এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সপ্তম অধ্যায় মূলধন ব্যয় সৃজনশীল প্রশ্নোত্তর
অধ্যায়-৭: মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর মমমপ্রশ্ন১ অইঈ লিমিটেডের মূলধন কাঠামো নিচে ছকে দেয়া হলো: মূলধনের উৎস মূলধন ব্যয় মূলধনের পরিমাণ (টাকায়) সাধারণ শেয়ার ১৭% ৪০,০০,০০০ অগ্রাধিকার শেয়ার ১০% ১০,০০,০০০ বন্ড ১৪% ৩০,০০,০০০ মোট মূলধন ৮০,০০,০০০ অইঈ কোম্পানির আরও অতিরিক্ত ২০,০০,০০০ টাকা মূলধন প্রয়োজন। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অতিরিক্ত মূলধন ১৪% বন্ডের মাধ্যমে সংগ্রহ করার প্রস্তাব দেয়। কোম্পানির করের হার ৪০%। [ঢা. বো. ১৭] অ ক. সুযোগ ব্যয় কী? ১ অ খ. মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলি লিখ। ২ অ গ. অইঈ লিমিটেডের গড় মূলধন ব্যয় কত হবে নির্ণয় করো? ৩ অ ঘ. ‘আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে’-এ মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪ ১ নং প্রশ্নের উত্তর অ মক যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের আয় ত্যাগ করতে হয় ঐ ত্যাগকৃত বিনিয়োগের আয়কে সুযোগ ব্যয় বলে। মখ প্রতিষ্ঠানের প্রত্যাশিত সর্বনিæ আয়ের হার হচ্ছে মূলধন ব্যয়। মূলধন ব্যয়ের অনুমিত শর্তগুলো হলো- এটি নির্ণয়ে ব্যবসায় ঝুঁকি অপরিবর্তিত থাকে, আর্থিক ঝুঁকির পরিমাণ স্থির থাকে, কোম্পানির করের হার নির্দিষ্ট থাকে, দেশের মুদ্রাস্ফীতির হার স্থির থাকে। তবে এর কারণে কোম্পানির লভ্যাংশ নীতির কোনো পরিবর্তন ঘটে না। মগ অইঈ লিমিটেড-এর গড় মূলধন ব্যয় নির্ণয়: দেয়া আছে, সাধারণ শেয়ারের ব্যয় (কব) = ১৭% বা ০.১৭ অগ্রাধিকার শেয়ারের ব্যয় (কঢ়) = ১০% বা ০.১০ বন্ডের ব্যয় = ১৪% বা ০.১৪ ¯ কর-পরবর্তী বন্ডের ব্যয় (কফ) = ০.১৪(১ ০.৪০) = ০.০৮৪ সাধারণ শেয়ারের ভার (ডব) = ৪০০০০০০৮০০০০০০ = ০.৫০ অগ্রাধিকার শেয়ারের ভার (ডঢ়) = ১০০০০০০৮০০০০০০ = ০.১২৫ বন্ডের ভার (ডফ) = ৩০০০০০০৮০০০০০০ = ০.৩৭৫ আমরা জানি, গড় মূলধন ব্যয় = ডবকব + ডঢ়কঢ় + ডফকফ = (০.৫০ ূ ০.১৭) + (০.১২৫ ূ ০.১০) + (০.৩৭৫ ূ ০.০৮৪) = ০.০৮৫ + ০.০১২৫ + ০.০৩১৫ = ০.১২৯ = ১২.৯% উত্তর : ১২.৯% মঘ অতিরিক্ত মূলধন ২০,০০,০০০ টাকা সহ মোট মূলধন = (৮০,০০,০০০ + ২০,০০,০০০) = ১,০০,০০,০০০ টাকা ¯ সাধারণ শেয়ারের ভার (ডব) = ৪০০০০০০১০০০০০০০ = ০.৪০ অগ্রাধিকার শেয়ারের ভার (ডঢ়) = ১০০০০০০১০০০০০০০ = ০.১০ বন্ডের ভার (ডফ) = ৫০০০০০০১০০০০০০০ = ০.৫০ ¯ গড় মূলধন ব্যয় = ডবকব + ডঢ়কঢ় + ডফকফ = (০.৪০ – ০.১৭) + (০.১০ – ০.১০) + (০.৫০ – ০.০৮৪) = ০.০৬৮ + ০.০১ + ০.০৪২ = ০.১২ = ১২% উদ্দীপকে অইঈ কোম্পানি অতিরিক্ত মূলধন বন্ডের মাধ্যমে সংগ্রহ করলে তার গড় মূলধন ব্যয় ১২.৯% থেকে ১২% হবে। তাই অইঈ কোম্পানির ব্যবস্থাপকের প্রস্তাবটি গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে। মমমপ্রশ্ন২ নিæে সুপার পাওয়ার কোং লি. মূলধন কাঠামো প্রদত্ত হলো: মূলধনের উৎস টাকার পরিমাণ ১৩% সাধারণ শেয়ার ৩,৫০,০০০ ১২% অগ্রাধিকার শেয়ার ২,০০,০০০ ১০% ডিবেঞ্চার ৩,০০,০০০ মোট ৮,৫০,০০০ আগামী বছর কোম্পানির প্রত্যাশিত মুনাফা অর্জন হার ২০% হবে বলে আশা করা যায়। [রা. বো. ১৭] অ ক. ঋণ মূলধন ব্যয় কাকে বলে? ১ অ খ. সংরক্ষিত আয় কি ব্যয়মুক্ত? ব্যাখ্যা করো। ২ অ গ. সুপার পাওয়ার কোম্পানির ‘গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয়’ (ডঅঈঈ) নির্ণয় করো। ৩ অ ঘ. সুপার পাওয়ার কোম্পানি যদি ৩,৫০,০০০ টাকা ঋণ ১০% সুদে ‘উত্তরবঙ্গ’ ব্যাংক থেকে সংগ্রহ করতো তবে তা কতটুকু যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪ ২ নং প্রশ্নের উত্তর অ ক ঋণ মূলধন যেমন: বন্ড, ঋণপত্র, দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ ইত্যাদি উৎস হতে মূলধন সংগ্রহের ব্যয়ই হলো ঋণ মূলধন ব্যয়। সহায়ক তথ্য উদাহরণ : আজিম একটি গাড়ি ক্রয় করবেন বলে ঠিক করেছেন। তার কাছে গাড়ি কেনার সম্পূর্ণ টাকা না থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন ১৩% সুদে যমুনা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন। এখানে আজিমের ঋণ মূলধন ব্যয় শতকরা ১৩ ভাগ। খ সাধারণত প্রতিষ্ঠানের মুনাফা থেকে লভ্যাংশ প্রদানের পর অবশিষ্ট মুনাফাই হলো সংরক্ষিত আয়। যদিও সংরক্ষিত আয় হতে মূলধন সংগ্রহের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই তবে এর সুযোগ ব্যয় রয়েছে। অর্থাৎ এই সংরক্ষিত আয় অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করলে মুনাফা অর্জন করা যেত। কিন্তু প্রতিষ্ঠানে মূলধন হিসেবে এই আয় ব্যবহার করার ফলে প্রতিষ্ঠান সেই মুনাফা থেকে বঞ্চিত হয়, যা প্রতিষ্ঠানের সুযোগ ব্যয় বলে বিবেচিত। তাই বলা যায়, সংরক্ষিত আয় ব্যয়মুক্ত নয়। সহায়ক তথ্য সুযোগ ব্যয় : একাধিক প্রকল্প হতে একটি প্রকল্প নির্বাচনের কারণে অন্য একটি অনির্বাচিত প্রকল্প হতে সৃষ্ট সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়াকে সুযোগ ব্যয় বলে। গ সুপার পাওয়ার কোম্পানির গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় (ডঅঈঈ) নির্ণয়: দেয়া আছে, সাধারণ শেয়ারের ব্যয়, কব = ১৩% অগ্রাধিকার শেয়ারের ব্যয়, কঢ় = ১২% ডিবেঞ্চারের ব্যয়, কফ = ১০% সাধারণ শেয়ারের ভার (ডবরমযঃ), ডব = ৩৫০০০০৮৫০০০০ = ০.৪১১৮ অগ্রাধিকার শেয়ারের ভার (ডবরমযঃ), ডঢ় = ২০০০০০৮৫০০০০ = ০.২৩৫৩ ডিবেঞ্চারের ভার (ডবরমযঃ), ডফ = ৩০০০০০৮৫০০০০ = ০.৩৫২৯ গড় মূলধন ব্যয়, ডঅঈঈ = (ডব কব) + (ডঢ় কঢ়) + (ডফ কফ) = (০.৪১১৮ ১৩%) + (০.২৩৫৩ ১২%) + (০.৩৫২৯ ১০%) = ৫.৩৫৩৪ + ২.৮২৩৬ + ৩.৫২৯ = ১১.৭০৬% অতএব, সুপার পাওয়ার কোম্পানির গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় হলো ১১.৭০৬%। উত্তর: ১১.৭০৬%। সহায়ক তথ্য ডঅঈঈ : এর পূর্ণরূপ হলো ডবরমযঃবফ আবৎধমব ঈড়ংঃ ড়ভ ঈধঢ়রঃধষ। ঘ সুপার পাওয়ার কোম্পানি যদি ৩,৫০,০০০ টাকা ঋণ ১০% সুদে ‘উত্তরবঙ্গ’ ব্যাংক থেকে সংগ্রহ করতো তবে তার মোট মূলধনের পরিমাণ হবে = (৩,৫০,০০০ + ২,০০,০০০ + ৩,৫০,০০০) টাকা = ৯,০০,০০০ টাকা সাধারণ শেয়ারের ভার, ডব = ৩৫০০০০৯০০০০০ = ০.৩৮৮৯ অগ্রাধিকার শেয়ারের ভার, ডঢ় = ২০০০০০৯০০০০০ = ০.২২২২ ঋণ মূলধনের ভার, ডফ = ৩৫০০০০৯০০০০০ = ০.৩৩৮৯ গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয়, ডঅঈঈ = (০.৩৮৮৯ ১৩%) + (০.২২২২ ১২%) + (০.৩৮৮৯ ১০%) = ৫.০৫৫৭% + ২.৬৬৬৪% + ৩.৮৮৯% = ১১.৬১% অতএব, সুপার পাওয়ার কোম্পানি ব্যাংক থেকে ৩,৫০,০০০ টাকা ঋণ হিসেবে সংগ্রহ করলে নতুন গড় মূলধন ব্যয় হবে ১১.৬১%, যা পূর্বের গড় মূলধন ব্যয় ১১.৭০৬% অপেক্ষা কম। তাই সুপার পাওয়ার কোম্পানির ১০% সুদে উত্তরবঙ্গ ব্যাংক হতে ৩,৫০,০০০ টাকা ঋণ মূলধন সংগ্রহ করা যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি। মমমপ্রশ্ন৩ ঝচ লি.-এর মূলধন কাঠামো নিচের ছকে দেওয়া হলো : মূলধনের উৎস টাকা সাধারণ শেয়ার মূলধন ৪,০০০ ১০% অগ্রাধিকার শেয়ার ১,০০০ ১৪% ডিবেঞ্চার ৩,০০০ মোট মূলধন ৮,০০০ কোম্পানির শেয়ার বর্তমানে বাজারে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এটা ধারণা করা হচ্ছে যে, কোম্পানিটি আগামী বছর প্রতি শেয়ারে ২ টাকা করে লভ্যাংশ প্রদান করবে যেটা সবসময় ৭% হারে বৃদ্ধি পাবে। কোম্পানির কর হার ৫০%। [দি. বো. ১৭] অ ক. মূলধন ব্যয় কী? ১ অ খ. সংরক্ষিত আয়ের ব্যয় কেন নতুন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় থেকে কম হয় তা ব্যাখ্যা করো। ২ অ গ. ঝচ লি. এর গড় মূলধন ব্যয় (ডঅঈঈ) নির্ণয় করো। ৩ অ ঘ. কোম্পানি যদি অতিরিক্ত ২,০০০ টাকা ১৪% ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ মূলধন সংগ্রহ করে
এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সপ্তম অধ্যায় মূলধন ব্যয় সৃজনশীল প্রশ্নোত্তর Read More »