তৃতীয় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট
তৃতীয় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট সম্পর্কিত প্রশ্ন তৃতীয় শ্রেণীর বন্ধুদের স্বাগতম। তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়েন তাদের জন্য আমাদের আজকের আয়োজন ২১ অধ্যায়ের নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর, অতিরিক্ত কিছু প্রশ্নের উত্তর, একটি মডেল টেস্ট। তৃতীয় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল রচনাটির মূলভাব জেনে নিই শহরের রাস্তায় নিরাপদে চলাচল সম্পর্কে ধারণা পাওয়া যায় রচনাটি থেকে। শহরের রাস্তাঘাটে নানা স্থানে থাকে নানা রকম সংকেত। মামার সাথে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়ে এসব সংকেতের মানে বুঝতে পারে ছবি ও ইজাজ। রাস্তায় পায়ে হেঁটে বা গাড়িতে চলাচলের সময় এগুলো মেনে চলতে হয়। পথচারীরা যাতে নিরাপদে রাস্তা পার হতে পারে এজন্য রয়েছে ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং ইত্যাদি। ট্রাফিক আইন মেনে চললে রাস্তায় নিরাপদে চলাচল করা যায়। বানানগুলো লক্ষ করি চিড়িয়াখানা, শুক্রবার, ছোট্ট, ট্রাফিক, সম্পূর্ণ, ফুটওভারব্রিজ, বিপজ্জনক, আড়াআড়ি, নির্দিষ্ট, সিগন্যাল, পথচারী, জেব্রাক্রসিং, তীরচিহ্ন, চৌরাস্তা, বৃদ্ধ। তৃতীয় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। বার্ষিক ব্রিজ বোর্ড সতর্ক সরব নির্দিষ্ট নাগরদোলা উত্তর : বার্ষিক বছর বিষয়ক। প্রতি বছরের শেষে হওয়া। ব্রিজ সেতু। পুল। বোর্ড ফলক, রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক। সতর্ক সাবধান। সরব শব্দ করে। আওয়াজ করে। নির্দিষ্ট নির্ধারিত। নাগরদোলা এক রকমের দোলনা। ২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বার্ষিক ব্রিজ বোর্ডের নির্দিষ্ট নাগরদোলায় উত্তর : ক) নিরাপদে পথ চলতে বোর্ডের নিয়ম মানা দরকার। খ) প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে। গ) বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছিলাম। ঘ) গাঁয়ের রেলপথে খালের ওপর একটি রেল ব্রিজ থাকে। ঙ) আগামী মাসে বার্ষিক পরীক্ষা হবে। ৩. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বার্ষিক (ষ-রেফ) বর্ষ, হর্ষ পার্ক (ক-রেফ) অর্ক, তর্ক ব্রিজ (র-ফলা) ব্রত, তীব্র নির্দিষ্ট নষ্ট, কষ্ট ঘণ্টাধ্বনি কণ্টক, বণ্টন ৪. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক) ছবি ও ইজাজের ছোট মামার নাম কী? উত্তর : ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। খ) ট্রাফিক পুলিশ কীভাবে বৃদ্ধকে সাহায্য করলেন? উত্তর : বৃদ্ধ লোকটি সাদা ছড়ি হাতে ব্যস্ত রাস্তা পার হতে যাচ্ছিলেন। তখন একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে পৌঁছে দিলেন। এভাবে ট্রাফিক পুলিশটি বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করলেন। গ) জেব্রাক্রসিং কেন ব্যবহার করা হয়? উত্তর : পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রাক্রসিং ব্যবহার করা হয়। ঘ) লেভেলক্রসিং কী? উত্তর : রেলপথ আর সড়ক যেখানে মিশে যায় সে স্থানের নাম হলো লেভেলক্রসিং। লেভেলক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক) ট্রাফিক লাইটে লালবাতি দেখা গেলে পথচারীরা ১. সম্পূর্ণ থেমে যাবে ২. একটু পরে চলবে ৩. রাস্তা পার হবে ৪. ডান দিকে যাবে খ) পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায় ১. জেব্রাক্রসিং দিয়ে ২. ডানে বাঁয়ে দেখে ৩. ট্রাফিক নিয়ম মেনে ৪. ফুটওভারব্রিজ দিয়ে গ) রাস্তার উপর সাদা কালো দাগই ১. লেভেলক্রসিং ২. ফুটওভারব্রিজ ৩. জেব্রাক্রসিং ৪. ফ্লাইওভার ঘ) উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ১. মজা পেল ২. আনন্দ পেল ৩. দুঃখ পেল ৪. কষ্ট পেল উত্তর : ক) ৩. রাস্তা পার হবে; খ) ১. জেব্রাক্রসিং দিয়ে; গ) ৩. জেব্রাক্রসিং; ঘ) ২. আনন্দ পেল। ৬. ছবি দেখি। কোনটি কী নির্দেশ করে মিলাই। ৭. আরও কিছু সংকেত চিনে নিই। ৮. ছবি দুটি মনোযোগ দিয়ে দেখি। কী লেখা আছে বুঝে পড়ে সবাইকে শোনাই। উত্তর : এখানে যথাক্রমে একটি স্কুলগেট এবং একটি বিজ্ঞাপন লাগানো বোর্ডের ছবি দেওয়া আছে। ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে লেখাগুলো সবাইকে পড়ে শোনাও। ৩য় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল অনুশীলনীর অতিরিক্ত প্রশ্ন উত্তর সঠিক উত্তরটি লেখ। ১. বার্ষিক পরীক্ষার পর ছবি আর ইজাজ কোথায় গেল? জ ক চট্টগ্রামে খ দাদাবাড়িতে গ ঢাকায় ঘ নানাবাড়িতে ২. ছবি ও ইজাজের মামাতো বোনের নাম কী? চ ক টিয়া খ ময়না গ বুলবুলি ঘ দোয়েল ৩. সবাই কী বারে বেড়াতে বের হলো? জ ক বুধবারে খ বৃহস্পতিবারে গ শুক্রবারে ঘ শনিবারে ৪. খামারবাড়ি থেকে বের হয়ে গাড়ি কোন এলাকা পার হলো? ঝ ক গুলিস্তান খ শাহবাগ গ মৎস্য ভবন ঘ ফার্মগেট ৫. যে সেতু দিয়ে মানুষজন নিরাপদে হেঁটে রাস্তা পার হয় তার নাম কী? ছ ক ফ্লাইওভার খ ফুটওভারব্রিজ গ জেব্রাক্রসিং ঘ লেভেলক্রসিং ৬. রেলপথ আর সড়কপথ যেখানে মেশে সে জায়গার নাম হলো জ ক ওভারব্রিজ খ জেব্রাক্রসিং গ লেভেলক্রসিং ঘ ফ্লাইওভার নিচের শব্দগুলোর অর্থ লেখ। বায়না, পথচারী, বিপজ্জনক, সিগন্যাল। উত্তর : শব্দ অর্থ বায়না আবদার। পথচারী রাস্তায় চলাচল করে যারা। বিপজ্জনক ঝুঁকিপূর্ণ। সিগন্যাল সংকেত। নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর। পরীক্ষা, চিড়িয়াখানা, বিপজ্জনক, লালবাতি, রেললাইন। উত্তর : শব্দ বাক্য পরীক্ষা আগামীকাল আমার বাংলা পরীক্ষা। চিড়িয়াখানা চিড়িয়াখানায় অনেক প্রাণী আছে। বিপজ্জনক ব্যস্ত রাস্তা পার হওয়া বিপজ্জনক। লালবাতি লালবাতি জ্বলতেই সব গাড়ি থেমে গেল। রেললাইন রেললাইন দিয়ে রেলগাড়ি চলে। নিচের শব্দগুলোর যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন কর। শুক্রবার, ছোট্ট, বিপজ্জনক, শব্দ, ট্রেন, তীরচিহ্ন। উত্তর : শুক্রবার ক্র = ক + র-ফলা ( ্র ) বক্ররেখা ছোট্ট ট্ট = ট + ট অট্টালিকা বিপজ্জনক জ্জ = জ + জ সজ্জন শব্দ ব্দ = ব + দ বঙ্গাব্দ তীরচিহ্ন হ্ন = হ + ন-ফলা মধ্যাহ্ন ডান পাশ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ কর। ক) জ্বললে আমরা যেতে পারব। খ) ঢাকায় অনেক । গ) রাস্তার দুই পাশে গেট থাকে। ঘ) মগবাজার পেরোতেই একটানা শোনা গেল। ট্রাফিক বাতি লেভেলক্রসিংয়ে ঘণ্টাধ্বনি ভিড় সবুজ বাতি উত্তর : ক) সবুজ বাতি; খ) ভিড়; গ) লেভেলক্রসিংয়ে; ঘ) ঘণ্টাধ্বনি। ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল কর। লালবাতি জ্বললে গাড়ি চলবে। ফুটওভারব্রিজ জেব্রাক্রসিং। ডোরাকাটা আঁকা গাড়ি থেমে যাবে। ঘণ্টাধ্বনি বাজলে নিরাপদ চলাচল। সবুজ বাতি জ্বললে গাড়ি সতর্ক হয়। লেভেলক্রসিং। উত্তর : লালবাতি জ্বললে গাড়ি থেমে যাবে। ফুটওভারব্রিজ নিরাপদ চলাচল। ডোরাকাটা আঁকা জেব্রাক্রসিং। ঘণ্টাধ্বনি বাজলে গাড়ি সতর্ক হবে। সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। ভিড়, থামা, জ্বলা, বিপজ্জনক, দ্রæত। উত্তর : শব্দ বিপরীত শব্দ ভিড় ফাঁকা থামা চলা জ্বলা নেভা বিপজ্জনক নিরাপদ দ্রæত ধীর নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখ। বার্শিক, পথচারি, বিপজ্জ্বনক, সিগনাল, লেবেলক্রসিং। উত্তর : ভুল বানান শুদ্ধ বানান বার্শিক বার্ষিক পথচারি পথচারী বিপজ্জ্বনক বিপজ্জনক সিগনাল সিগন্যাল লেবেলক্রসিং লেভেলক্রসিং নিচের কোনটি
তৃতীয় শ্রেণির বাংলা নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট Read More »