবশ্যম্ভাবী? (অনুধাবন)
ক পরিবেশ খ চাপ
√ তাপ ঘ ভর
59. রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করা হয়? (জ্ঞান)
ক দুই √ তিন
গ চার ঘ পাঁচ
6০. বিক্রিয়ার দিকের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
√ দুই খ তিন
গ চার ঘ পাঁচ
61. কোনো রাসায়নিক বিক্রিয়া একইসাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হলে, সে বিক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক একমুখী বিক্রিয়া খ বিপরীতমুখী বিক্রিয়া
√ উভমুখী বিক্রিয়া ঘ সমান্তরাল বিক্রিয়া
62. বিক্রিয়াসমূহের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি কিরূপ হয়? (অনুধাবন)
ক বিক্রিয়ার গতি কমে √ বিক্রিয়ার গতি বাড়ে
গ বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে ঘ বিক্রিয়া বন্ধ হয়ে যায়
63. কোন বিক্রিয়া অসম্পূর্ণ? (অনুধাবন)
ক একমুখী খ সম্মুখমুখী
√ উভমুখী ঘ পশ্চাৎমুখী
64. রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কী হয়? (অনুধাবন)
√ বিক্রিয়ার গতি বাড়ে খ বিক্রিয়ার গতি কমে
গ বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে ঘ অন্য ধরনের বিক্রিয়া হয়
65. কোন বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হলে একমুখী হয়? (উচ্চতর দক্ষতা)
ক CH3 – CH2OH + CH3COOH H+ CH3-CH2-ঙ-ঙওওঈ-CH
√ CaCO3(s) -→ CaO(s) + CO2(g)
গ 2FeCl2(aq) + Cl2(g) → 2FeCl3(aq)
ঘ Zn(s) + H2SO4 (aq) → ZnSO4 (aq) + H2(g)
66. কোনটি উভমুখী বিক্রিয়া? (অনুধাবন)
√ এস্টারিফিকেশন
খ কার্বনের দহন
গ হাইড্রোক্লোরিক এসিড সংশ্লেষণ
ঘ ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন
67. রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
ক সাম্যাবস্থার স্থায়িত্ব
খ উভয়দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
√ বিক্রিয়ার অসম্পূর্ণতা
ঘ নিয়ামকের প্রভাব নেই
68. N2(g) + 3H2(g) 2NH3(g) ; এই বিক্রিয়ার নিয়ামক কোনগুলো? (উচ্চতর দক্ষতা)
ক চাপ ও প্রভাবক খ তাপ ও চাপ
গ প্রভাবক, চাপ ও ঘনমাত্রা √ তাপ, চাপ ও প্রভাবক
69. প্রশমন বিকিয়ায় কোনটি ঘটে? (প্রয়োগ)
ক তাপ শোষিত হয় √ তাপ নির্গত হয়
গ ΔH ধনাত্মক হয় ঘ ΔH = ০
7০. H2O যৌগে ঐ ও ঙ এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
ক -1, +2 খ 1, 2
গ -1, -1 √ +1, -2
71. MgSO4 যৌগে Mg এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
ক -2 √ +2
গ -1 ঘ +1
72. কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ΔH ঋণাত্মক? (অনুধাবন)
ক তাপহারী √ তাপ উৎপাদী
গ প্রশমন ঘ পানিযোজন
73. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে? (অনুধাবন)
ক ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
খ ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
√ ইলেকট্রন গ্রহণ করে এটি বিজারিত হয়
ঘ ইলেকট্রন ত্যাগ করে এটি বিজারিত হয়
74. রাসায়নিক সাম্যাবস্থা কী? (অনুধাবন)
√ গতিময় অবস্থা খ বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া
গ বেশি উৎপাদ সৃষ্টি হওয়া ঘ তাপ শোষণ করা
75. বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহ উৎপাদে পরিণত হয় কোন ধরনের বিক্রিয়ায়? (অনুধাবন)
ক উভমুখী বিক্রিয়ায় √ একমুখী বিক্রিয়ায়
গ তাপহারী বিক্রিয়ায় ঘ তাপ উৎপাদী বিক্রিয়ায়
76. CaCO3-কে উত্তপ্ত করলে কী উৎপাদ উৎপন্ন হয়? (জ্ঞান)
ক CaO খ CO2
গ Ca, O2 ও CO2 √ CaO ও CO2
77. CaCO3(s) -→ CaO(s) + CO2 (g)  (খোলা পাত্রে) এ বিক্রিয়ায় বিপরীত বিক্রিয়া সম্পন্ন হয় না কেন? (উচ্চতর দক্ষতা)
ক এতে CaCO3 বিযোজিত হয় না বলে
√ এতে CO2 বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয় বলে
গ এতে CaO বিযোজিত হয় না বলে
ঘ এতে CaO বিক্রিয়াপাত্র থেকে অপসারিত হয় বলে
78. রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
√ বিপরীতমুখী বিক্রিয়া খ সম্মুখমুখী বিক্রিয়া
গ উভমুখী বিক্রিয়া ঘ একমুখী বিক্রিয়া
79. বিপরীতমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ক্রিয়া করে কোনটি? (অনুধাবন)
ক বিক্রিয়াজাত পদার্থ √ উৎপাদ
গ যেকোনো একটি পদার্থ ঘ তীর চিহ্ন
8০. অজৈব এসিডের (H+) উপস্থিতিতে ইথানল ও জৈব এসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (জ্ঞান)
ক এসিড খ কিটোন
√ এস্টার ঘ অ্যালকোহল
81. CH3CH2OH + CH3COOH H+ এই বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? (অনুধাবন)
ক CH3COCH3 √ CH3CH2OCOCH3
গ CH3CH2COCH2 CH3 ঘ CH3CH2 CH2 OH
82. এস্টারিফিকেশনের বিপরীতমুখী বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক ইথানল খ জৈব এসিড
√ ইথানল ও জৈব এসিড ঘ অ্যালকোহল ও কিটোন
83. চুনাপাথরের তাপীয় বিযোজন বদ্ধপাত্রে সংঘটিত হলে বিক্রিয়াটি কেমন হয়? (প্রয়োগ)
ক বিপরীতমুখী খ সম্মুখমুখী
গ একমুখী √ উভমুখী
84. চুনাপাথরের তাপীয় বিযোজন বদ্ধপাত্রে সংঘটিত হলে বিক্রিয়াটি উভমুখী হয় কেন? (অনুধাবন)
√ উৎপাদ CO2 বাষ্পীভ‚ত হতে পারে না বলে
খ উৎপাদ CaO কঠিন আকারে থাকে বলে
গ বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে উভমুখী চিহ্ন ব্যবহৃত হয় বলে
ঘ বিক্রিয়ক CaCO3 একটিমাত্র পদার্থ হওয়ায়
85. তাপের পরিবর্তনের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
√ দুই খ তিন
গ চার ঘ পাঁচ
86. কোন বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হয়? (জ্ঞান)
ক তাপহারী বিক্রিয়া খ সম্মুখ বিক্রিয়া
গ বিপরীতমুখী বিক্রিয়া √ তাপ উৎপাদী বিক্রিয়া
87. বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে কী বলে? (জ্ঞান)
√ তাপহারী বিক্রিয়া খ সম্মুখমুখী বিক্রিয়া
গ বিপরীতমুখী বিক্রিয়া ঘ তাপ উৎপাদী বিক্রিয়া
88. N2(g) + 3H2(g) 2NH3(g) বিক্রিয়াটিতে কোনটি ঘটবে? (অনুধাবন)
√ তাপ উৎপন্ন হবে খ তাপ শেষিত হবে
গ তাপের পরিবর্তন ঘটবে না ঘ বিক্রিয়া ঘটবে না
89. N2(g) + 3H2(g) → 2NH3(g) বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ কত? (অনুধাবন)
√ 92 kJ খ 192 kJ
গ 1০2 kJ ঘ 8০2 kJ
9০. N2(g) + 3H2(g) = 2NH3(g) + 92.2 কিলোজুল এ বিক্রিয়াটি কিরূপ? (অনুধাবন)
√ তাপোৎপাদী খ তাপহারী
গ তাপ বিয়োগী ঘ তাপ ত্যাগী
91. হেবার-বোস পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সংশ্লেষণের সময় বিক্রিয়ার তাপমাত্রা কত রাখতে হয়? (জ্ঞান)
ক 2০০ – 3০০0C খ 3০০ – 4০০0C
√ 45০ – 55০0C ঘ 5০০ – 6০০0C
92. হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কত অ্যাটমোসফিয়ার চাপ প্রয়োগ করা হয়? (জ্ঞান)
ক 5০ – 1০০ ধঃস √ 2০০ – 25০ ধঃস
গ 1০০০ ধঃস ঘ 5০০ ধঃস
93. কোন পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সশ্লেষণ করা হয়? (জ্ঞান)
ক লা শাতেলিয়ে পদ্ধতিতে √ হেবার-বোস পদ্ধতিতে
গ অ্যাভোগেড্রো প্রকল্প অনুসারে ঘ স্পর্শ পদ্ধতি
94. N2(g) + O2(g) → 2NO(g) এই বিক্রিয়ায় ঐ = কত?
(উচ্চতর দক্ষতা)
ক – 92 kJ খ 92 kJ
গ – 18০ kJ √ 18০ kJ
95. C2H6O সংকেত থেকে কয়টি সমাণু পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
√ 2 খ 3
গ 4 ঘ 5
96. Ca(OH)2 (aq) + CO2(g) → CaCO3(s) + H2O(l) বিক্রিয়াটি কী ধরনের? (প্রয়োগ)
ক বিযোজন √ সংযোজন
গ সংশ্লেষণ ঘ প্রশমন
97. Zn + Cu2+ → Zn2+ + Cu এ বিক্রিয়ায় নিচের কোনটি বিজারক? (জ্ঞান)
√ Zn খ Cu2+
গ Zn2+ ঘ Cu
98. অ্যামোনিয়া উৎপাদনের সময় কোনটির উপস্থিতি দরকার হয় না? (অনুধাবন)
ক তাপ খ চাপ
গ প্রভাবক √ গাঢ়ত্ব
99. তাপহারী বিক্রিয়ায় ঐ-এর মান কেমন? (প্রয়োগ)
ক ঋণাত্মক √ ধনাত্মক
গ নিরপেক্ষ ঘ শূন্য
1০০. ইলেকট্রন স্থানান্তরের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
√ দুই খ তিন
গ চার ঘ পাঁচ
1০1. কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরিত হলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক জারণ বিক্রিয়া খ বিজারণ বিক্রিয়া
√ রেডক্স বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
1০2. যে বিক্রিয়ায় জারণ-বিজারণ যুগপৎ ঘটে তাকে কী ধরনের বিক্রিয়া বলে? (জ্ঞান)
ক দ্বিবিযোজন বিক্রিয়া খ প্রতিস্থাপন বিক্রিয়া
√ রেডক্স বিক্রিয়া ঘ যুগপৎ বিক্রিয়া
1০3. যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে কী বলে? (জ্ঞান)
√ জারণ-বিজারণ খ পলিমারকরণ
গ সমানুকরণ ঘ পুনর্বিন্যাস
1০4. দুটি বিক্রিয়কের মধ্যে জারণ-বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কের কী পরিবর্তন হয়? (প্রয়োগ)
ক ইলেকট্রন সংখ্যা খ বিজারণ সংখ্যা
গ নিউট্রন সংখ্যা √ জারণ সংখ্যা
1০5. যৌগ গঠনের সময় মৌলের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সংখ্যাকে বলা হয় মৌলের- (জ্ঞান)
√ জারণ সংখ্যা খ ইলেকট্রন সংখ্যা
গ বিজারণ সংখ্যা ঘ প্রোটন সংখ্যা
1০6. নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত ধরা হয়? (জ্ঞান)
ক +1 খ –1
√ ০ ঘ +1
1০7. ধাতুসমূহের জারণ সংখ্যা সাধারণত কত? (জ্ঞান)
ক ঋণাত্মক √ ধনাত্মক
গ শূন্য ঘ অসীম
1০8. যৌMgূলকের জারণ সংখ্যা কত? (অনুধাবন)
ক ধনাত্মক হয় খ ঋণাত্মক হয়
গ ধনাত্মক বা ঋণাত্মক হয় √ আধান অনুসারে হয়
1০9. HCl অণুতে ঐ-এর জারণ সংখ্যা +1 এবং H2 অণুতে ঐ-এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
ক +1 খ -1
√ ০ ঘ +1
11০. HCl অণুতে Cl-এর জারণ সংখ্যা -1 এবং Cl2 অণুতে Cl-এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
ক +1 √ ০
গ -1 ঘ +1
111. মুক্ত Fe- এর জারণ সংখ্যা ০ হলে, FeSO4 অণুতে Fe-এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
√ +2 খ -2
গ ০ ঘ +1
112. মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
ক -1 খ -2
গ ০ √ +2
11৩. NaO2-তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? (অনুধাবন)
ক -2 খ -1
√ -1/2 ঘ ০
11৪. H2O2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? (অনুধাবন)
ক -2 √ -1
গ +1 ঘ +2
11৫. কMnO4 -এ Mn-এর জারণ সংখ্যা কত? (প্রয়োগ)
√ +7 খ -7
গ +1 ঘ -1
116. Zn + Cu++ → Zn++ + Cu এ বিক্রিয়ায় কোনটি জারক? (অনুধাবন)
ক Zn √ Cu++
গ Cu ঘ Zn++
11৭. SnCl2 + FeCl3 → SnCl4 + FeCl2 বিক্রিয়ায় কোনটি জারক হিসেবে কাজ করে? (অনুধাবন)
√ Fe+++ খ Sn++
গ Cl- ঘ Fe++
118. কোন বাক্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক বিজারক পদার্থ ইলেকট্রন দান করে বিজারিত হয়
√ বিজারক পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয়
গ জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়
ঘ জারক পদার্থ ইলেকট্রন দান বা গ্রহণ করে না
119. জারণ বলতে কী বোঝায়? (জ্ঞান)
ক ইলেকট্রন অপসারণ খ প্রোটন সংযোগে
√ ইলেকট্রন সংযোগ ঘ প্রোটন অপসারণ
12০. বিজারণ বলতে কী বোঝায়? (জ্ঞান)
ক ইলেকট্রন বর্জন করা খ অক্সিজেন যোগ করা
গ হাইড্রোজেন বাদ দেওয়া √ ইলেকট্রন গ্রহণ করা
121. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে তাকে কী বলে? (জ্ঞান)
√ জারণ খ বিজারণ
গ জারক ঘ বিজারক
122. যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলে? (জ্ঞান)
√ জারক খ জারিত
গ বিজারক ঘ বিজারিত
123. নিচের কোন বিক্রিয়াটিতে জারণ-বিজারণ ঘটে? (উচ্চতর দক্ষতা)
√ PCl5(l) -→ PCl3(l) + Cl2(g)
খ HCl (aq) + NaOH (aq) -→NaCl (aq) + H2O (l)
গ NaCl (aq)+AgNO3(aq) -→NaNO3 (aq)+AgCl(s)
ঘ AlCl3(s) + 3H2O(l)-→Al(OH)3(s)+ 3HCl (aq)
124. 2FeCl2 + Cl2 = 2FeCl3 বিক্রিয়াটি কী ধরনের? (অনুধাবন)
√ জারণ-বিজারণ খ প্রশমন
গ বিয়োজন ঘ পানি বিশ্লেষণ
125. ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়ার অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক সংযোজন বিক্রিয়া খ বিযোজন বিক্রিয়া
গ প্রতিস্থাপন বিক্রিয়া √ জারণ-বিজারণ বিক্রিয়া
126. ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে নিচের কোন বিক্রিয়া সংঘটিত হয় না? (অনুধাবন)
ক দহন বিক্রিয়া খ সংযোজন বিক্রিয়া
√ প্রশমন বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
127. 2FeCl2 + Cl2 = 2FeCl3 বিক্রিয়ায় কী ঘটেছে? (উচ্চতর দক্ষতা)
ক ক্লোরিন জারিত হয়েছে
খ ক্লোরিন বিজারক হিসেবে কাজ করেছে
√ আয়রন জারিত হয়েছে
ঘ আয়রন জারক
128. HgCl2 + Hg = Hg2Cl2 বিক্রিয়াটিতে কোনটির জারণ ঘটেছে? (উচ্চতর দক্ষতা)
ক Cl খ Cl-
√ Hg ঘ Hg2+
129. Zn(s) + H2SO4 (aq)→ZnSO4 (aq)+H2(g) এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
ক বিনিময় বিক্রিয়া খ প্রশমন বিক্রিয়া
গ সংযোজন বিক্রিয়া √ প্রতিস্থাপন বিক্রিয়া
1৩০. যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে কী বলে? (জ্ঞান)
√ সংযোজন বিক্রিয়া খ সংশ্লেষণ বিক্রিয়া
গ বিযোজন বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
1৩1. যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য যৌগের এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
ক প্রশমন বিক্রিয়া √ প্রতিস্থাপন বিক্রিয়া
গ দহন বিক্রিয়া ঘ বিযোজন বিক্রিয়া
1৩2. এসিড ও ক্ষারকের সংযোগে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কী বলা হয়? (জ্ঞান)
ক দহন বিক্রিয়া খ জারণ-বিজারণ বিক্রিয়া
√ প্রশমন বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
1৩3. NaCl(aq) + AgNO3(aq)→ NaNO3(aq) + AgCl(s) এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
√ অধঃক্ষেপণ বিক্রিয়া খ প্রশমন বিক্রিয়া
গ দহন বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
1৩4. PCl5(l) -→ PCl3(l) + Cl2(g) বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
√ একটি যৌগ ভেঙে একাধিক যৌগ গঠন করেছে
খ শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করেছে
গ শুধু যৌগিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করেছে
ঘ তাপীয় বিযোজনে একাধিক যৌগ গঠিত হয়েছে
1৩5. যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরল উপাদানে বিভক্ত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক সংযোজন বিক্রিয়া √ বিযোজন বিক্রিয়া
গ প্রতিস্থাপন বিক্রিয়া ঘ দহন বিক্রিয়া
1৩6. যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের দুই বা ততোধিক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে তাকে কী বলে? (জ্ঞান)
ক সমাণুকরণ √ পলিমারকরণ
গ জারণ-বিজারণ ঘ প্রশমন
1৩7. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ লবণ ও পানি খ লবণ
গ এসিড ও লবণ ঘ লবণ ও ক্ষার
1৩8. 2FeCl2 (aq) + Cl2(g) → 2অ (aq) বিক্রিয়ায় অ কী? (প্রয়োগ)
√ FeCl3 খ FeCl4
গ Fe ঘ Fe2Cl3
1৩9. 2 H2O(l) তড়িৎ বিশ্লেষণ—-→ 2 H2(g) + O2(g) ; এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
ক সংযোজন বিক্রিয়া √ বিযোজন বিক্রিয়া
গ প্রতিস্থাপন বিক্রিয়া ঘ দহন বিক্রিয়া
1৪০. কোনটি সংযোজন বিক্রিয়ার বিপরীত? (অনুধাবন)
ক প্রতিস্থাপন √ বিযোজন
গ বিশ্লেষণ ঘ সংশ্লেষণ
1৪1. প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়
খ উপাদান সমূহের বিভাজন ঘটে
√ একটি যৌগ থেকে কোনো মৌল অপসারণ
ঘ যোজনীর হ্রাস বা বৃদ্ধি ঘটানো
1৪2. HCl(aq) + NaOH(aq)→NaCl(aq) + H2O(l); এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
ক জারণ-বিজারণ খ সংযোজন
গ অধঃক্ষেপণ √ প্রশমন
1৪3. কোনটিকে পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়? (অনুধাবন)
ক পানিযোজন বিক্রিয়া খ প্রশমন বিক্রিয়া
গ দ্বিবিযোজন বিক্রিয়া √ সমাণুকরণ বিক্রিয়া
1৪4. কোনটির বহুসংখ্যক অণু একত্রিত হয়ে পলিইথিলিন তৈরি করে? (জ্ঞান)
√ ইথিলিন খ প্লাস্টিক
গ প্রোইথিলিন ঘ প্রোপাইলিন
1৪5. PVC তৈরি হয় কোনটি থেকে? (অনুধাবন)
√ ইথিলিন খ অ্যালকোহল
গ নাইলন ঘ সিনথেটিক
1৪6. Cuঙ + ঈ = Cu + CO; এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
ক দ্বিবিযোজন √ জারণ-বিজারণ
গ প্রশমন ঘ বিযোজন
1৪7. Ca(OH)2 + 2HCl = CaCl2 + 2H2O; এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
ক জারণ-বিজারণ √ প্রশমন
গ বিযোজন ঘ পানিযোজন
1৪8. MgCl2 + 7H2O→ MgCl2.7H2O; এটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
√ পানিযোজন খ বিযোজন
গ প্রশমন ঘ সমাণুকরণ
1৪9. NH4CNO→ ঘH2 – CO – ঘH2 এ বিক্রিয়াটি- (অনুধাবন)
ক বিযোজন খ জারণ-বিজারণ
√ সমাণুকরণ ঘ পলিমারকরণ
1৫০. NaCl(aq) + AgNO3(aq) → NaNO3(aq) + AgCl(s) এ বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে? (জ্ঞান)
ক NaNO3 √ AgCl
গ Na ঘ Ag
1৫1. সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হলে, তাকে কী বলা হয়? (জ্ঞান)
√ সংশ্লেষণ বিক্রিয়া খ বিযোজন বিক্রিয়া
গ দহন বিক্রিয়া ঘ প্রতিস্থাপন বিক্রিয়া
1৫2. সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি? (অনুধাবন)
ক 2H2O → 2H2 + O2 খ Zn + CuSO4 → ZnSO4 + Cu
√ H2 + Cl2 → 2HCl ঘ CH4 + 2O2 → CO2 + 2H2O
1৫3. বিযোজন বিক্রিয়া কোনটি? (অনুধাবন)
√ PCl5 -→ PCl3 + Cl2 খ 2Na + CuSO4 → Na2SO4 + Cu
গ 2FeCl2 + Cl2 → 2FeCl3 ঘ H2 + Cl2 → 2HCl
1৫4. CH3CH2 OH → CH3 – ঙ – CH3; বিক্রিয়াটি কিরূপ? (অনুধাবন)
ক পলিমারকরণ খ দ্বিবিয়োজন
√ সমাণুকরণ ঘ অধঃক্ষেপণ
1৫5. কোনগুলো প্রশমন বিক্রিয়ার উৎপাদ? (অনুধাবন)
ক NaOH ও H2O √ NaCl ও H2O
গ NaSO4 ও H2SO4 ঘ NaOH ও H2SO4
1৫6. CH4+2O2 → CO2+2H2O; বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? (অনুধাবন)
√ দহন খ সংশ্লেষণ
গ প্রতিস্থাপন ঘ প্রশমন
1৫7. পানিতে তড়িৎ চালনা করলে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক নাইট্রোজেন খ বাষ্প
√ হাইড্রোজেন ও অক্সিজেন ঘ হাইড্রক্সাইড
1৫8. 2Na(s) + CuSO4 (aq)→Na2SO4 (aq) + Cu(s) এ বিক্রিয়ায় Na ধাতু CuSO4 থেকে কী প্রতিস্থাপন করে? (অনুধাবন)
√ Cu খ SO4
গ ঝ ঘ O2
1৫9. দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক চাপ √ তাপ
গ স্ফুলিঙ্গ ঘ জলীয়বাষ্প
16০. কোন গ্যাস বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভ‚মিকা রাখে? (জ্ঞান)
ক CO √ CO2
গ O2 ঘ SO2
161. কোনটিকে ননরেডক্স বিক্রিয়া বলা হয়? (অনুধাবন)
ক দহন বিক্রিয়া খ প্রতিস্থাপন বিক্রিয়া
√ প্রশমন বিক্রিয়া ঘ বিযোজন বিক্রিয়া
162. প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হলে দ্রবণের pH মান কত হয়? (জ্ঞান)
√ 7 খ 6.5
গ 7.5 ঘ 4
163. সকল প্রশমন বিক্রিয়া কোন ধরনের? (অনুধাবন)
ক তাপহারী √ তাপ উৎপাদী
গ রেডক্স ঘ জারণ
164. প্রশমন বিক্রিয়ায় HCl ও NaOH বিক্রিয়া করে NaCl ও H2O উৎপন্ন হয়। এ বিক্রিয়ার দর্শক আয়ন কোনগুলো? (অনুধাবন)
ক H+ ও Na+ খ Cl- ও OH-
গ H+ ও Cl- √ Na+ ও Cl-
165. প্রশমন বিক্রিয়ায় যে আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদের কী বলা হয়? (জ্ঞান)
√ দর্শক আয়ন খ ধনাত্মক আয়ন
গ ঋণাত্মক আয়ন ঘ নিরপেক্ষ আয়ন
166. যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক রেডক্স বিক্রিয়া √ অধঃক্ষেপণ বিক্রিয়া
গ প্রশমন বিক্রিয়া ঘ ননরেডক্স বিক্রিয়া
167. অধঃক্ষেপণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দুটি সাধারণত কী ধরনের যৌগ হয়? (অনুধাবন)
ক সমযোজী যৌগ খ ধাতব যৌগ
√ আয়নিক যৌগ ঘ অধাতব যৌগ
168. একটি বিক্রিয়াকে অধঃক্ষেপণ বিক্রিয়া কখন বলা হয়? (উচ্চতর দক্ষতা)
ক উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে দ্রবণীয় হয়
√ উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে অদ্রবণীয় হয়
গ উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে অধঃক্ষিপ্ত হয়
ঘ উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ ঊর্ধ্বপাতিত হয়
169. NaCl ও AgNO3 এর জলীয় দ্রবণে নিচের কোন গুচ্ছ দর্শক আয়ন হিসেবে থাকে? (প্রয়োগ)
ক Ag+, Cl- খ Ag+, NO3-
গ Na+, Cl- √ Na+, NO3-
1৭০. নিচের কোন বিক্রিয়াকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? (অনুধাবন)
ক দহন বিক্রিয়াকে √ অধঃক্ষেপণ বিক্রিয়াকে
গ প্রতিস্থাপন বিক্রিয়াকে ঘ পানিযোজন বিক্রিয়াকে
1৭1. একই আণবিক সংকেতবিশিষ্ট দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদের কী বলা হয়? (অনুধাবন)
ক আর্দ্র বিশ্লেষণ খ পলিমারকরণ
√ সমাণু ঘ পানিযোজন
1৭2. CH3-CH2-OH ও CH3-ঙ-CH3 এ যৌগ দুটিকে পরস্পরের কী বলা হয়? (প্রয়োগ)
ক হাইড্রোলাইসিস খ আইসোটোপ
গ আইসোবার √ সমাণু
1৭3. আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। এই বিক্রিয়াকে কী বলা হয়? (প্রয়োগ)
ক পানি বিশ্লেষণ বিক্রিয়া খ আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
√ পানিযোজন বিক্রিয়া ঘ সমাণু বিক্রিয়া
1৭4. আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে কী বলা হয়? (জ্ঞান)
√ কেলাস পানি খ জলীয় বাষ্প
গ হাইড্রোলাইসিস ঘ ইলেকট্রলাইসিস

এসএসসি রসায়ন সপ্তম অধ্যায় MCQ

7.3 বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়া

193. মরিচার গ্রহণযোগ্য সংযুতি কোনটি? (অনুধাবন)
ক Fe2O3 . H2O খ Fe2O3 . H2O2
√ Fe2O3 . হH2O ঘ Fe3O2 . হH2O
194. সাধারণ তাপমাত্রায় লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের যে আস্তরণ পড়ে তাকে কী বলে? (জ্ঞান)
ক ফেরিক অক্সাইড খ ইলেকট্রোপ্লেটিং
√ মরিচা ঘ সোদক অক্সাইড
195. নিচের কোন বিক্রিয়া দ্বারা প্রকৃতিতে মরিচা উৎপন্ন হয়? (অনুধাবন)
ক Fe(s) + H2O(l) + O2(g) → Fe2O3(s)
খ 2Fe(s) + 3H2O(l) + 2O2(g) → Fe(OH)3(s)
গ 4Fe(s) + 3O2(g) → Fe2O3.হ H2O(s)
√ 4Fe(s) + 6H2O(l)+3O2(g) →Fe2O3. হH2O(s)
196. মরিচা পড়ার জন্য কী কী আবশ্যক? (অনুধাবন)
ক অক্সিজেন এবং জলীয়বাষ্প
√ লোহার সামগ্রী, অক্সিজেন এবং জলীয় বাষ্প
গ লোহার সামগ্রী এবং অক্সিজেন
ঘ জলীয়বাষ্প এবং লৌহজাত পদার্থ
197. মরিচার সংকেতকে কী হিসেবে প্রকাশ করা হয়? (অনুধাবন)
ক Fe2O3 খ Fe(OH)3
গ Fe.H2O.O2 √ Feঙ(OH)
198. মরিচার রাসায়নিক সংকেত Fe2O3.হH2O। এতে পানির অণুর সংখ্যাকে হ দ্বারা প্রকাশ করা হয় কেন? (অনুধাবন)
√ এতে যুক্ত পানির অণুর সংখ্যা অজ্ঞাত বলে
খ এতে যুক্ত পানির অণুর সংখ্যা বাষ্পীভ‚ত হয় বলে
গ এতে যুক্ত পানির অণুর সংখ্যা তরল অবস্থায় থাকে বলে
ঘ এতে যুক্ত পানির অণুর সংখ্যা কম বলে
199. অ্যালুমিনিয়াম ধাতু বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিসের আস্তরণ তৈরি করে? (জ্ঞান)
ক Al(OH)3 খ Alঘ
√ ACl2O3 ঘ AlCl3
2০০. ধাতব অ্যালুমিনিয়ামকে বায়ুর সংস্পর্শে আসা থেকে রোধ করে নিচের কোনটি? (অনুধাবন)
√ অ্যালুমিনিয়াম অক্সাইড খ অ্যালুমিনিয়াম ক্লোরাইড
গ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঘ অ্যালুমিনিয়াম সালফেট
2০1. অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র বেশি স্থায়ী হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক বাতাসের জলীয় বাষ্প
√ অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি
গ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের স্তর
ঘ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
2০2. মৌমাছির কামড়ে জ্বালা নিবারণের জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক অক্সালিক এসিড খ এসিটিক এসিড
গ জৈব এসিড √ চুন বা ক্ষারক
2০3. মৌমাছির হুলে কী থাকে, যা আমাদের শরীরে জ্বালা-পোড়া সৃষ্টি করে? (জ্ঞান)
ক ক্ষারধর্মী পদার্থ খ অ¤øধর্মী বা ক্ষারধর্মী পদার্থ
√ অ¤øধর্মী পদার্থ ঘ নিরপেক্ষ পদার্থ
2০4. কোন জৈবিক ক্রিয়ায় জীব O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে? (জ্ঞান)
ক সালোকসংশ্লেষণ খ অভিস্রবণ
গ প্রস্বেদন √ শ্বসন
2০5. একটি জীবকোষে সবসময় কী ঘটে? (জ্ঞান)
ক সালোকসংশ্লেষণ খ শ্বসন ও সালোকসংশ্লেষণ
√ শ্বসন ঘ প্রস্বেদন
2০6. শ্বসনে উৎপন্ন শক্তি কোনটি? (অনুধাবন)
√ তাপশক্তি খ সৌরশক্তি
গ যান্ত্রিক শক্তি ঘ বিদ্যুৎ শক্তি
2০7. কোনটি শর্করা জাতীয় খাদ্যের সাথে অসঙ্গতি প্রকাশ করে? (অনুধাবন)
ক স্টার্চ খ চিনি
গ গøুকোজ √ ফ্যাটি এসিড
2০8. শ্বসন প্রক্রিয়ায় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় যা উদ্ভিদ খাদ্য তৈরিতে কাজে লাগায়? (অনুধাবন)
√ CO2 খ O2
গ CH4 ঘ H2
2০9. মানুষের শরীরে চিনি বিশ্লেষিত হয়ে কিসে পরিণত হয়? (জ্ঞান)
ক গøুকোজ খ ফ্রুক্টোজে
√ গøুকোজ ও ফ্রুক্টোজে ঘ ল্যাকটোজে
21০. শ্বসনে কোন গ্যাস উৎপন্ন হয়? (অনুধাবন)
√ CO2 খ O2
গ N2 ঘ CO
211. ঈ6 ঐ12 ঙ6 + O2 →? (প্রয়োগ)
ক CO2 + H2O √ CO2 + H2O + শক্তি
গ ঈ + H2O ঘ CO + H2O + শক্তি
212. মানবদেহে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়া কোনটি? (প্রয়োগ)
ক C6H12O6 + O2 → CO2 + H2O + O2 + শক্তি
খ C6H12O6 + O2→CO2 + শক্তি
√ C6H12O6 + O2 → CO2 + H2O + শক্তি
ঘ ঈ6ঐ12ঙ11 + O2→ CO2 + H2O + O2 + শক্তি
21৩. পেটে ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাতীয় এন্টাসিড খেলে সেরে যায় কেন? (উচ্চতর দক্ষতা)
ক এসব পদার্থ এসিডিটি কমাতে সাহায্য করে বলে
খ এসব পদার্থ ক্ষারকত্ব কমাতে সাহায্য করে বলে
√ এসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়া ঘটে বলে
ঘ এসব পদার্থ এসিড শোষণ করে নেয় বলে
21৪. এন্টাসিড মূলত কী? (অনুধাবন)
ক CaO খ Ca(OH)2
গ Ca(ঙCl) √ Mg(OH)2
21৫. ঢ + Al(OH)3 → AlCl3 + H2O; ঢ যৌগটি Mg(OH)2 এর সাথে বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন করবে? (প্রয়োগ)
ক MgO √ MgCl2
গ MgSO4 ঘ MgCO3
216. HCl + অ → AlCl3 + H2O; অ যৌগটির প্রকৃতি কিরূপ? (প্রয়োগ)
ক অ¤øীয় খ নিরপেক্ষ
√ ক্ষারীয় ঘ দ্বিক্ষারীয়
21৭. আমাদের পাকস্থলিতে খাদ্যদ্রব্য হজম করতে কোন এসিড অত্যাবশ্যকীয়? (প্রয়োগ)
ক CH3COOH খ NaঐCO3
√ HCl ঘ H2CO3
218. এসিডিটি হলে আমরা কী ওষুধ সেবন করি? (জ্ঞান)
ক কলিচুন খ কুইক লাইম
√ এন্টাসিড ঘ ক্যালামিন
219. এসিডিটি হলে কী গ্রহণ করে উপশম পাওয়া যায়? (জ্ঞান)
√ ক্ষারধর্মী খাবার খ অ¤øধর্মী খাবার
গ নিরপেক্ষ খাবার ঘ পানীয় জাতীয় খাবার
22০. জ্বালানির আংশিক দহনে সংঘটিত বিক্রিয়া কোনটি? (প্রয়োগ)
ক CH4(g) +2O2(g) → CO2(g) +2H2O(g) + শক্তি
√ CH4(g) +O2(g) →ঈ(s) + 2H2O(g) + শক্তি
গ CH4(g) + 2O2(g) →CO2(g) + শক্তি
ঘ CO2(g) + 2H2O(g) + শক্তি →CH4(g) + 2O2(g)
221. জ্বালানির দহনে কোনটি উৎপাদন হয় না? (অনুধাবন)
ক CO2 √ O2
গ H2O ঘ তাপশক্তি
222. জ্বালানির আংশিক দহনে CO2 এর পরিবর্তে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ CO খ H2CO3
গ H2O ঘ CH4
223. জ্বালানির দহনে কী উৎপন্ন হয়? (উচ্চতর দক্ষতা)
ক কার্বন ডাইঅক্সাইড
খ কার্বন ডাইঅক্সাইড ও পানি
√ কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপশক্তি
ঘ পানি ও তাপশক্তি

7.5 বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার

242. রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ কোনটি দ্বারা প্রভাবিত হয় না? (অনুধাবন)
ক তাপমাত্রা √ পাত্র
গ চাপ ঘ ঘনমাত্রা
243. কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক সাম্যাবস্থা স্থিতাবস্থা খ সাম্যাবস্থা বিপরীত গতির অবস্থা
√ সাম্যাবস্থা গতিময় অবস্থা ঘ সাম্যাবস্থা একমুখী গতির অবস্থা
244. যে সকল বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা সমান সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? (উচ্চতর দক্ষতা)
ক চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যায়
খ চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পেছন দিকে যায়
√ চাপের কোনো প্রভাব নেই
ঘ চাপ হ্রাস করলে বিক্রিয়া পেছন দিকে যায়
245. বিক্রিয়ার হার কোনটি? (অনুধাবন)
ক বিক্রিয়কের ভৌত পরিবর্তনঐ পরিবর্তন সাধনে ব্যয়িত সময়
খ উৎপাদের ঘনমাত্রাসময়
√ বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনঐ পরিবর্তন সাধনে ব্যয়কৃত সময়
ঘ বিক্রিয়কের ঘনমাত্রাসময়
246. লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী- 2SO2(g) + O2(g) 2SO3(g) + তাপ; বিক্রিয়ায় বিক্রিয়ক যোগ করলে সাম্যাবস্থার কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ)
√ ডানে সরে যাবে খ বামে সরে যাবে
গ অপরিবর্তিত থাকবে ঘ মান অপরিবর্তিত হবে
247. কখন গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থা চাপ দ্বারা প্রভাবিত হয় না? (অনুধাবন)
ক যখন বিক্রিয়ার উভয় পাশে অণু সংখ্যা সমান
খ যখন বিক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে
√ যখন বিক্রিয়ার উভয় পাশে অণু সংখ্যা সমান হয় না
ঘ যখন প্রভাবক ব্যবহৃত হয়
248. উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ নিচের কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত? (জ্ঞান)
ক ফাযানের নীতি খ সাম্যাবস্থার নীতি
√ লা-শাতেলিয়ার নীতি ঘ থgmনের নীতি
249. যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণুর সংখ্যা পরিবর্তন হয় না সে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার ওপর চাপ প্রয়োগে কী হয়? (জ্ঞান)
ক সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে
খ সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে
গ বিক্রিয়া বিপরীতমুখী হবে
√ সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে
25০. যে বিক্রিয়ায় গ্যাসীয় অণুসংখ্যা হ্রাস পায়, চাপ বাড়ালে সে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হয়? (অনুধাবন)
√ সামনের দিকে খ পশ্চাৎ দিকে
গ নিচের দিকে ঘ উপরের দিকে
251. বিক্রিয়ার গতির ওপর প্রভাব নেই কোনটির? (অনুধাবন)
ক তাপমাত্রা খ বিক্রিয়কের ঘনমাত্রা
গ প্রভাবক √ বিক্রিয়া পাত্রের আকার
252. 2NO(g) + O2(g) = 2NO2(g) বিক্রিয়াটির সিস্টেম চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক বিক্রিয়ার ফলে সিস্টেমের চাপ বেড়ে যায় বলে
খ বিক্রিয়কের মোট অণু উৎপাদের অণুর সংখ্যার চেয়ে কম বলে
গ বিক্রিয়ক ও উৎপাদ সকলেই গ্যাস বলে
√ বিক্রিয়ায় অণুর সংখ্যা হ্রাস পায় বলে
253. N2(g) + 3H2(g) 2NH3(g) এ বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা কমালে নিচের কোনটি ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক অ্যামোনিয়ার উৎপাদন বন্ধ থাকবে
√ অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে
গ অ্যামোনিয়ার উৎপাদন কম হবে
ঘ অ্যামোনিয়া উৎপাদন বাধাগ্রস্ত হবে
254. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? (প্রয়োগ)
√ ডানে খ বামে
গ যেকোনো এক দিকে ঘ কোনো দিকে নয়
255. N2(g) + 3H2(g) 2NH3(g) বিক্রিয়ায় NH3 কে উচ্চ চাপ প্রয়োগে তরল করা হলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? (প্রয়োগ)
ক কোনো দিকে নয় খ বামে
√ ডানে ঘ যেকোনো একদিকে
256. কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই? (অনুধাবন)
ক 2NO2(g) = N2O4(g) খ N2(g) + 2H2(g) = 2NH3(g)
গ 2H2(g) + O2(g) = 2H2O(g) √ H2(g) +I2(g) = 2ঐও(g)
257. চাপের প্রভাব আছে কোনটিতে? (অনুধাবন)
ক H2(g) + I2(g) = 2ঐও(g)
√ N2O4(g) = 2NO2(g)
গ AgNO3(l) + NaCl(l) = NaNO3(l) +AgCl(s)
ঘ ঈ(s) + O2(g) = CO2(g)
258. তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটে? (অনুধাবন)
√ বিক্রিয়ার গতি বাড়ে খ বিক্রিয়ার গতি কমে
গ বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে ঘ অন্য ধরনের বিক্রিয়া হয়
259. অ2(g) + 3ই2(g) 2অই3; ঐ = – 92 kJ বিক্রিয়ায় তাপ প্রয়োগে কী ঘটবে? (প্রয়োগ)
ক বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে
√ বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সরে যাবে
গ অ ও ই গ্যাসদ্বয় বেশি পরিমাণে বিক্রিয়া করবে
ঘ তাপের প্রভাব ঘটবে না
26০. N2(g) + 3H2(g) 2NH3 বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কী ঘটবে? (প্রয়োগ)
ক NH3 উৎপাদন হ্রাস পাবে √ NH3 উৎপাদন বৃদ্ধি পাবে
গ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে ঘ বিক্রিয়া স্থির থাকবে
261. বিক্রিয়ায় একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে? (জ্ঞান)
√ বিক্রিয়ার হার খ বিক্রিয়ার সাম্যাবস্থা
গ বিক্রিয়ার গতিশীলতা ঘ বিক্রিয়ার উভমুখিতা
262. বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাকে কী এককে প্রকাশ করা হয়? (জ্ঞান)
√ মোল-লিটার-1 খ মোল-লিটার-1 সময়-1
গ মোল-সময়-1 ঘ মোল-কিলোজুল-1
263. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
ক হ্রাস পায় √ বৃদ্ধি পায়
গ হ্রাস বা বৃদ্ধি পায় ঘ অসীম হয়
264. বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
√ বৃদ্ধি পায় খ হ্রাস পায়
গ হ্রাস বা বৃদ্ধি পায় ঘ অসীম হয়
265. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
√ বৃদ্ধি পায় খ হ্রাস পায়
গ হ্রাস বা বৃদ্ধি পায় ঘ অসীম হয়
266. বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
ক বাম দিকে যাবে √ ডান দিকে যাবে
গ সাম্যাবস্থায় থাকবে ঘ ডান ও বাম দিকে যাবে
267. প্রভাবক ব্যবহারে বিক্রিয়ার হার- (অনুধাবন)
ক হ্রাস পায় খ বৃদ্ধি পায়
√ হ্রাস বা বৃদ্ধি পায় ঘ অসীম হয়

 

 

 

Leave a Reply